পুয়ের্তো রিকো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
২ নং লাইন:
{{Infobox_Country|
common_name = পুয়ের্তো রিকো |
native_name = ''Estado Libre Asociado de Puerto Rico''<br />পুয়ের্তো রিকোররিকো কমনওয়েল্‌থজনরাষ্ট্র|
image_flag = Flag of Puerto Rico.svg |
image_coat =|
৮ নং লাইন:
image_map = LocationPuertoRico.png |
national_motto = ([[লাতিন]]: ''Joannes Est Nomen Eius'')<br />([[স্পেনীয় ভাষা|স্পেন়]]: ''Juan es su nombre'')<br />
([[বাংলা ভাষা|বাংলা]]: "জনহুয়ান তার নাম") |
national_anthem = [[পুয়ের্তো রিকোর জাতীয় সঙ্গীত|Laলা Borinqueñaবোরিনকেনিয়া]] (La Borinqueña)<br /> |
official_languages = [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] এবং [[ইংরেজি]]|
demonym = পুয়ের্তো রিকান |
১৬ নং লাইন:
government_type = [[কমনওয়েল্‌থ]] |
leader_title1 = [[পুয়ের্তো রিকোর গভর্নর|গভর্নর]] |
leader_name1 = [[Aníbalআনিবাল Acevedoআসেবেদো Viláবিলা]]|
area = ৯,১০৪|
areami²= ৩,৫১৪<!-- Do not remove per [[WP:MOSNUM]] -->|
৩০ নং লাইন:
population_census = ৩,৯১৩,০৫৫ |
population_census_year=২০০০|
GDP_PPP = $৭৭.৪ বিলিয়নশত কোটি<!--cia.gov-->|
GDP_PPP_year=২০০৭|
GDP_PPP_rank= N/A|
৫৩ নং লাইন:
|footnotes = |
}}
'''পুয়ের্তো রিকো''' ({{lang-en|Puerto Rico}}), যার সরকারী নাম '''পুয়ের্তো রিকো জনরাষ্ট্র''' ({{lang-en|Commonwealth of Puerto Rico}}) ও পূর্ণ স্পেনীয় নাম ''''এস্তাদো লিব্রে আসোসিয়াদো দে পুয়ের্তো রিকো''' ({{lang-es|Estado Libre Asociado de Puerto Rico}} অর্থাৎ "মুক্ত পুয়ের্তো রিকো সংযুক্ত রাষ্ট্র") [[পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ|পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে]] অবস্থিত একটি স্বশাসিত দ্বীপ ও জনরাষ্ট্র। দ্বীপটি প্রশাসনিকভাবে [[উত্তর আমেরিকা]] মহাদেশের [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] সাথে সংযুক্ত। ভৌগোলিকভাবে দ্বীপটি উত্তর-পূর্ব [[ক্যারিবীয় সাগর|ক্যারিবীয় সাগরের]] [[বৃহত্তর অ্যান্টিলিজ]] দ্বীপশৃঙ্খলের সর্বপূর্বস্থিত দ্বীপ। এটি [[ডোমিনিকান প্রজাতন্ত্র]] থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে, [[ভার্জিন দ্বীপপুঞ্জ]] থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের [[ফ্লোরিডা]] অঙ্গরাজ্য থেকে ১৬০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ঘন জনবসতিবিশিষ্ট এই দ্বীপটির উত্তর উপকূলটি [[আটলান্টিক মহাসাগর|আটলান্টিক মহাসাগরের]] দিকে মুখ করে আছে। পূর্ব উপকূলের কাছেই দুইটি ক্ষুদ্র দ্বীপ আছে যাদের নাম [[বিয়েকেস]] ও [[কুলেব্রা]]; এগুলি প্রশাসনিকভাবে পুয়ের্তো রিকোর অংশ। পশ্চিমে অবস্থিত [[মোনা]] দ্বীপটিও তাই। বৃহত্তর অ্যান্টিলিজ দ্বীপশৃঙ্খলের অন্যান্য দ্বীপের সাথে তুলনা করলে পুয়ের্তো রিকো আয়তনে ডোমিনিকান প্রজাতন্ত্রের এক-পঞ্চমাংশ, [[হাইতি]]র এক-তৃতীয়াংশ এবং [[জামাইকা]]র প্রায় সমান। দ্বীপটি মোটামুটি আয়তাকার। পূর্ব-পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য ১৭৯ কিলোমিটার, উত্তর-দক্ষিণে ৬৩ কিলোমিটার। পুয়ের্তো রিকোর উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত [[সান হুয়ান]] একাধারে রাজধানী শহর, বৃহত্তম শহর ও প্রধান বন্দর।
 
পুয়ের্তো রিকোর অধিবাসীদেরকে স্থানীয় স্পেনীয় ভাষায় পুয়ের্তোরিকেনিয়ো নামে ডাকা হয়। পুয়ের্তোরিকানদের একটি মিশ্র স্পেনীয়, মার্কিন, আফ্রিকান ও ক্যারিবীয় সংস্কৃতি আছে। দ্বীপটি সামাজিক ও অর্থনৈতিকভাবে [[লাতিন আমেরিকা]]র অন্যান্য দেশগুলির তুলনায় এগিয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বীপটির সম্পর্ক এর অন্যতম কারণ। এটিতে মার্কিন মালিকানাধীন একাধিক শিল্পকারখানা ও সামরিক ঘাঁটি আছে। যদিও সম্প্রতি পুয়ের্তো রিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্প্রতি রাজনৈতিকভাবে বিতর্কিত, তার পরেও দ্বীপটির বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণই মার্কিনীদের সাথে স্থায়ী সম্পর্ক বজায় রাখার ব্যাপারে সায় দিয়ে থাকে। মার্কিনপন্থীদের মধ্যে প্রায় অর্ধেক পুয়ের্তো রিকোকে একটি মার্কিন অঙ্গরাজ্য হিসেবে দেখতে আগ্রহী, বাকিরা বর্তমান সংযুক্ত জনরাষ্ট্র মর্যাদা নিয়ে সন্তুষ্ট। অন্যদিকে একটি ক্ষুদ্র সংখ্যালঘু অংশ অনেক দিন ধরেই দ্বীপটির স্বাধীনতা কামনা করে আসছে।
 
]]
পুয়ের্তো রিকো প্রায় চার শতাব্দী ধরে একটি [[স্পেনীয় উপনিবেশ]] ছিল। ১৮৯৮ সালে [[স্পেনীয়-মার্কিন যুদ্ধ|স্পেনীয়-মার্কিন যুদ্ধের]] পরে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় সম্পর্ক থাকলেও ভৌগোলিকভাবে ও সাংস্কৃতিকভাবে দ্বীপটি এখনও লাতিন আমেরিকার অংশ। দ্বীপের প্রায় সমস্ত অধিবাসী মাতৃভাষা হিসেবে [[স্পেনীয় ভাষা]]তে কথা বলে।