ঝাড়খণ্ডী উপভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

ঝাড়খণ্ডে প্রচলিত বাংলা ভাষার উপভাষা
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{Infobox language | name = ঝাড়খণ্ডী | altname = | nativename = | state = ভারত | region = পুরুলিয়া, ব...
(কোনও পার্থক্য নেই)

০১:২১, ১৫ নভেম্বর ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

ঝাড়খণ্ডী উপভাষা হলো মূলত ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে এবং ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু জেলায় বসবাসকারী মানুষদের মুখের ভাষা।

ঝাড়খণ্ডী
দেশোদ্ভবভারত
অঞ্চলপুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সাঁওতাল পরগণা, ময়ূরভঞ্জ
মাতৃভাষী

বাংলা বর্ণমালা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩

ভৌগোলিক সীমানা

প্রধানত পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমপশ্চিম বর্ধমান জেলা, ঝাড়খণ্ডের বোকারো, ধানবাদ, সড়াইকেলা, পূর্বপশ্চিম সিংভূম জেলা, এবং ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এই উপভাষার প্রচলন লক্ষ্য করা যায়।

বৈশিষ্ট্য

১। প্রায় সর্বত্র 'ও'-কার লুপ্ত হয়ে 'অ'-কারে পরিণত হয়েছে।

  • যেমন- লোক >লক, মোটা >মটা, ভালো >ভাল, অঘোর >অঘর।

২। ক্রিয়াপদে স্বার্থিক 'ক' প্রত্যয়ের প্রচুর প্রয়োগ।

  • যেমন- যাবেক, খাবেক, করবেক।

৩। নামধাতুর প্রচুর ব্যবহার লক্ষ করা যায়।

  • যেমন- জাড়াচ্ছে, গঁধাচ্ছে।

তথ্যসূত্র