দৈনিক সমকাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
G B mondal (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৯ নং লাইন:
 
==হুমকি ও সাংবাদিক হত্যা==
২০০৫ সালের ১৭ নভেম্বর পত্রিকাটির [[ফরিদপুর জেলা|ফরিদপুরের]] নিজস্ব প্রতিবেদক ও ফরিদপুর ব্যুরো কার্যালয়ের প্রধান সাংবাদিক গৌতম দাসকে হত্যা করা হয়। মামলা২০১৭ সূত্রেসালের জানা যায়,ফেব্রুয়ারি ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার এবং পুনর্নির্মাণের অনিয়ম ও দুর্নীতিরশাহাজাদপুরে সংবাদ পরিবেশনসংগ্রহে করায়দায়িত্বরত সাংবাদিকসমকালের গৌতমসিরাজগঞ্জ দাসেরপ্রতিনিধি ওপরআবদুল ক্ষুদ্ধহাকিম হয়শিমুল ঠিকাদারগুলিবিদ্ধ গোষ্ঠীহন। তাদের সহযোগী চক্র। এর জের ধরে তাকে খুন করা হয়। হত্যাকাণ্ডের দীর্ঘ ৮ বছর পর ২০১৩ সালেরফেব্রুয়ারি ২৭বগুড়া জুনহাসপাতাল থেকে মামলায়ঢাকা নয়জনেরআনার যাবজ্জীবনেরপথে রায়তিনি দেনমৃত্যুবরণ আদালত।করেন।
 
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহাজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ব্যক্তিগত শর্টগান নিয়ে গুলি ছুড়তে ছুড়তে বিপরীত পক্ষকে ধাওয়া করে মেয়র ও তার ভাই। সেই মুহূর্তে সংবাদ সংগ্রহে দায়িত্বরত সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আবদুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। ৩ ফেব্রুয়ারি বগুড়া হাসপাতাল থেকে ঢাকা আনার পথে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে মামলা চলমান রয়েছে।
 
== তথ্য সূত্র ==