ডাকডাকগো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইতিহাস: বিষয়বস্তু যোগ
৪০ নং লাইন:
 
ডব্লিউডব্লিউডিসি ২০১৪ তে এপল তাদের কি-নোট স্পিসে ঘোষণা দেয়, আইওএস ৮ এবং ম্যাক ওএস ইজোমাইট উভয়ের জন্যে ডাকডাকগো একটি অপশন হিসেবে সংযুক্ত হবে। ১০ মার্চ পেল মুন ওয়েব ব্রাউজার এর ২৪.৪.০ সংস্করণ থেকে ডাকডাকগোকে এর ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে আসছে। মে ২০১৪মতে ডাকডাহ্যাকের মাধ্যমে এর রিডিজাইনকৃত একটি সংস্করণ বেটা টেস্টারদের জন্যে উন্মুক্ত করে।<ref>{{cite web|url=https://next.duckduckgo.com/ |title=DuckDuckGo |publisher=Next.duckduckgo.com |date= |accessdate=2014-05-11}}</ref> ২১ মে ২০১৪ সালে ডাকডাকগো অফিশিয়ালি নতুন সংস্করণটি মুক্তি দেয়, যেখানে স্মার্টার উত্তর, ও আরও মার্জিত রূপ আনা হয়। নতুন সংস্করণটি অনেকগুলো নতুন সুবিধা নিয়ে আসে, যেমন ইমেজ, লোকাল সার্চ, স্বয়ংক্রিয় সাজেশন, আবহাওয়া, রেসিপি এবং আরও অনেক।
 
২০১৬ সালে ডাকডাকগো প্রাতিষ্ঠানিকভাবে ইয়াহুর সাথে তদের বিস্তৃত চুক্তির কথা জনসম্মুখে জানায়, যার ফলে অনেকগুলো নতুন সুবিধা যুক্ত করা হয়। এটি পরবর্তীতেবিং, ইয়ান্ডেক্স এবং উইকিপিডিয়ার সাথেও চুক্তি করে। তবে কোম্পানিটি এ বিষয়ে নিশ্চিত করেছে যে, তারা অংশিদার কোম্পানিগুলোর সাথে তথ্য ভাগাভাগি করে না।
 
==তথ্যসূত্র==