অ্যালেন ওকম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
টেস্ট ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি
৮৩ নং লাইন:
সাবেক [[Welsh Guards|ওয়েলস গার্ডসম্যান]] ও কাউন্টির সর্বাপেক্ষা নির্ভরযোগ্য অল-রাউন্ডার অ্যালেন ওকম্যান তাঁর অপ্রত্যাশিত উচ্চতাকে ব্যবহার করে অফস্পিনে বাউন্স ছুড়তেন। ব্যাটিং উপযোগী পিচে সম্মুখের দিকে ড্রাইভ মারতেন। কাছাকাছি এলাকায় ফিল্ডিং করার ক্ষেত্রেও সবিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে ৫৯৪টি ক্যাচ ঝুলিতে পুড়েছেন।
 
== অবসর ==
খেলোয়াড়ী জীবন থেকে অবসরগ্রহণের পর ১৯৭০ সালে [[Warwickshire County Cricket Club|ওয়ারউইকশায়ারের]] কোচের দায়িত্ব পালন করেন। ১৯৭০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ওয়ারউইকশায়ারের কোচ ছিলেন।<ref name="Cap"/> ১৯৭২ সালে দলের [[আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা|কাউন্টি চ্যাম্পিয়নশীপে শিরোপা বিজয়ে]] ভূমিকা রাখেন। এরপর ক্রিকেট প্রশাসনের দিকে চলে যান ও ক্লাবের সহকারী সচিব মনোনীত হন।<ref name=espn/><ref name="Cap"/>
 
[[ক্রিকেট]] খেলা থেকে অবসরগ্রহণের পর একটি [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারদের তালিকা|একদিনের আন্তর্জাতিকে আম্পায়ারের]] দায়িত্ব পালন করেছেন তিনি।<ref>{{cite web|url=https://sussexcricket.co.uk/news/alan-oakman-1930-2018 |title=Alan Oakman 1930–2018 |website=Sussex County Cricket Club |accessdate=6 September 2018}}</ref> ১৯৭৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে আম্পায়ারের দায়িত্বে ছিলেন। এজবাস্টন টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের তীব্র আপত্তির মুখে [[Arthur Fagg|আর্থার ফাগ]] মাঠ ত্যাগ করলে তিনি এ দায়িত্ব পালন করতে বাধ্য হন।
 
== তথ্যসূত্র ==