তাড়াশ উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Gsm sohan (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Manna mehedi (আলোচনা | অবদান)
৫০ নং লাইন:
 
== ইতিহাস ==
তাড়াশ উপজেলা সিরাজগঞ্জ জেলা সদরজেলাসদর হতে প্রায় ৪০ কিঃ মিঃ পশ্চিমে ঐতিহাসিক চলনবিলের মধ্যে অবস্থিত। তাড়াশ উপজেলার নমাকরণের বিষয়ে সর্বজনগ্রাহ্য কোনকোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। তবে পুরাতন বই-পুস্ত্তকপুস্তক ও প্রচলিত কাহিনীকাহিনি থেকে নামকরণের দুটি তথ্য পাওয়া যায়। তাড়াশ উপজেলাটি একসময় গহীনগহিন জঙ্গলে পরিপূর্ণ ছিল। প্রচলিত লোক কাহিনীকাহি্নি থেকে জানা যায়, বোনাই নগরবোনাইনগর ফরিদপুরের জমিদার বনমালী রায় বাহাদুর নৌ ভ্রমণেনৌভ্রমণে আসার পথে তাড়াশ ও কহিতের মাঝামাঝি স্থানে একটি গাভীকেগাভিটি সাঁতার কেটে আসতে দেখেন। রায় বাহাদুররায়বাহাদুর সাহেবের কৌতূহল জাগে, ‘‘প্রায়‘প্রায় দুই কিলোমিটার পথ পার হয়ে গাভিটি কিকী কারণে জঙ্গলে প্রবেশ করছে?’’।’। জঙ্গলে বাঘ থাকাটা অস্বাভাবিক নয়। তিনি গাভিটিকে অনুসরণ করার নির্দেশ দেন। গাভিটিকে অনুসরণ করার পর দেখা যায়, গাভিটি বনের মাঝামাঝি একটি উঁচু জায়গায় তার বাটবাঁট থেকে দুধ ঝেড়ে দিচ্ছে। রাজার কৌতূহল আরো বেড়ে যায়। পরে তিনি দেখতে পান, দুধ ঝেড়ে দেওয়ার জায়গায় কয়েকটি ফাটল আছে। ফাটল থেকে কিছু মাটি সরানোর পর একটি শিবলিঙ্গ দেখা যায়। এমন বিস্ময়কর ঘটনা দেখে রায় বাহাদুররায়বাহাদুর স্থানটিকে পূণ্যস্থান মনে করে সেখানে শিবলিঙ্গ স্থাপণস্থাপন করেন এবং জঙ্গল পরিষ্কার করে অত্র এলাকায় একটি রাজরাজবাড়ি বাড়ি স্থাপণস্থাপন করেন, যার নির্দশন এখনও আছে। রায় বাহাদুররায়বাহাদুর সাহেবের মায়ের নাম ভবানী, যার নামানুসারে তাড়াশের ১৫ কিলোমিটার উত্তরে ভবানীপুর নাম করণনামকরণ করা হয় এবং মা -ভবানীর মন্দির স্থাপন করা হয়। রায় বাহাদুরেররায়বাহাদুরের মেয়ের নাম ছিল তারা দেবী। অনেকে মনে করেন, জমিদারের মেয়ের নাম তারা থেকে তারাশ, পরবর্তীতেপরে তাড়াশ নামের উৎপত্তি। নামকরণের বিষয়ে দ্বিতীয় মতটি হলোঃহলো : জঙ্গলে পরিপূর্ণ তাড়াশে এক সময় বাঘ, ভাল্লুক এবং ডাকাতদের ত্রাসের রাজত্ব ছিল। সে কারণে ত্রাস থেকে তারাশ বা তাড়াশ নামের উৎপত্তি।
 
উপজেলা প্রশাসনের পটভূমি: বৃটিশ আমলে তাড়াশ থানা প্রতিষ্ঠিত হয়, যা ছিল তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার একটি অংশ। এরপর পাকিস্তান আমলে তাড়াশ থানার কার্যক্রম আগের মতোই চলতে থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৮৪ সালে সারাদেশকেসারা দেশকে ৬৪টি প্রশাসনিক জেলা এবং ৪২০টি উপজেলায় ভাগ করা হয়। পুর্বেরআগের বেশিরভাগ থানাগুলোকেথানাকে উপজেলায় রুপান্তররূপান্তর করা হয়। এই ধারাবাহিকতায় ১৯৮৪ সালে তাড়াশ উপজেলা পরিষদ গঠিত হয়।
উপজেলা প্রশাসনের পটভূমি:
বৃটিশ আমলে তাড়াশ থানা প্রতিষ্ঠিত হয় যা ছিল তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার একটি অংশ। এরপর পাকিস্তান আমলে তাড়াশ থানার কার্যক্রম আগের মতোই চলতে থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৮৪ সালে সারাদেশকে ৬৪টি প্রশাসনিক জেলা এবং ৪২০টি উপজেলায় ভাগ করা হয়। পুর্বের বেশিরভাগ থানাগুলোকে উপজেলায় রুপান্তর করা হয়। এই ধারাবাহিকতায় ১৯৮৪ সালে তাড়াশ উপজেলা পরিষদ গঠিত হয়।
 
== জনসংখ্যার উপাত্ত ==
উপজেলার মোট জনসংখ্যা ১,৯৫,৯৬৪ জন (পুরুষ ৯৯,২৪০ জন, মহিলা- ৯৬,৭২৪জন) | মোট ভোটার ১,১৪,৫০৮ জন | পুরুষ ভোটারজন। পুরুষভোটার ৫৫,৩২৬ জন এবং মহিলা ভোটার মহিলাভোটার ৫৯,১৮২ জন (২০১০)
 
== শিক্ষা ==
প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ১০০% |
 
== অর্থনীতি ==
তাড়াশ একটি কৃষিপ্রধান এলাকা যার এক-তৃতীয়াংশ চলনবিলের মধ্যে অবস্থিত। তাই এখানে ধান এবং মাছের প্রাচুর্য রয়েছে। এখানে অনেক পুকুর রয়েছে। খাদ্যশষ্যখাদ্যশস্য এবং মাছ এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। মহিষলুটি নামক বাজারে বিশাল মাছের আড়ত রয়েছে। যেখান থেকে সারা বাংলাদেশে মাছ সরবরাহ করা হয়।
 
== কৃতি ব্যক্তিত্ব ==
* [[গাজী আতাউর রহমান]] - রাজনীতিবিদ ও সাংসদ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|title=সাবেক এমপি গাজী আতাউর রহমানের ইন্তেকাল|url=http://www.ittefaq.com.bd/print-edition/others/2017/11/22/238160.html|website=[[দৈনিক ইত্তেফাক]]|accessdate=2 ডিসেম্বর 2017|date=২২ নভেম্বর ২০১৭}}</ref>
* [[ম.ম. আমজাদ হোসেন মিলন|ম. ম. আমজাদ হোসেন মিলন]] - রাজনীতিবিদ ও সাংসদ।
 
== নদ-নদী ==
তাড়াশ উপজেলা চলনবিল অধ্যয্যুতিঅধ্যুষিত একটি এলাকা হলেও এর মধ্য দিয়ে ৩ টি নদী বয়ে গেছে;গেছে। এগুলো হলোঃহলো : ১. গোমতী, ২. আত্রাই, ৩. ভদ্রাবতী
১. গোমতী
২. আত্রাই
৩. ভদ্রাবতী
 
== উপজেলার দর্শনীয় স্থান ==
* নওগাঁ শাহ শরীফশরিফ জিন্দানীজিন্দানি (রাঃরা.)-এর মাজার
* বেহুলার কূপ
* [[চলন বিল]]
* শিববাড়ীশিববাড়ি, বস্তুল
 
== বিবিধ ==
১০০ ⟶ ৯৬ নং লাইন:
[[বিষয়শ্রেণী:সিরাজগঞ্জ জেলার উপজেলা]]
[[বিষয়শ্রেণী:রাজশাহী বিভাগের উপজেলা]]
 
 
{{Rajshahi-geo-stub}}