হামা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎দর্শনীয় স্থান: সম্প্রসারণ
৯৮ নং লাইন:
এছাড়া হামাতে আসসিরিয়ান এবং আরামীয় বসতির প্রমাণও পাওয়া যায়। <ref name="Ring1">Ring, 1996, p.315.</ref>
== জনতত্ত্ব ==
জসিয়া রাসেলের মতে, বারোশ শতকের সময় হামাতে প্রায় ৬৭৫০ জন মানুষ বসবাস করত।<ref>Shatzmiller, 1994, p.59.</ref> জেমস রেইলি বিভিন্ন সময়ের জড়িপ জড়ো করে হামার জনসংখ্যা পেয়েছেনঃ ১৮১২ সালে ৩০০০০ (বার্কহার্ড), ১৮৩০ সালে ২০০০০ (রবিনসন), ১৮৩৯ সালে ৩০০০০-৪০০০০ (বাওরিং), ১৮৫০ সালে ৩০০০০ (পর্টার), ১৮৬২ সালে ১০০০০-১২০০০ (গাইস), ১৮৮০ সালে ২৭৬৫৬ (সংসদীয় কাগজপত্র), ১৯০১ সালে ৬০০০০ (সংসদীয় কাগজপত্র), ১৯০২-১৯০৭ সালে ৮০০০০ (বাণিজ্যিক রিপোর্ট), ১৯০৬ সালে ৪০০০০ (আল-সাবুনি), ১৯০৯ সা;এসালে ৬০০০০ (বাণিজ্যিক রিপোর্ট)<ref>James Reilly, ''A Small Town in Syria, Ottoman Hama in the 18th and 19th Centuries'', p73. Peter Lang Publishing (2002)</ref>
 
== দর্শনীয় স্থান ==
হামার সবচেয়ে বিখ্যাত স্থান হল হামার ১৭ টি নরিয়া ({{lang-ar|نواعير حماة}}), এগুলো বাইজান্টাইন সময়ে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। এগুলো অরন্তস নদীর পাশেই অবস্থিত এবং সর্বোচ্চ ব্যাস প্রায় ২০ মিটারের মতো। সবচেয়ে বড় নরিয়াটি হল আল মামুনাই (১৪৫৩) এবং আল-মুহাম্মেদিয় (চতুর্দশ শতাব্দী)। এইসকল নরিয়া বা হুইলসমূহ দিয়ে পানি তোলার পর তা নালায় প্রেরিত হতো এবং নালা থেকে শহরে সরবরাহ করা হতো এবং বিভিন্ন ফসলের ক্ষেতে সরবরাহ করা হতো।
'https://bn.wikipedia.org/wiki/হামা' থেকে আনীত