হামা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
→‎দর্শনীয় স্থান: সম্প্রসারণ
৯৭ নং লাইন:
উনবিংশ শতাব্দীর প্রথম দিকে জোহান লুডউইগ বার্কহার্ডই প্রথম হামা থেকে হিত্তিতে বা লুওয়ান হায়ারোগ্লিফিক বর্ণ আবিষ্কার করেন।<ref>[http://www.sjsu.edu/faculty/watkins/hittite.htm The Decipherment of Hittite] James Norman (Schmidt), Ancestral Voices: Decoding Ancient Languages, Four Winds Press, New York, 1975.</ref>
এছাড়া হামাতে আসসিরিয়ান এবং আরামীয় বসতির প্রমাণও পাওয়া যায়। <ref name="Ring1">Ring, 1996, p.315.</ref>
== জনতত্ত্ব ==
জসিয়া রাসেলের মতে, বারোশ শতকের সময় হামাতে প্রায় ৬৭৫০ জন মানুষ বসবাস করত।<ref>Shatzmiller, 1994, p.59.</ref> জেমস রেইলি বিভিন্ন সময়ের জড়িপ জড়ো করে হামার জনসংখ্যা পেয়েছেনঃ ১৮১২ সালে ৩০০০০ (বার্কহার্ড), ১৮৩০ সালে ২০০০০ (রবিনসন), ১৮৩৯ সালে ৩০০০০-৪০০০০ (বাওরিং), ১৮৫০ সালে ৩০০০০ (পর্টার), ১৮৬২ সালে ১০০০০-১২০০০ (গাইস), ১৮৮০ সালে ২৭৬৫৬ (সংসদীয় কাগজপত্র), ১৯০১ সালে ৬০০০০ (সংসদীয় কাগজপত্র), ১৯০২-১৯০৭ সালে ৮০০০০ (বাণিজ্যিক রিপোর্ট), ১৯০৬ সালে ৪০০০০ (আল-সাবুনি), ১৯০৯ সা;এ ৬০০০০ (বাণিজ্যিক রিপোর্ট)<ref>James Reilly, ''A Small Town in Syria, Ottoman Hama in the 18th and 19th Centuries'', p73. Peter Lang Publishing (2002)</ref>
== দর্শনীয় স্থান ==
হামার সবচেয়ে বিখ্যাত স্থান হল হামার ১৭ টি নরিয়া ({{lang-ar|نواعير حماة}}), এগুলো বাইজান্টাইন সময়ে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। এগুলো অরন্তস নদীর পাশেই অবস্থিত এবং সর্বোচ্চ ব্যাস প্রায় ২০ মিটারের মতো। সবচেয়ে বড় নরিয়াটি হল আল মামুনাই (১৪৫৩) এবং আল-মুহাম্মেদিয় (চতুর্দশ শতাব্দী)। এইসকল নরিয়া বা হুইলসমূহ দিয়ে পানি তোলার পর তা নালায় প্রেরিত হতো এবং নালা থেকে শহরে সরবরাহ করা হতো এবং বিভিন্ন ফসলের ক্ষেতে সরবরাহ করা হতো।
 
এছাড়া হামাতে প্রাচীন মসজিদ এবং জাদুঘরসহ আরো কিছু দর্শনীয় স্থান রয়েছে।
 
== আরো দেখুন ==
*[[সিরিয়ার রূপরেখা]]
'https://bn.wikipedia.org/wiki/হামা' থেকে আনীত