বুরকেরি রমন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
৭৪ নং লাইন:
 
'''বুরকেরি ভেঙ্কট রমন''' ({{lang-ta|வூர்கேறி வெங்கட் ராமன்}}); {{Audio|Wookeri_Raman.ogg|pronunciation}}; জন্ম: ২৩ মে, ১৯৬৫) মাদ্রাজে জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমানে [[কোচ (ক্রীড়া)|কোচের]] দায়িত্বে রয়েছেন তিনি। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯৩ সময়কালে ভারত দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে [[Tamil Nadu cricket team|তামিলনাড়ু দলের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, মাঝে-মধ্যে স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন '''বুরকেরি রমন'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলোয়াড়ী জীবন শুরু করেন তিনি বামহাতি স্পিনার হিসেবে। তবে, পরবর্তীতে ব্যাটসম্যানের দিকে ধাবিত হন বুরকেরি রমন। ঘরোয়া ক্রিকেটে বেশ সফলতম ব্যাটসম্যান ছিলেন। তিনটি দ্বি-শতকের ইনিংস খেলেন। তন্মধ্যে, ১৯৮৮-৮৯ মৌসুমে রঞ্জি ট্রফির খেলায় গোয়ার বিপক্ষে ৩১৩ রানে ত্রি-শতক ছিল। এক মৌসুমে ১০১৮ রান তুলে [[Rusi Modi|রুসি মোদির]] ৪৪ বছর পূর্বেকার গড়া ১৯৪৪-৪৫ মৌসুমের রেকর্ডটি ভেঙ্গে নিজের করে নেন। ১৯৯৯ সালে সকল স্তরের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি।<ref>http://www.cricinfo.com/ci/content/story/78556.html</ref>
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
১৯৮৭-৮৮ মৌসুমে নিজ শহর চেন্নাইয়ে সফরকারী [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে বুরকেরি রমনের। ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৩ রান তুলে দলের শীর্ষস্থানীয় রান সংগ্রাহক হন। প্রথম ওভারেই তিনি উইকেট লাভ করেছিলেন। ঐ টেস্টে [[নরেন্দ্র হিরওয়ানি|নরেন্দ্র হিরওয়ানির]] ১৬ উইকেট লাভের ন্যায় (৮/৬১ ও ৮/৭৫) অসামান্য ক্রীড়াশৈলীর কারণে ভারত দল জয়লাভ করেছিল। এরপর ১৯৯৭ সাল পর্যন্ত তিনি আরও ১০টি [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছিলেন। একই সময়ে ২৭টি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশ নিয়েছিলেন বুরকেরি রমন। তবে, তুলনামূলকভাবে [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গনে অসফল ছিলেন তিনি। ১৯৯২-৯৩ মৌসুমে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে ১১৩ রান করে একমাত্র সেঞ্চুরিটি করেন।
 
[[ক্রিকেট]] খেলা থেকে অবসরগ্রহণের পর বুরকেরি রমন কোচিংয়ের দিকে ধাবিত হন।<ref>http://www.cricinfo.com/ci/content/story/84606.html</ref>
 
== তথ্যসূত্র ==