চার্লস স্টাড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
শৈশবকাল - অনুচ্ছেদ সৃষ্টি
৬৬ নং লাইন:
}}
 
'''চার্লস টমাস স্টাড''' ({{lang-en|Charles Studd}}; [[জন্ম]]: [[২ ডিসেম্বর]], [[১৮৬০]] - [[মৃত্যু]]: [[১৬ জুলাই]], [[১৯৩১]]) নর্দাম্পটনশায়ারের স্প্রাটন এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও [[missionary|ধর্মপ্রচারক]] ছিলেন।<ref>{{cite book |last= Bach |first= Thomas John |title= Pioneer Missionaries for Christ and His Church |url= http://www.wholesomewords.org/missions/biostudd5.html |archiveurl=https://web.archive.org/web/20111005210549/http://www.wholesomewords.org/missions/biostudd5.html|archivedate=5 October 2011|deadurl= yes |accessdate= 13 September 2013 |year= 1955 |publisher= Van Kampen Press |location= [[Wheaton, Illinois]] |isbn= |asin= B0007ER0NE |page= |pages= |quote= |layurl= |laysource= |laydate= }}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮২ থেকে ১৮৮৩ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্য ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন সি‘সি.টি. স্টাডস্টাড’ নামে পরিচিত '''চার্লস স্টাড'''। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে দক্ষ ছিলেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন।
 
== শৈশবকাল ==
চার্লস স্টাডের পিতা এডওয়ার্ড স্টাড সম্পদশালী ছিলেন। ইংল্যান্ডে মুডি ও স্যাঙ্কির প্রচারণায় তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। টিডওয়ার্থে তাঁদের বাড়িতে বেড়াতে এসে এটনের ছাত্র সি.টি. ও তাঁর অপর দুই ভাইকে ধর্মান্তরিত করা হয়। তাঁর পরিবারের পাঁচ ভাই আর্থার, জর্জ, হার্বার্ট, কাইনাস্টোন ও রেজিনাল্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
এটন থেকে পরবর্তীতে কেমব্রিজের ট্রিনিটি কলেজে চার্লস স্টার্ড পড়াশোনা করেন ও ১৮৮৩ সালে স্নাতকধারী হন।<ref>{{acad|id=STT879CT|name=Studd, Charles Thomas}}</ref> ১৮৮৪ সালে তাঁর ভাই জর্জ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। চীনে অবস্থানকালে তাঁর বাবা মৃত্যুবরণ করেন। এ সময় £২৯,০০০ পাউন্ড-স্টার্লিংয়ের সম্পদ রেখে যান। মুডি বাইবেল ইনস্টিটিউটে ৫,০০০; জর্জ মুলার মিশন ও অনাথদের জন্য ৫,০০০; হুইটচ্যাপেলে জর্জ হল্যান্ডের ইংরেজ দরিদ্রদের জন্য ৫,০০০ এবং ভারতে প্রতিষ্ঠিত স্যালভেশন আর্মিতে নিযুক্ত কমিশনার বুথ টাকারের জন্য ৫,০০০।
 
== খেলোয়াড়ী জীবন ==
৭৮ ⟶ ৭৯ নং লাইন:
 
ব্রিটিশ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান মিশনারী হিসেবে চীনে কেমব্রিজ সেভেনের সদস্য হিসেবে যান। সেখানে হার্ট অব আফ্রিকা মিশন প্রতিষ্ঠা করেন যা ওয়ার্ল্ডওয়াইড এভেঞ্জলিজেশন ক্রুসেড নামে পরিচিত পায় ও বর্তমানে ওয়েক ইন্টারন্যাশনাল নামে পরিচিত।
 
চার্লস স্টাড বেশ কয়েকটি গ্রন্থ রচনা করে গেছেন। তন্মধ্যে, দ্য চকলেট সোলজার, অর, হিরোইজম: দ্য লস্ট কর্ড অব ক্রিস্টিয়ানিটি (১৯১২)<ref>[http://worldmissionbooks.com/index.php/hikashop-categories/product/89-the-chocolate-soldier Worldmissionbooks.com ''The Chocolate Soldier'']</ref> ও ক্রাইস্টস এটসেটরাস (১৯১৫) অন্যতম।<ref>[http://worldmissionbooks.com/index.php/authors/product/100-christ-s-etceteras Worldmissionbooks.com ''Christ's Etceteras'']</ref>
 
স্টাড রচিত অনেকগুলো কবিতার মধ্যে অনলি ওয়ান লাইফ, টুইল সুন বি পাস্ট সর্বাপেক্ষা জনপ্রিয়। তন্মধ্যে অনলি ওয়ান লাইফ কবিতা অনুসরণে ১৯৭৩ সালে ল্যানি ওল্ফ অনলি ওয়ান লাইফ সঙ্গীত রচনা করেছিলেন।<ref>{{cite web |url= http://www.sghistory.com/index.php?n=L.Lanny_Wolfe_Trio |title= Lanny Wolfe Trio |date= 12 July 2013 |website= Southern Gospel History |publisher= David Bruce Murray |accessdate= 21 September 2013 |quote= 1973 Let's Sing A Song About Jesus (Heart Warming Records/R3222): ... Only One Life;}}</ref>
 
অনলি ওয়ান লাইফ, টুইল সুন বি পাস্ট নামীয় কবিতা লিখেছেন তিনি।