আলাপ:হুমায়ুন আজাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
ধ্বংসপ্রবণতা হিসাবে চিহ্নিত তুষার যোগ জুয়েল (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল করে Moheen-এর করা সর্বশেষ সংস্করণে ফেরত। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
EditBangla (আলোচনা | অবদান)
উন্নয়নের সুযোগ লিপিবদ্ধকরণ
৩ নং লাইন:
 
== মহাবিশ্ব (২০০০) ==
 
এটা তো সমালোচনামূলক গ্রন্থ না। সাধারণের জন্য লেখা সহজপাঠ্য বিজ্ঞান বিষয়ক বই। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ০৫:৫১, ২১ অক্টোবর ২০০৬ (UTC)
 
== দৃষ্টি আকর্ষণ ==
'হুমায়ুন আজাদ এই বাংলার সক্রেটিস' নামে কি কোন বই হুমায়ুন আজাদ প্রকাশ করেছিলেন? না হলে [http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%86%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6#.E0.A6.B8.E0.A6.AE.E0.A6.BE.E0.A6.B2.E0.A7.8B.E0.A6.9A.E0.A6.A8.E0.A6.BE এই লিঙ্ক] থেকে ওটি বাদ দেয়ার অনুরোধ করছি--[[User:Hopeoflight|Hopeoflight]] ([[User talk:Hopeoflight|আলাপ]]) ১৪:৩৮, ২১ মে ২০১৩ (ইউটিসি)
 
== উন্নয়নের সুযোগ লিপিবদ্ধকরণ ==
'হুমায়ুন আজাদ এই বাংলার সক্রেটিস' নামে কি কোন বই হুমায়ুন আজাদ প্রকাশ করেছিলেন? না হলে [http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%86%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6#.E0.A6.B8.E0.A6.AE.E0.A6.BE.E0.A6.B2.E0.A7.8B.E0.A6.9A.E0.A6.A8.E0.A6.BE এই লিঙ্ক] থেকে ওটি বাদ দেয়ার অনুরোধ করছি--[[User:Hopeoflight|Hopeoflight]] ([[User talk:Hopeoflight|আলাপ]]) ১৪:৩৮, ২১ মে ২০১৩ (ইউটিসি)
[[হুমায়ুন আজাদ]] একটি প্রাসঙ্গিক নিবন্ধ এবং এটিকে একটি ভাল নিবন্ধে উন্নীত করার সুযোগ রয়েছে। এ কাজটি আমি করছি না কেননা লক্ষ্য করছি কোনো কোনো শাসক/প্রশাসক আমার সম্পাদনা বা অবদানকে ডিসক্রেডিট করার প্রয়াস চালাচ্ছেন। তাই নিজে না করে এ নিবন্ধটি উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ রাখছি।
* এ নিবন্ধে ইচ্ছায় বা অনিচ্ছায় পক্ষপাত অনুপ্রবেশ করেছে। হুমায়ুন আজাদের সমালোচনা অনুপস্থিত এবং তার অবদান অতিরঞ্জিত। যাচাই করলে দেখা যায় এ নিবন্ধের পূর্ববর্তী version-এ পক্ষপাত ছিল না।
* অপূর্ণতা-১: কয়েকটি বিষয়ে repetition থাকলেও, কখনও ৩-৪ বার — কোনো ক্ষেত্রে দৃষ্টিকটূ অপূর্ণতা রয়েছে। যেমন নির্বাচিত গ্রন্থতালিকায় উপন্যাসের নাম নেই। কবিতার বইরে অনেকগুলো নাম দেয়া হয়েছে যদিও জীবদ্দশায় তাঁর কবিকৃতি উচ্চমানের হসেবে স্বীকৃতি লাভ করে নি।
* অপূর্ণতা-২: তাঁর উপন্যাসগুলো অরূচিকরভাবে যৌনতাশ্রয়ী। এটি তাঁর বিরূদ্ধে অন্যতম প্রধান সমালোচনা। এ বিষয়টি পূর্বেকার একটি version-এ ছিল। পরে বাদ দেয়া হয়েছে দেখতে পাচ্ছি।
* ভূমিকাংশ অনাবশ্যকভাবে দীর্ঘ। ভূমিকায় অগুরুত্বপূর্ণ তথ্য যোগ করা হয়েছে যেমন “তাঁর রচিত কিশোরসাহিত্য ১৯৮৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত আব্বুকে মনে পড়ে জাপানি ভাষায় অনূদিত হয়েছে ২০০৩ সালে।” মূলাংশে যে তথ্য একাধিকবার আছে সেটাও উল্লেখ করা হয়েছে। “নারী” গ্রন্থটি বাংলাদেশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছিল এ তথ্যটি ভূমিকাংশেই দুবার আছে।
* সন্দেহজনক তথ্য ১: ভূমিকাংশে তাঁর অনেক পরিচয়ের মধ্যে একটি হলো তিনি গল্পকার। তিনি ঔপন্যাসিক ছিলেন। তিনি তাঁর কোনও গল্পগ্রন্থ এ যাবৎ চোখে পড়েনি। তাকে “গল্পকার” বলে ঠিক কি বোঝানো হয়েছে তা কৌতূহলোদ্দীপক।
* সন্দেহজনক তথ্য ২: ‘নারী’ প্রসঙ্গে লেখা হয়েছে, “আর এই বইয়ের প্রকাশের পর তিনি মৌলবাদীদের তীব্র রোষানলে পড়েন। মৌলবাদীদের চেষ্টার ফলে ১৯৯৫ সালে নারী বইটি নিষিদ্ধ করতে বাধ্য হয় বাংলাদেশ সরকার।” — এ বিষয়ে আমার সন্দেহ আছে। অবশ্য আমার ভুল হতেও পারে। তথ্যসূত্র প্রয়োজন। ট্যাগ লাগিয়েছি। বস্তুনিষ্ঠতা
* প্রয়োজনীয় তথ্যসূত্রের অভাব: লেখা হয়েছে: “১৯৯০-এর দশকের শেষের দিকে তিনি বাংলা ভাষার একটি পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন।” — এই গুরুত্বপূর্ণ তথ্যটি তাঁর কোন্‌ সাক্ষাৎকার বা নিবন্ধ থেকে নেয়া হয়েছে তা পাঠককে জানাতে হবে। বিশ্বকোষের জন্য এ তথ্যটি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে যদি তথ্যসূত্র দেয়া সম্ভব না হয়।
* প্রশ্নযোগ্য বক্তব্য: লেখা হয়েছে: “হুমায়ুন আজাদের লেখালেখিতে বিজ্ঞানমনস্কতার ছাপ স্পষ্ট।” — এ কথা তো সর্বাংশে সত্য নয়। তিনি ১০টি বৈজ্ঞানিক সূত্র ব্যবহার করলে একই সঙ্গে ১০০টি ব্যক্তিগত মত ব্যক্ত করেছেন।
* কাঠামোগত দুর্বলতা ১: ‘ব্যক্তিগত জীবন’ অংশে যুক্ত করা হয়েছে “বাংলাদেশে যখন মৌলবাদ বিস্তার লাভ করতে থাকে, বিশেষ করে ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত, তখন ২০০৪ এ প্রকাশিত হয় হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ গ্রন্থ। এই গ্রন্থটি প্রকাশিত হলে দেশের মৌলবাদী গোষ্ঠি তার প্রতি ক্রুদ্ধ হয়, এবং বিভিন্ন স্থানে হুমায়ুন আজাদের বিরুদ্ধে প্রচারনা চালায়। তিনি এই বইটিতে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে ফ্যাসিবাদী সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং এর কঠোর সমালোচনা করেন । আর তারই জের ধরে ২০০৪ সালে হুমায়ুন আজাদের উপর সন্ত্রাসী হামলা হয়, যার দায়িত্ব পরবর্তীতে 'জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ' (জেএমবি) সংগঠন স্বীকার করে। হুমায়ুন আজাদ ১১ আগস্ট ২০০৪ সালে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন।”
* কাঠামোগত দুর্বলতা ২: জীবন বৃত্তান্তকে প্রাথমিক জীবন থেকে সাহিত্যিক জীবন পর্যন্ত ৫টি ভাগে ভাগ করা হয়েছে। দুটি বিভাজনই যথেষ্ট। নিবন্দটিকে দীর্ঘায়তন করার জন্যই এরূপ করা হয়েছে।
* অনাবশ্যক বয়ান: ‘ভাষাবিজ্ঞান গবেষণা’ নিয়ে যে দীর্ঘ অনুচ্ছেদ লেখা হয়েছে সেটা থেকে তিলমাত্র বোঝা যায় না বাংলা ভাষাতত্ত্বে হুমায়ুন আজাদের অবদান কি। যদি তা না বোঝা যায় তবে কেন এই দীর্ঘ অনুচ্ছেদ।
* পুনরুক্তি: একই বিষয় বিভিন্ন স্থানে বর্ণনার জন্য নিবন্ধের দৈর্ঘ্য কমপক্ষে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
* কিছু তথ্যগত ভুল থাকতে পারে, যাচাই করে দেখতে পারে।
* বস্তুনিষ্ঠতার স্বার্থে subjective opinion বাদ দিতে হবে।
:: এ রকম আরও বিষয় উল্লেখ করার মতো আছে।তার সাক্ষাৎকারগুলোতে তাকে চিনতে পারা যায়। Typo'র জন্য দু:খিত -- [[ব্যবহারকারী:EditBangla|EditBangla]] ([[ব্যবহারকারী আলাপ:EditBangla|আলাপ]]) ১৭:২২, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
"হুমায়ুন আজাদ" পাতায় ফেরত যান।