রিয়াজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সায়েদ হোসেন (আলোচনা | অবদান)
→‎প্রাথমিক জীবন ও কর্ম জীবন: বিমান বাহিনী থেকে চাকরীচ্যুতি আলাদা প্যারাতে লেখা হলো কারণ বিষয়টি রিয়াজের ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়
সায়েদ হোসেন (আলোচনা | অবদান)
৫২ নং লাইন:
 
== শিক্ষা জীবন ==
[[File:Riaz BAF Academy 6.jpg|thumb|সামরিক ফ্লাইংস্যুট (উড্ডয়নপোশাক) পরিহিত রিয়াজ]]
 
রিয়াজ তার ছেলেবেলা থেকেই উদ্যমী, খেলাধুলাপ্রিয়, লেখাপড়ায় উজ্জ্বল ছিলেন।<ref name="TDS-Riaz" /> তিনি স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে<ref name="DKK-06-05-2010" /> ১৯৭৭ সালে [[ফরিদপুর জেলা]] সদরে অবস্থিত '''তারার মেলা উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুলে''' তাঁর শিক্ষা জীবন শুরু করেন।<ref name="সুদর্শন রিয়াজ" >{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.dainikazadi.org/details2.php?news_id=3162&table=february2014&date=2014-02-27&page_id=25|title=সুদর্শন নায়ক রিয়াজ |date=২৭ ফেব্রুয়ারী ২০১৪|work=দৈনিক আজাদী |author=প্রাবন্ধিক |accessdate=১ জুলাই ২০১৪|location=ঢাকা, বাংলাদেশ}}</ref> পরে '''ফরিদপুর জিলা স্কুলে''' ভর্তি হন, সেখানে ৮ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত '''ময়েজউদ্দীন হাই স্কুলে''' ভর্তি হন এবং সেখান থেকে [[এসএসসি]] পাশ করেন।<ref name="সুদর্শন রিয়াজ" /> এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৈতৃক বাসস্থান [[যশোর]] জেলায়। তাঁর কলেজ জীবন শুরু হয় [[যশোর ক্যান্টনমেন্ট কলেজ|যশোর ক্যান্টনমেন্ট কলেজে]] এইচএসসিতে ভর্তির মাধ্যমে এবং সেখান থেকে এইচএসসি পাশ করেন।<ref name="TDS-Riaz" /> এরপর [[বুয়েট|বুয়েটে]] ভর্তি হওয়ার জন্য ঢাকা এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে [[বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমী|বাংলাদেশ বিমান বাহিনী একাডেমীতে]] ১৯৯১ সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন।<ref name="DKK-06-05-2010" /> এরই মধ্যে তিনি [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] অধীনে বিএসসি (পাস কোর্স) সম্পূর্ণ করেন। মাঝখানে তিনি তুরস্ক বিমান বাহিনীর দেওয়া একটি বৃত্তিতে [[টি-৩৭|টি-থার্টি-সেভেন]] বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ঐ দেশে যান।<ref name="TDS-Riaz" /> ঐ প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুরস্ক বিমান বাহিনী তাঁকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের দরূন প্রশিক্ষণটি নেয়া তার পক্ষে সম্ভব হয়নি।<ref name="TDS-Riaz" />