উপজাতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Salim Khandoker (আলোচনা | অবদান)
সংশোধন।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
Rokib-Rajon (আলোচনা | অবদান)
সংশোধন, অপ্রাসঙ্গিক তথ্য অপসারণ
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
'''উপজাতি''' এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা [[রাষ্ট্র]] গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা [[সংস্কৃতি]] গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলত‍ঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে [[জাতি]] বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।
 
উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসমূহ হচ্ছেঃ-
[[মগ (জাতিগোষ্ঠী)|মগ]], [[মুরং]], [[মারমা]], [[চাকমা]], [[ত্রিপুরা]], [[হাজং]] ইত্যাদি। [[বাংলাদেশ|বাংলাদেশে]] উপজাতীয় জনগোষ্ঠীর শীর্ষস্থানে রয়েছে [[চাকমা]] উপজাতির লোকজন।
{{অসম্পূর্ণ}}
 
বাংলাদেশের উপজাতীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো এদেশের আদিবাসী বা ভূমিপুত্র নয় তার প্রমাণ প্রখ্যাত উপজাতি গবেষক ও নৃতত্ত্ববিদ Robert Henry Sneyd Hutchinson তাঁর বই An Account of Chittagong Hill Tracts (1906), Captain Thomas Herbart Lewin (1869), তাঁর বই The Chittagong Hill Tracts and Dwellers Therein (1869), অমেরেন্দ্র লাল খিসা (১৯৯৬) প্রমুখের লেখা, গবেষণাপত্র, থিসিস এবং রিপোর্ট বিশ্লেষণে পাওয়া যায়। তারা সবাই একবাক্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজাতীয়দের নিকট অতীতের কয়েক দশক থেকে নিয়ে মাত্র কয়েক শতাব্দী আগে এদেশে স্থানান্তরিত বা অভিবাসিত হওয়ার যুক্তি প্রমাণ ও ইতিহাস তুলে ধরেছে।
 
পার্বত্য চট্টগ্রামের কুকি জাতি বহির্ভূত অন্য সকল উপজাতীয় গোষ্ঠীই এখানে তুলনামূলকভাবে নতুন বসতি স্থাপনকারী। এখানকার সবচেয়ে আগের জনগোষ্ঠীগুলোর মধ্যে ম্রো, খিয়াং, পাংখো এবং কুকিরা মূল ‘কুকি’ উপজাতির ধারাভুক্ত। ধারণা করা হয়, এরা প্রায় তিনশ’ থেকে পাঁচশ’ বছর আগে পার্বত্য চট্টগ্রাম এলাকায় এসে বসবাস শুরু করেছিল। চাকমারা আজ থেকে মাত্র আড়াইশ’ থেকে তিনশ’ বছর পূর্বে মোগল শাসনামলের শেষ থেকে ব্রিটিশ শাসনামলের প্রথম দিকে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে (খবরিহ ১৮৬৯)।
 
প্রখ্যাত নৃতত্ত্ববিদ এবং [[ব্রিটিশ]] পার্বত্য চট্টগ্রামের প্রথম জেলা প্রশাসক [[Thomas Herbart Lewin]] - এর মতে, A greater portion of the hill tribes at present living in the Chittagong Hill Tract undoubtedly came about two generations ago from Arakan. This is asserted both by their own traditions and by records in Chittagong Collect-orate. It was in some measure due to the exodus of our hill tribes from Arakan that the Burmese war of 1824 took place … hired in a great measure upon refugee from hill tribes who, fleeing from Arakan into territory, were purshed and demanded at our hands by the Burmese. (Lewin 1869, pp 28–29). অর্থাৎ মাত্র দুই পুরুষ আগে ব্রিটিশদের সাথে বার্মা যুদ্ধের সময় চাকমারা পার্বত্য অঞ্চলে এসে বসবাস শুরু করে যা চট্টগ্রাম কালেক্টরেট অফিসে দলিল দস্তাবেজ থেকে নিশ্চিত হয়েছে। অন্যদিকে পার্বত্য অঞ্চলের মারমা জনগোষ্ঠী ১৭৮৪ সনে এ অঞ্চলে বার্মা থেকে দলে দলে অণুপ্রবেশ করে এবং বসবাস শুরু করে (Shelley, 1992 and Lewin, 1869).
 
পার্বত্য চট্টগ্রামের এসব উপজাতীয় জনগোষ্ঠীগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, এসব জনগোষ্ঠীগুলোর প্রায় সবাই যুদ্ধ-বিগ্রহ এবং হিংস্র দাঙ্গা-হাঙ্গামার ফলে তাদের পুরাতন আবাসস্থল থেকে এখানে পালিয়ে এসেছ অথবা এক জনগোষ্ঠী অন্য জনগোষ্ঠীর পশ্চাদ্ধাবন করে আক্রমণকারী হিসেব এদেশে প্রবেশ করেছে।
 
বিশিষ্ট [[চাকমা]] পন্ডিত অমেরেন্দ্র লাল খিসা ‘অরিজিনস অব চাকমা পিপলস অব হিলট্রেক্ট চিটাগং’-এ লিখেছে, ‘তারা (চাকমারা) এসেছেন মংখেমারের আখড়া থেকে। পরবর্তীতে আরাকান এবং মগ কর্তৃক তাড়িত হয়ে বান্দরবানে অণুপ্রবেশ করে। আজ থেকে আড়াইশ-তিনশ বছর পূর্বে তারা উত্তর দিকে রাঙামাটি এলাকায় ছড়িয়ে পড়ে।’ বাংলাদেশে এ বিষয়ে যারা গবেষণা করেছেন এবং প্রবন্ধ লিখেছেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক [[ড.আবদুর রব]], অধ্যাপক [[ড.সৈয়দ আনোয়ার হোসেন]], জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা [[ড.খুরশীদা বেগম]] , বিজয় কী বোর্ডের উদ্ভাবক [[মোস্তফা জব্বার]] এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করছেন এমন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক [[মেহেদী হাসান পলাশ]] প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পার্বত্য চট্টগ্রামের [[আদিবাসী]] নয়।
 
[[বিষয়শ্রেণী:নৃবিজ্ঞান]]
[[বিষয়শ্রেণী:জাতি]]
 
 
 
 
 
সমতলের ক্ষুদ্র_নৃ_গোষ্ঠী(উপজাতি) পরিচিতি :
 
মাহাতো
 
১)মাহাতো জাতি গোষ্ঠীর বসবাস - সিরাজগঞ্জ,নওগাঁ,পাবনা,বগুড়া প্রভৃতি জেলায়।
 
২)এদের গ্রাম প্রধানকে মাহাতোয়া বলে।
 
৩)মাহাতোদের ভাষার নাম নাগরি/কুরমালী।এই ভাষা পৃথিবী থেকে বিলুপ্তির হুমকিতে।
 
৪) এদের ধর্মের নাম - সনাতন।
 
৫) সমাজ ব্যবস্থা - পিতৃপ্রধান।
 
৬) প্রধান উৎসব- সহরায়(গোয়াল ও গৃহপালিত পশু পুজা),কারাম ও জিতিয়া(বৃক্ষ পুজা ও বন্দনা)
 
৭) মাহাতো ভাষায় প্রথম উপন্যাস "কারাম"। মাহাতোদের ভাষা সংস্কৃতি নিয়ে উপন্যাসটি লিখেছেন
উজ্জ্বল মাহাতো।
 
৮) প্রধান ধর্মীয় গ্রন্থ- আঁইন্যাশ।
 
৯) মাহাতো ভাষায় প্রথম নাটক হটংটয়া - নাটকটি রচনা ও পরিচালনা করেন দেবা ও [[রবীন্দ্র নাথ মাহাতো]]
 
 
 
 
কিছু প্রশ্নঃ
 
 
১) মাহাতো নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা সংস্কৃতি সংবলিত প্রথম উপন্যাস "কারাম" কার লেখা ?
 
ক) রণেশ মৈত্র
খ) ড. মেজবাহ কামাল
গ) হুমায়ন আজাদ
ঘ)উজ্জল মাহাতো
 
১) উত্তরঃ (ঘ)
 
২)মাহাতো নৃতাত্ত্বিক গোষ্ঠী সবচেয়ে বেশি কোথায় বাস করে?
 
ক)সিলেট
খ)খুলনা
গ)সিরাজগঞ্জ
ঘ)রংপুর
 
২) উত্তরঃ(গ)
 
৩)মাহাতো নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রধান উৎসব কোনটি?
 
ক)সহরায়
খ)জিতিয়া
গ)কারাম
ঘ)বৈসাবি
 
৩) উত্তরঃ (ক)
 
 
৪)মাহাতো নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষার নাম কি?
 
ক)সাদরি
খ)মাহালী
গ) কুরমালী
ঘ) কুরুখ
 
৪) উত্তরঃ(গ)
 
 
উপন্যাস কারাম এর লিঙ্কঃ
 
 
https://drive.google.com/file/d/0B5s86EP2ftisQXlkN2ZHWXl6ZTQ/view?usp=drivesdk
 
মাহাতো ভাষায় প্রথম নাটক হটংটয়া এর লিঙ্কঃ
 
https://www.youtube.com/watch?v=xR-H-hBmcgU