উইকিমিডিয়া বাংলাদেশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎ইতিহাস: নিবন্ধনের সঠিক তারিখ ৯ই জুন, ১০ই জুন নিবন্ধন সার্টিফিকেট হাতে পাই।
৭১ নং লাইন:
২০০৪ সালে ২৭শে জানুয়ারি [[বাংলা উইকিপিডিয়া]] চালু হয়।<ref name="auto">{{cite web|url=http://www.kalerkantho.com/online/techbishwa/2017/02/25/467581|title=একনজরে বাংলা উইকিপিডিয়া - কালের কণ্ঠ|first=Kaler|last=Kantho|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2018/01/28/595065|title=১৪ বছরে বাংলা উইকিপিডিয়া - কালের কণ্ঠ|first=Kaler|last=Kantho|publisher=}}</ref> পরবর্তীতে বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পের প্রসারের লক্ষ্যে স্থানীয় চ্যাপ্টার গঠনের আলোচনা শুরু হয়। ২০০৯ সালে বাংলাদেশী উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকগণ বাংলাদেশে উইকিমিডিয়া ফাউন্ডেশনের অফিসিয়াল চ্যাপ্টার গঠনের জন্য কাজ শুরু করেন। সে অনুসারে ২০১১ সালের এপ্রিলে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের অনুমোদনের জন্য আবেদন করা হয়।
 
২০১১ সালের ৩রা অক্টোবর উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিগণ উইকিমিডিয়া বাংলাদেশকে ফাউন্ডেশনের অফিসিয়াল চ্যাপ্টার হিসেবে অনুমোদন দেয়।<ref name="auto"/><ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://archive.prothom-alo.com/detail/date/2011-10-16/news/194082|title=অনুমোদন পেল উইকিমিডিয়া বাংলাদেশ|publisher=}}</ref> ২০১২ সালের মে মাসে সংস্থাটি বাংলাদেশে স্থানীয় অনুমোদনের জন্য [[যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর|যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে]] আবেদন করে। ২০১৪ সালের ১০ই৯ই জুন সমিতিসমূহের নিবন্ধন আইন ১৮৬০-এর অধীনে বাংলাদেশী নিবন্ধিত অলাভজনক সংস্থা হিসেবে বাংলাদেশ সরকারে অনুমোদন লাভ করে।<ref name="Signpost">{{citation |title=[[:en:Wikipedia:Wikipedia_Signpost/2014-06-18/Special_report|Wikimedia Bangladesh: a chapter's five-year journey]] |publisher=Wikipedia Signpost}}</ref> ২০১৫ সালে প্রথমবারেরমত সংস্থাটি নিবন্ধিত সদস্য গ্রহণ শুরু করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.campus2career24.com/archives/2144|title=সদস্য নিচ্ছে উইকিমিডিয়া বাংলাদেশ - Campus2Career24.com|work=www.campus2career24.com}}</ref>
 
ভাষাগত দিক থেকে উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলো উইকিমিডিয়া বাংলাদেশের মূল ফোকাস হলেও, বাংলার পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষার প্রকল্প যেমন [[সাঁওতালি উইকিপিডিয়া]], [[বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া]] ও ইংরেজি প্রকল্পগুলোর প্রসার ও সমৃদ্ধিতে সংস্থাটি কাজ করে থাকে।