জওহরলাল নেহেরু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
 
== নিখিল ভারতীয় রাজনীতিতে নেহেরু ==
[[১৯২০]] সালে নেহেরু নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন কংগেসের সভাপতি নির্বাচিত হন। ঐ সময় [[সুভাষ চন্দ্র বসু]] যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন। [[১৯২৮]] সালে মতিলাল নেহেরুর ''নেহেরু রিপোর্ট'' প্রকাশিত হয়। এতে ব্রিটিশ সরকারের কাছে ভারতের জন্য "ডোমেনিয়নডোমিনিয়ন স্টাটাসস্ট্যাটাস" দাবী করা হয়। মহাত্মা গান্ধী ঘোষণা দেন, দুই বছরের মধ্যে ভারতকে ডোমেনিয়নডোমিনিয়ন স্টাটাস দেওয়া না হলে তিনি ভারতের পূর্ণ স্বাধীনতার আন্দোলন শুরু করবেন। [[১৯২৯]] সালের লাহোর সম্মেলনে গান্ধীর পরামর্শে নেহেরুকে কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হয়।
 
[[১৯২৯]] সালের [[ডিসেম্বর ৩১|৩১ ডিসেম্বর]] কংগ্রেস সভাপতি নেহেরু [[ইরাবতী নদী|রাভি নদীর]] নদীর তীরে এক জনসভায় ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। [[১৯৩০]] সালের [[জানুয়ারি ২৬|২৬ জানুয়ারি]] কংগ্রেস পূর্ণ স্বরাজ আন্দোলনের ডাক দেয়। লবণের উপর করারোপ করায় নেহেরু [[গুজরাট]] সহ দেশের অন্যান্য অংশে সফর করে গণআন্দোলনের ডাক দেন। তিনি এসময় গ্রেফতার হন। [[১৯৩১]] থেকে [[১৯৩৫]] সালের মাঝে মাত্র চার মাস ছাড়া বাকি সময় তিনি বোন ও স্ত্রীসহ কারাগারে ছিলেন। [[১৯৩১]] সালে নেহেরুর পিতা মতিলাল নেহেরুর মৃত্যু হয়।
 
== "ভারত ছাড়" আন্দোলন ==