৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
উইকিলিংক
২৮ নং লাইন:
'''৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার''' বাংলাদেশের [[তথ্য মন্ত্রণালয় (বাংলাদেশ)|তথ্য মন্ত্রণালয়]] কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৮ সালের ৪ এপ্রিল 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬' ঘোষণা করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://moi.portal.gov.bd/sites/default/files/files/moi.portal.gov.bd/files/831a384a_4cd0_4005_a528_6e888b5c063f/award_2016.pdf|title=জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬|date=৪ এপ্রিল ২০১৮|website=[[তথ্য মন্ত্রণালয় (বাংলাদেশ)|তথ্য মন্ত্রণালয়]]|publisher=বাংলাদেশ সরকার|access-date=৫ এপ্রিল ২০১৮|archiveurl=https://web.archive.org/web/20180405202744/http://moi.portal.gov.bd/sites/default/files/files/moi.portal.gov.bd/files/831a384a_4cd0_4005_a528_6e888b5c063f/award_2016.pdf|archivedate=৫ এপ্রিল ২০১৮}}</ref> এই বছর ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। এই বছর সর্বোচ্চ ৭টি পুরস্কার পায় [[অমিতাভ রেজা চৌধুরী]] পরিচালিত ‘[[আয়নাবাজি]]’। আজীবন সম্মাননা গ্রহণ করেন অভিনেতা [[ফারুক]] এবং অভিনেত্রী [[ববিতা]]।
 
৮ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী [[শেখ হাসিনা]] প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ অনুষ্ঠিত|ইউআরএল=http://www.ittefaq.com.bd/entertainment/2018/07/09/162926.html|ওয়েবসাইট=দৈনিক ইত্তেফাক|সংগ্রহের-তারিখ=৫ সেপ্টেম্বর ২০১৮|তারিখ=৯ জুলাই ২০১৮}}</ref> অনুষ্ঠানে উপস্থাপনা করেন অভিনেত্রী পূর্ণিমা ও অভিনেতা ফেরদৌস।
 
==বিজয়ীদের তালিকা==