নেদারল্যান্ডস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kubaski (আলোচনা | অবদান)
Kubaski (আলাপ)-এর সম্পাদিত 3155709 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
Kubaski (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৭৫ নং লাইন:
 
প্রাচীনকালে নেদারল্যান্ডসে [[কেল্টীয় জাতি|কেল্টীয়]] ও [[জার্মানীয় জাতি|জার্মানীয়]] গোত্রের লোকেরা বাস করত। [[রোমান]]রা অঞ্চলটি বিজয় করার পর এখানে শিল্প-বাণিজ্যের বিকাশ ঘটে। খ্রিস্টীয় ৩য় শতকে পুনর্জাগরিত জার্মান গোত্রদের আক্রমণে ও সমুদ্রের করালগ্রাসে রোমানদের শক্তি হ্রাস পায়। শেষ পর্যন্ত ৫ম শতকে এক জার্মানীয় আক্রমণ রোমান শক্তির অবসান ঘটায়। প্রথমে [[মেরোভিঙ্গীয় রাজবংশ|মেরোভিঙ্গীয়]] ও পরে ৭ম শতকে [[কারোলিঙ্গীয় রাজবংশ]] এখানে শাসন করে এবং শেষোক্ত রাজারা দেশটির জনগণকে [[খ্রিস্টধর্ম।|খ্রিস্টধর্মে]] ধর্মান্তরিত করেন। ৮১৪ সালে রাজা [[শার্লমাইন]] বা মহান চার্লসের মৃত্যুর পরে এটি মধ্যযুগীয় [[লোথারিঙিয়া]] রাজ্যের অন্তর্গত হয়। এখানে [[রাজকীয় গির্জা]] নামের একটি ধর্মনিরপেক্ষ গির্জার অনুসারী সম্প্রদায় গড়ে ওঠে, যারা [[পবিত্র রোমান সাম্রাজ্যের]] অধীনস্থ ছিল না। ১২শ শতকের শুরু থকে সমুদ্রবাঁধ বা [[ডাইক]] নির্মাণ শুরু হয়ে এবং বড় আকারে সমুদ্র থেকে [[ভূমি পুনরুদ্ধারকরণ]] প্রক্রিয়া শুরু হয়। এসময় [[ফ্লান্ডার্স]] অঞ্চলটি বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করে। ১৪শ শতকের শেষভাবে [[বুর্গোইনের ডিউকেরা]] এবং তার পরে ১৬শ শতকের শুরুতে স্পেনের [[হাবসবুর্গ রাজবংশ]] দেশটি শাসন করেন। মৎস্যশিকার ও জাহাজনির্মাণে ওলন্দাজদের জুড়ি ছিল না। ১৭শ শতকে ওলন্দাজ জাতি অসাধারণ সমৃদ্ধি অর্জন করে। [[ইয়ান ফান আইক]], [[কেম্পিসের টমাস]] এবং [[দেসিদেরিউস এরাসমুস|দেসিদেরিউস এরাসমুসের]] মত বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম হয় এবং [[ক্যালভিনবাদ]] ও [[অ্যানাবাপ্টিস্টবাদের]] মত মতবাদগুলি জনপ্রিয়তা লাভ করে। ১৫৮১ সালে ক্যালভিনবাদীদের নেতৃত্বে উত্তরের ৭টি প্রদেশ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৬৪৮ সালে ত্রিশ বছরের যুদ্ধ শেষে স্পেন [[নেদারল্যান্ডসের স্বাধীনতা|ওলন্দাজদের স্বাধীনতা]]কে স্বীকৃতি দেয়। ১৭শ শতকে [[ওলন্দাজ সভ্যতা]]র স্বর্ণযুগে [[স্পিনোজার বেনেডিক্ট]] এবং [[রনে দেকার্ত]] বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা উপভোগ করেনে এবং চিত্রশিল্পী [[রেমব্রান্ট]] ও [[ইয়োহানেস ফারমিয়ার]] তাদের সর্বোৎকৃষ্ট চিত্রকর্মগুলি এসময় সৃষ্টি করেন। [[ওলন্দাজ পূর্ব ভারত কোম্পানি]] [[এশিয়া]]তে উপনিবেশ স্থাপন করে এবং দেশের জীবনযাত্রার মান উঁচু হতে থাকে। ১৮শ শতকে ওলন্দাজদের সামুদ্রিক শক্তি হ্রাস পায়। [[ফরাসি বৈপ্লবিক যুদ্ধ]]গুলির সময় [[ফরাসি]]রা অঞ্চলটি বিজয় করে। ১৮০৬ সালে [[নেপোলিয়ন|নেপোলিয়নের]] অধীনে এটি [[হল্যান্ড রাজ্য]] নামে পরিচিত হয়। ১ম বিশ্বযুদ্ধে এটি নিরপেক্ষ ভূমিকা পালন করে। ২য় বিশ্বযুদ্ধে নিরপেক্ষতা ঘোষণা করলেও জার্মানি অঞ্চলটি দখল করে। যুদ্ধের পরে ১৯৪৯ সালে দেশটি [[নেদারল্যান্ডস ভারতীয় দ্বীপপুঞ্জ]] (বর্তমান [[ইন্দোনেশিয়া]]) এবং ১৯৬২ সালে [[নেদারল্যান্ডস নতুন গিনি]]র (বর্তমান [[ইরিয়ান জায়া]]) উপর কর্তৃত্ব হারায়। ১৯৪৯ সালে দেশটি নেটোতে যোগদান করে। ২১শ শতকের শুরুতে এসে দেশটি অভিবাসনজনিত সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করছে।
[[File:Moinho Parque Historico Carambei.jpg|বামে ডাচ আর্কিটেকচারের কারাম্বি ঐতিহাসিক পার্ক মিল ও ঘরগুলি দেখুন]]
 
== রাজনীতি ==
১৮১৫ সাল থেকে নেদারল্যান্ডসে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। ১৮৪৮ সাল থেকে সংসদীয় গনতন্ত্র চালু রয়েছে। ২০১০ সালে ইকোনমিষ্ট পত্রিকা নেদারল্যান্ডসকে দশম শক্তিশালী গনতান্ত্রিক দেশ হিসেবে ঘোষনা করে। '''নেদারল্যান্ড্‌সের রাজনীতি''' একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং একটি বিকেন্দ্রীকৃত ঐক্যমূলক রাষ্ট্রব্যবস্থার কাঠামোতে পরিচালিত হয়। নেদারল্যান্ডসকে একটি consociational রাষ্ট্র হিসেবে বর্ণনা করা যায়। ওলন্দাজ রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ইস্যুসমূহের উপর ব্যাপক ঐকমত্যে পৌঁছানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে আবর্তিত হয়।