কাবা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EditBangla (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Rinku 420 (আলোচনা | অবদান)
১৪ নং লাইন:
 
== ভৌগলিক অবস্থান ==
এটি সৌদি আরবের মক্কা নগরীতে 'মসজিদ আল হারেম' নামক মসজিদের মাঝখানে অবস্থিত। এর ভৌগলিক অবস্থান ২১.৪২২৪৯৩৫ ডিগ্রি দক্ষিণ এবং ৩৯.৮২৬২০১৩ ডিগ্রী পূর্ব।
 
== বাস্তবিক কাঠামো ==
কাবা একটি বড় পাথরের কাজ করা কাঠামো যার আকৃতি প্রায় একটি [[ঘন (জ্যামিতি)|ঘনক]] এর মত। ''কাবা'' শব্দটি এসেছে আরবি শব্দ ''মুকা'আব'' অর্থ ''ঘন'' থেকে। এটি কাছের পাহাড়ের [[গ্রানাইট]] দ্বারা তৈরি যা দাঁড়িয়ে আছে প্রায় ২৫সেঃমিঃ (১০ ইঞ্চি) [[মার্বেল]] পাথরের ভিত্তির উপর যা বাইরের দিকে ৩০সেঃমিঃ (১ ফুট) বাড়িয়ে আছে।<ref name="eoi317"/> কাঠামোতে জায়গার পরিমাণ প্রায় ১৩.১০ মিঃ (৪৩ ফুট) উচ্চতা, পাশাপাশি ১১.০৩ মিঃ X ১২.৬২ মিঃ<ref>{{বই উদ্ধৃতি| last = Peterson| first = Andrew| authorlink = | coauthors = | title = Dictionary of Islamic Architecture.| publisher = Routledge | date = 1996| location = London| url = http://archnet.org/library/dictionary/| doi = | id = }}</ref><ref name="eq76">Hawting, G.R; Ka`ba. Encyclopaedia of the Qur'an p. 76</ref> চারটি কোন কম্পাসের প্রায় চার বিন্দু বরাবর মুখ করা।<ref name="eoi317"/> কাবার পূর্ব কোনা হচ্ছে ''রুকন-আল- আসওয়াদ" (কাল পাথর অথবা "আল-হাজারুল-আসওয়াদ"), একটি উল্কাপিন্ডের অবশেষ; উত্তর কোনা হল "রুকন-আল-ইরাকী" (ইরাকী কোণ); পশ্চিমে রয়েছে "রুকন-আল-সামী" (পূর্ব-ভূমধ্য সাগরীয় কোণ) এবং দক্ষিণে "রুকন-আল-ইয়ামানী" ('ইয়েমেনী কোণ')।<ref name="eoi317"/><ref name="eq76"/>
২০ ⟶ ২২ নং লাইন:
{{মূল নিবন্ধ|কাবা শরীফের গিলাফ}}
কাবা কালো সিল্কের উপরে স্বর্ণ-খচিত ক্যালিগ্রাফি করা কাপড়ের গিলাফে আবৃত থাকে। কাপড়টি [[কিসওয়াহ]] নামে পরিচিত ; যা প্রতিবছর পরিবর্তন করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি| last = | first = | authorlink = | coauthors = | title = 'House of God' Kaaba gets new cloth| work =| publisher = The Age Company Ltd.| date = 2003| url = http://www.theage.com.au/articles/2003/02/11/1044725746252.html| format = | doi = | accessdate = 2006-08-17}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি| last = | first = | authorlink = | coauthors = | title = The Kiswa - (Kaaba Covering)| work =| publisher = Al-Islaah লPublications| date = | url = http://members.tripod.com/worldupdates/newupdates10/id43.htm| format = | doi = | accessdate = 2006-08-17|archiveurl=http://web.archive.org/20030722203309/members.tripod.com/worldupdates/newupdates10/id43.htm|archivedate=2003-07-22}}</ref> কালেমা শাহাদাত এ কাপড়ের মধ্যে সুতা দিয়ে লিখার কাঠামো তৈরি করা হয়। এর দুই তৃতীয়াংশ কোরানের বাণী স্বর্ণ দিয়ে এম্রোয়ডারি করা হয়।
 
== ক্বিবলাহ ==
== তাওয়াফকিবলা ==
কিবলা হচ্ছে নামাজের জন্য মুসলমানদের যেদিকে মুখ করা দাঁড়াতে হয়, সেই দিকটি। অনেক ধর্মেই উপাসনার জন্য কোনো নির্দিষ্ট দিক থাকে। সেরকমই মুসলমানদের জন্য কিবলা হচ্ছে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম, যা কাবা শরিফ নামে বেশি পরিচিত। তবে মজার ব্যাপার হলো, প্রথমে কাবা শরিফ কিবলা ছিল না। বরং প্রথম কিবলা ছিল জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা। মদীনায় হিজরতের ষোল মাস পর কুরআনের নির্দেশনা অনুযায়ী কিবলা পরিবর্তিত হয়ে বর্তমানের কিবলা অর্থাৎ কাবা শরীফ কিবলা হিসেবে নির্ধারিত হয়।
{{অসম্পূর্ণ}}
 
==[[তাওয়াফ]]==
তাওয়াফ হল কাবা ঘরের চারপাশে ৭ বার প্রদক্ষিণ করা, ঘড়ির বিপরীতমুখী ( Counter clock-wise direction) হয়ে । কাবার চারদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহ্‌র একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরন ।তাওয়াফ শুরুর পূর্বে [[হজরে আসওয়াদ|হজরে আসওয়াদে]] চুমু দেয়া নিয়ম। তবে ভিড়ের কারণে এর কাছে যাওয়া সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করে তাওয়াফ শুরু করতে হয়।{{অসম্পূর্ণ}}
 
== তথ্যসূত্র ==
'https://bn.wikipedia.org/wiki/কাবা' থেকে আনীত