অশ্বত্থ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suporna95 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Suporna95 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৫ নং লাইন:
}}
 
'''অশ্বত্থ''', অশথ বা '''পিপল''' গাছের বৈজ্ঞানিক নাম ''[[:en:Ficus_religiosa|Ficus religiosa]]'' যাকে ইংরেজিতে 'sacred fig' বলা হয়। এটি এক প্রকার বট বা ডুমুর জাতীয় [[বৃক্ষ]] যার আদি নিবাস [[বাংলাদেশ]], [[নেপাল]], [[ভারত]], [[মায়ানমার]], [[পাকিস্তান]], [[শ্রীলংকা]], দক্ষিণ পশ্চিম [[চীন]] এবং [[ইন্দোচীন]]। এটি 'Moraceae' পরিবারভুক্ত সপুষ্পক উদ্ভিদ। এর অন্যান্য নামগুলো হলো [[বোধিবৃক্ষ]], বোধিদ্রুম, Bo-Tree, Bo, pou, Peepal, Pippal, bawdir, bodhi tree, holy tree ইত্যাদি। সংস্কৃত ভাষায় 'বোধি' শব্দের অর্থ 'জ্ঞান'; এই শব্দটি শ্রীলঙ্কায় বিবর্তিত হয়ে 'বো' শব্দে রূপান্তরিত হয়েছে।<ref>''Oxford English Dictionary'', Oxford University Press, 1971, p. 1014</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি |url=http://www.flowersofindia.in/catalog/slides/Peepal.html |title=Ficus religiosa&nbsp;— Peepal |publisher=Flowers of India |accessdate=November 3, 2011}}</ref>
 
== বর্ণনা ==
৩৭ নং লাইন:
গৌতম বুদ্ধ এক অশ্বত্থ বৃক্ষের নিচে ধ্যান করার সময় বোধি (জ্ঞান) লাভ করেন। এই স্থানটি বর্তমানে ভারতের বিহারে বুদ্ধগয়ায় অবস্থিত। যদিও মূল গাছটি একাধিকবার ধ্বংস হয়ে গিয়েছে, এবং প্রতিস্থাপিত হয়েছে। মূল গাছের একটি শাখা ২৮৮ খ্রিস্টপূর্বাব্দে শ্রীলংকার অনুরাধাপুরে রোপণ করা হয় এবং এটি '''জয় শ্রী মহা বোধি''' নামে পরিচিত। এটি বিশ্বের প্রাচীনতম সপুষ্পক উদ্ভিদ।
 
যেকোনো অশ্বত্থ বৃক্ষকেই বোধিবৃক্ষ বলা যায় না। গৌতম বুদ্ধ যে অশ্বত্থ বৃক্ষটির নিচে বোধিলাভ করেন, সেই বৃক্ষের বংশধরদেরকেই বোধিবৃক্ষ বলে। এর অন্যান্য নামগুলো হলো [[বোধিবৃক্ষ]], বোধিদ্রুম, Bo-Tree, Bo, bawdir, bodhi tree, holy tree ইত্যাদি। সংস্কৃত ভাষায় 'বোধি' শব্দের অর্থ 'জ্ঞান'; এই শব্দটি শ্রীলঙ্কায় বিবর্তিত হয়ে 'বো' শব্দে রূপান্তরিত হয়েছে।
 
=== হিন্দুধর্ম ===