সূরা আর-রাহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EditBangla (আলোচনা | অবদান)
সংশোধন: এটি মদীনায় অবতীর্ণ সূরা। (মক্কায় অবতীর্ণ হওয়ার সপক্ষে দলীল পাওয়া গেল না)
EditBangla (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
২২ নং লাইন:
}}
 
'''সূরা আর রহমান''' ([[আরবি ভাষা|আরবি]]: الرحمن) [[মুসলমান|মুসলমানদের]] ধর্মীয় গ্রন্থ [[কুরআন|কুরআনের]] ৫৫ তম [[সূরা]]; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৭৮ এবং [[রূকু]] তথা অনুচ্ছেদ সংখ্যা ৩। সূরা আর রহমান [[মক্কা|মক্কায়]] [[মদীনা|মদীনায়]] অবতীর্ণ হয়েছে।<ref>মুফতী মুহাম্মাদ শফী: ''তফসীরে মা’আরেফুল কোরআন'', ৮ম খণ্ড, ইসলামিক ফাউণ্ডেশান বাংলাদেশ, ঢাকা। ৫ম সংস্করণ, পৃষ্ঠা ২৩৭</ref><ref>[http://www.englishtafsir.com/quran/55/index.html Sayyid Abul Ala Maududi: Tafhim al-Qur'an]</ref>
 
এই সূরায় "অতএব, হে জ্বীন ও মানব জাতিজাতিকে উদ্দেশ্য করে বারবার প্রশ্ন করা হয়েছে, "অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" আয়াতটি বারবার৩১ বলাবার হয়েছে।রয়েছে।
 
== শিরোনাম ==
৩১ নং লাইন:
== নাযিল হওয়ার সময় ও স্থান ==
{{কুরআন}}
সূরা আর-রাহমান মক্কায় অবতীর্ণ। তবে মদীনায় অবতীর্ণ বলেও অভিমত পাওয়া যায় যার সূত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইক্বরিমাহ এবং ক্বাতাদাহ। কিন্তু তাদেরই সূত্রে কথিত আছে যে এ সূরা মক্কায় অবতীর্ণ। অন্যান্য নির্ভরযোগ্য বিভিন্ন হাদীসের ভিত্তিতে কুরতুবী সূরা আর রাহমানকে মক্কায় অবতীর্ণ হওয়ার পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। জিনদের উপস্থিতিতে রাসুল (স.) কর্তৃক এ সূরা আবৃত্তির ঘটনা মক্কায়ই ঘটেছিল। পূর্ববর্তী সূরা ক্বামারে আল্লাহর অবাধ্যতার শাস্তিতে হিসাবে পৃথিবীতে গযব নাজিলের ইাতহাস বর্ণনা করে “ফা কাইফা কা-না য়াযাবি ওয়া নুযুর” বাক্যের মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে। অতঃপর ঈমান ও আনুগত্যকে উৎসহিত করার লক্ষ্যে বলা হয়েছে “ওয়া লাক্বাদ ইয়াসসারনার ক্কুর’আন”। এর বিপরীতে সূরা আর-রাহমানে আল্লাহপাকের ইহলোকিক ও পারলোকিক অবদানসমূহের কিছু কিছু উল্লেখ করা হয়েছে।<ref>মুফতী মুহাম্মাদ শফী: ''তফসীরে মা’আরেফুল কোরআন'', ৮ম খণ্ড, ইসলামিক ফাউণ্ডেশান বাংলাদেশ, ঢাকা। ৫ম সংস্করণ, পৃষ্ঠা ২৩৫-২৩৭, </ref> [[সূরা হিযর]]-এরও আগে এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। নবুয়তের ১০ম বৎসরে জ্বিনদের উপস্তিতিতে সূরা আর-রাহমান রাসুল (স.) কর্তৃক আবৃত্তির কথা [[সূরা আহ্‌ক্বাফে]] উল্লিখিত রয়েছে (আয়াত ২৯-৩২)। সুতরাং সূরা আহ্‌ক্বাফেরও আগে এটি নাযিল হয়েছিল। [[আবদুল্লাহ ইবনে মাসঊদ]] ক্বাবায় মাক্বামে ইবরাহিমে দাঁড়িয়ে এ সূরা আবৃত্তি করতে থাকলে কাফিররা তাকে মুখে আঘাত করতে থাকে। তিনি আহত হতে থাকেন এবং এক পর্যায়ে আবৃত্তি বন্ধ করতে বাধ্য হন।<ref>[http://www.englishtafsir.com/quran/55/index.html Sayyid Abul Ala Maududi: Tafhim al-Qur'an]</ref>
 
==আরবী থেকে বাংলা অনুবাদ==