কংক্রিট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nazmus Sakib Rabbi (আলোচনা | অবদান)
w/c ratio less means higher strength
Nazmus Sakib Rabbi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৫ নং লাইন:
[[চিত্র:Pantheon dome.jpg|thumb|রোমান সাম্রাজ্যে কংক্রিটের তৈরি একটি প্রাচীন মন্দীর ।.<ref>[http://www.romanconcrete.com/ The Roman Pantheon: The Triumph of Concrete]</ref>]]
[[চিত্র:1981 BostonCityHall byLebovich8 HABS MA1176.jpg|thumb|কংক্রিটের তৈরি একটি আধুনিক স্থাপত্য (বসটন সিটি হল)]]
 
== ব্যবহার ==
কংক্রিট নির্মানকাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাকা বাড়ি, দালান-কোঠা, [[পুল]]-[[কালভার্ট]] নির্মাণে কংক্রিট অপরিহার্য। সম্প্রতি বিভিন্ন ধরনের [[মূর্তি]], [[ম্যুরাল]] ও [[ভাস্কর্য]] নির্মাণেও কংক্রিট ব্যবহৃত হচ্ছে।
কনিকগভজ আকাশ বরন পাল
 
১৪ ⟶ ১১ নং লাইন:
 
[[চিত্র:Pantheon rome 2005may.jpg|thumb|হাড্রিয়ানের মন্দীর : রোমান কংক্রিটের তৈরি স্থাপত্যের একটি উদাহরণ]]
 
==উপাদান==
কংক্রিটের প্রধান উপাদান হল সিমেন্ট, পাথর, বালি এবং পানি। বিভিন্ন কাজের ব্যবহার উপযোগি করতে এর সাথে রাসায়নিক মিশ্রণ (Chemical admixtures) ব্যবহার করা হয়।
 
==প্রস্তুত প্রণালী==
বেশি পরিমানের কংক্রিট সাধারণত ব্যাচিং প্ল্যান্টে করা হয়ে থাকে। অল্প পরিমানের কংক্রিট হাতে অথবা সাধারণ মিক্সার মেশিনে তৈরি করা সম্ভব। ব্যাচিং প্ল্যান্টে সাধারণত বানিজ্যিক ভিত্তিতে কংক্রিট তৈরি করা হয়। এক্ষেত্রে ঘন্টায় ১০০ ঘন মিটার পর্যন্ত কংক্রিট তৈরি করা যায়।
 
===ডিজাইন===
ব্যবহার এবং কংক্রিটের শক্তিমত্তার উপর নির্ভর করে কংক্রিটের মিক্স ডিজাইন করা হয়।
 
===ওয়ার্কিবিলিটি===
ওয়ার্কিবিলিটি (Workability) হল ফ্রেশ (মাত্র তৈরী করা) কংক্রিটের একটি গুরুত্বপূর্ণ ধর্ম, যা দ্বারা পরিমাপ করা হয় এর কর্মযোগ্যতা। সাধারনত slump test এর মাধ্যমে কংক্রিটের Workability মাপা হয়।
 
===স্ট্রেন্থ টেস্ট===
সাধারণত সিলিন্ডার বা ঘনক আকৃতির নমুনা নিয়ে ইউনিভারসাল টেস্টিং মেশিনে কংক্রিটের শক্তিমত্তা বের করা হয়। সিলিন্ডারের উচ্চতা ব্যাসের দ্বিগুন হয়। নমুনা হিসেবে ঘনক ব্যবহার করলে স্ট্রেন্থ একই উপাদানের সিলিন্ডিক্যাল নমুনা হতে বেশি দেখায়। এর কারণ হল দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য সংকোচনের কারনে প্রস্থ হ্রাস পায়। প্রস্থ বরাবর ইউসিসি মেশিনের সাথে তুলনামূলক বেশি ঘর্ষনের ফলে ঘনকে শক্তি বেশি দেখায়।
 
===কিউরিং===
কিউরিং বলতে বোঝায় কংক্রিটকে পানি দিয়ে ভিজিয়ে রাখা। কংক্রিটের শক্তিমত্তা নির্ভর করে এর উপাদান সিমেন্টের সাথে পানির হাইড্রেশন বিক্রিয়ার উপর। তাই সাধারনভাবে কিউরিং ভাল হলে কংক্রিটের শক্তি বেশি হয়।
 
==বৈশিষ্ট্য==
কংক্রিট সাধারণত compressive strength নিতে পারে কিন্তু tensile strength নিতে পারে না। tensile strength নেয়ার জন্য সাধারণত লোহা বা ইস্পাতের রিইনফোর্সমেন্ট রড দেয়া হয়। এ রড এবং কংক্রিট একত্রে সাধারনভাবে আরসিসি (reinforced cement concrete) নামে পরিচিত।
 
== ব্যবহার ==
কংক্রিট নির্মানকাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাকা বাড়ি, দালান-কোঠা, [[পুল]]-[[কালভার্ট]] নির্মাণে কংক্রিট অপরিহার্য। সম্প্রতি বিভিন্ন ধরনের [[মূর্তি]], [[ম্যুরাল]] ও [[ভাস্কর্য]] নির্মাণেও কংক্রিট ব্যবহৃত হচ্ছে। এসফল্টের রাস্তার চেয়ে কংক্রিটের রাস্তার এককালিন নির্মান ব্যয় বেশি হলেও সাধারণত এটি তুলনামুলক বেশি টেকশই হওয়ায় গড় খরচ কম। তাছাড়া উচ্চ গতির রাস্তা তৈরির জন্য কংক্রিট ব্যবহার করা হয়। স্টিল কাঠামোর চেয়ে কংক্রিটের কাঠামো তুলনামূলক বেশি অগ্নিসহ। তবে ভূমিকম্পে tensile লোড আসে বলে রিইনফোর্সমেন্ট না থাকলে শুধু কংক্রিট ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেশি।
 
== বহি:সংযোগ ==