উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
পরিষ্কারকরণ
WAM List ২০১৮ লিঙ্ক ভূক্তি
২৩ নং লাইন:
# যেকোন লগইনকৃত অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে অনুবাদকৃত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
# এই প্রতিযোগিতায় '''বাংলাদেশ ও ভারত বাদ রেখে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে হবে'''।
# অন্য দেশগুলোর নিবন্ধের তালিকা '''[[:en:User:S Shamima Nasrin/WAM List 2018|এখানে পাবেন]]'''। এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোন নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।
# পর্যালোচনার সময় নিবন্ধের গুণগত মানের (৩,০০০ বাইট ও ৩০০ শব্দের বা তার বেশি) ওপর জোর দেওয়া হবে। পাশের তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে মূল নিবন্ধটি তথ্যসম্বৃদ্ধ হতে হবে বা হওয়া উচিত। এ প্রতিযোগিতায় চার/পাঁচ লাইনের '''ছোটো নিবন্ধ''' গ্রহণযোগ্য হবে না। নিয়মিত অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ তাদের নিজ নিজ বিবেচনাবোধ এবং উইকিবোধ কাজে লাগিয়ে নিবন্ধ পর্যালোচনা করবেন।
# শুধুমাত্র নতুন নিবন্ধনসূহ গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত হবে না।