আমিনপুর থানা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৪ নং লাইন:
|জেলা = [[পাবনা জেলা]]
|প্রতিষ্ঠার_শিরোনাম =
|প্রতিষ্ঠার_তারিখ = ২০ অক্টোবর, ২০১৩
|আসনের_ধরন =
|আসন =পাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন)
|নেতার_দল = [[আওয়ামীলীগ]]
|নেতার_শিরোনাম =
|নেতার_নাম = খন্দকার আজিজুল হক আরজু
|আয়তনের_পাদটীকা =
|মোট_আয়তন = ২৬৭.৪ বর্গকিলোমিটার
২৫ নং লাইন:
|জনসংখ্যার_পাদটীকা =
|মোট_জনসংখ্যা = ৩,৫০,০০০ প্রায়
|এই_অনুযায়ী_জনসংখ্যা = ২০১১ আদমশুমারী অনুযায়ী
|জনসংখ্যার_ক্রম =
|জনসংখ্যা_টীকা =
৩৬ নং লাইন:
 
=== ইতিহাস===
লোকমুখে প্রচলিত আছে আমিন নামের এক সাধু আমিনপুরে অবস্থান করেছিলো, এবং [[হযরত মোহাম্মদ (সঃ)]] এর নামের শেষে আমিন বলা হত সেইজন্য সেই সাধুর অনুরোধে আমিনপুর নাম করন করা হয়,সেই থেকে এই স্থানের নামকরন,তবে ১৯৯৫ সালের দিকে পাবনার সন্ত্রাস কবলিত এলাকা বলে পাবনার [[ঢালারচর]] এলাকা পরিচিতি পায়,[[সন্ত্রাস]] নিয়ন্ত্রন করার জন্য তৎকালিন সরকার ১৯৯৭ সালে আমিনপুর গ্রামে [[পুলিশ]] তদন্ত কেন্দ্র প্রতিষ্টিত করে,এবং তারই ধারাবাহিকতাই ২০১৩ সালের ২০ [[অক্টোবর]] পাবনার[[পাবনা]]র ১১ তম আমিনপুর থানা হিসেবে যাত্রা করে।
 
=== প্রশাসনিক এলাকা===
৪২ নং লাইন:
 
# ইউনিয়নগুলো হলো:
# [[জাতসাখিনি]],
# রুপপুর,
# পুরান ভারেংগা,
# আহম্মদপুর,
# রানীনগর,
# [[সাগরকান্দী]],
# মাশুমদিয়া,
# ঢালারচর
৫৮ নং লাইন:
 
=== নদীসূমহ ===
আমিনপুরের পাশ দিয়ে মৃতপ্রায় [[আত্রাই]] নদী চলে গিয়েছে, এবং পুর্বে [[যমুনা নদী]], দক্ষিনে [[পদ্মা নদী]] প্রবাহমান। এবং গাজনার বিল প্রসিদ্ধ।
 
=== দর্শনীয় স্থান ===
আমিনপুর থানায় দর্শনীয় স্থানের মধ্যে [[নগরবাড়ি ঘাট]],কাজিরহাট লঞ্চ ঘাট,কাজিরহাট লোহার ব্রিজ,রাখালগাছী পদ্মা-যমুনার মিলনস্থল, গাজনার বিল ইত্যাদি।
 
=== শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান ===
আমিনপুর থানার শিক্ষার হার ৬২% তার মধ্যে (পুরুষ ৩৫%,মহিলা ২৭%),আমিনপুর থানার কলেজ সংখ্যা ৫টি,উচ্চ বিদ্যালয় ১৮ টি,প্রাথমিক বিদ্যালয় ৮০ টি,মাদ্রাসা ৩টি৩টি।
কলেজসমূহঃ
* কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ,
* মাসুমদিয়া কে.জে.বি. ডিগ্রি কলেজ,
'''উচ্চমাধ্যমিক স্কুলসমূহ '''
# [[আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়]]
# হরিনাথপুর মডেল স্কুল
 
=== স্বাস্থ্য ===