মারিয়ানা খাত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংযোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩ নং লাইন:
[[চিত্র:Bathyscaphe Trieste Piccard-Walsh.jpg|thumb|left|200px|বাথিস্কাফ ত্রিয়েস্তের ভেতরে পিকার ও ওয়াল্‌শ]]
১৯৬০ সালের জানুয়ারি মাসে সুইস মহাসাগর প্রকৌশলী জাক পিকার ও মার্কিন নৌবাহিনীর লিউট্যান্যান্ট ডনাল্ড ওয়াল্‌শ ফরাসি-নির্মিত বাথিস্কাফ ত্রিয়েস্ত-এ করে চ্যালেঞ্জার ডীপে অবতরণ করেন। জাক পিকারের বাবা ওগুস্ত পিকার বাথিস্কাফ উদ্ভাবন করেন। জাক ও ডনাল্ড ত্রিয়েস্তকে ১০,৯১৫ মিটার গভীরতায় নিয়ে যেতে সক্ষম হন। এটি ইতিহাসের সবচেয়ে গভীরতম ডুব।
 
== পরিচিতি ==
* খাদটি প্রায় ২ হাজার ৫৫০
কিলোমিটার (১ হাজার ৫৮০
মাইল) দীর্ঘ।
* অবিশ্বাস্য হলেও সত্য চওড়ায়
এটি মাত্র ৬৯ কিলোমিটার (৪৩
মাইল)।
* এখনো পর্যন্ত খাদের সর্বোচ্চ
গভীরতা জানা গেছে প্রায় ১১
কিলোমিটার (প্রায় ৩৬ হাজার ৭০ ফুট)! অবশ্য গভীর সাগরের
তলদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি
ব্যবহারে এখনো রয়ে গেছে নানা
সমস্যা। ফলে বিজ্ঞানীদের ধারণা
খাদের গভীরতা আরো বেশি হতে
পারে। সে জন্যই তাঁরা চালাচ্ছেন
নিত্যনতুন অভিযান। (অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেয়া হয়, তাও তার মাথার ওপর আরও জায়গা বেঁচে যাবে!)
* মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে
গভীর অংশটি শেষ হয়েছে প্রশান্ত
মহাসাগরের নিচে 'চ্যালেঞ্জার ডিপ' নামের ভ্যালিতে গিয়ে। খাদের শেষ অংশে পানির চাপ এতটাই যে, সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা ১০০০ গুণেরও বেশি! এ কারণেই এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্বও প্রায় ৫ শতাংশ বেশি।
* খাদের সবচেয়ে নিচু জায়গা
'চ্যালেঞ্জার ডিপ' নামটি রাখা
হয়েছে জলযান এইচএমএস
চ্যালেঞ্জার-২-এর নাম থেকে
নিয়ে। স্থানটির তাপমাত্রা এতই
কম যে, বিজ্ঞানীরা বলেন সাগর
তলের সর্বনিম্ন তাপমাত্রার স্থান
এটিই।
* কখনো হাইড্রোজেন সালফাইডসহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম পানিও বের হয় চ্যালেঞ্জার ডিপের ছিদ্রপথ দিয়ে। এগুলো প্রধান খাদ্য ব্যারোফিলিকজাতীয় ব্যাকটেরিয়ার। এসব
ব্যাকটেরিয়াকেই আবার খায়
শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে
দেখতে হয় এমন কতগুলো ছোট ছোট জীব। এদের খেয়ে বেঁচে থাকে মাছেরা। এভাবেই সাগরতলের এত গভীরেও জীবনের চক্র কিন্তু ঠিকই চলতে থাকে, যেমনটি চলে সাগরের ওপর।
* অতি ক্ষুদ্র কিছু ব্যাকটেরিয়ারও
দেখা মেলে মারিয়ানা খাদে।
* সাধারণত সমুদ্রতলের গভীরে
মৃত প্রাণীর কঙ্কাল, খোলস জমা
পড়তে থাকে। মারিয়ানার তলও
আলাদা নয়। এখানকার পানির রং সে জন্যই খানিকটা হলুদ।<ref name="OnnoRokom"> [http://blog.onnorokomsoftware.com/blog/2012/04/21/deepest-part-of-the-ocean/], অন্যরকম</ref>
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
[[বিষয়শ্রেণী:মহাসাগরীয় খাত]]
[[বিষয়শ্রেণী:প্রশান্ত মহাসাগর]]