উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫১১ নং লাইন:
: আমি এডিটাথনের একটি পাতা তৈরি করেছি। সবাই মিলেেএডিটাথনের মাধ্যমে করলে সবাই উৎসাহ নিয়ে করবে আশা করি। যে নিবন্ধগুলো অপসারণ হয়েছে, সেগুলো নতুনভাবে লেখা বা কপিভায়োগুলো পূণঃলিখন করা যেতে পারে এর মাধ্যমে। কয়টা নিবন্ধ অপসারণ হলো বা হচ্ছে, এটা নিয়ে বেশি আলোচনার প্রয়োজনই দেখি না, কারণ আমরা নিজেরাই জানি সেগুলো ফিরিয়ে আনা যায়। কেউ নির্দিষ্ট নিবন্ধ নিয়ে কাজ করতে চাইলে সেটা ফিরিয়ে এনে নতুন করে তিনি লিখতে পারেন বা সম্পূর্ণ নতুনভাবেই লিখতে পারেন। ব্যবহারকারী অপরাধ করলে, নিবন্ধগুলোতো আর কোন অপরাধ করেনি। এখানে সবাই, চাচ্ছেন নিবন্ধগুলো থাকতে পারে কিন্তু পূণঃলিখন দরকার, যদি তাই হয় সেক্ষেত্রে [[উইকিপিডিয়া:মুক্তিযুদ্ধ বিষয়ক এডিটাথন ২০১৮]] এডিটাথনের মাধ্যমে চলুন আস্তে আস্তা সবাই মিলে করে ফেলি। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৪:৪১, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
:::: কিছুটা উপরোধে এখানে আসতে হলো। মুক্তিযোদ্ধাদের আর্টিকেল বিষয়ে সহযোগিতা করতে [[প্রথম আলো]] কর্তৃপক্ষ সম্মত আছেন। তাদের মুক্তিযুদ্ধ প্রকল্পের সকল টেকস্ট এবং ফটো অবিকল বাংলা উইকিপিডিয়াতে ব্যবহার করতে দেবেন। এতে সমস্যা মিটবে কিনা বুঝতে পারছি না। যদি মেটে তবে আমরা সম্পাদক জনাব মতিউর রহমানের সাথে অবিলম্বে দেখা করবো। আপনারা সম্মত হলে আমাকে ফোনে জানাবেন। আমি সাক্ষাতের ব্যবস্থা করবো। -[[ব্যবহারকারী:Faizul Latif Chowdhury|Faizul Latif Chowdhury]] ([[ব্যবহারকারী আলাপ:Faizul Latif Chowdhury|আলাপ]]) ১৬:১০, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
:::::যদি প্রথম আলো অনুমতি দেয় তবে তো সমস্যা মিটে যায়। প্রথম আলো থেকে অনুমতি লিখিত বা ইমেইলের মাধ্যমে দিলে ভালো হয়। অনুমতি চাওয়ার সময় প্রথম আলোকে উইকির লাইসেন্স সম্পর্কে অবহিত করা উচিত: উইকির লেখা সিসি-বাই-এসএ ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত যা যে কেউ ব্যবহার করতে পারবে কোন অনুমতি ছাড়াই, যার মানে প্রথম আলো তাদের ঐ লেখাগুলি উইকিতে দিলে যে কেউ তাদের লেখা উইকি থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাব]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৬:২৮, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
 
=== কপিরাইট লঙ্ঘণ হিসেবে অপসারিত চিত্রসমূহ ===
যে সমস্ত জীবিত ব্যক্তিদের চিত্র সরাসরি প্রথম আলো থেকে বিনা অনুমতিতে ফেয়ার ইউজ বলে এখানে নিয়ে আসা হয়েছে, সেগুলিকেও চিহ্নিত করা হয়েছে। যদি কোনো যৌক্তিকতা না প্রদান করা হয়, তাহলে রবিবার, ৭ অক্টোবর ২০১৮ তারিখে সেগুলো অপসারণ করা হবে। [[:বিষয়শ্রেণী:সমস্যা যুক্ত উইকিপিডিয়া চিত্র]]। [[ব্যবহারকারী:Moheen|<b style="text-shadow:#c5C3e3 0.2em 0.2em 0.2em; fontcolor: #3b5998">~মহীন</b>]] [[ব্যবহারকারী আলাপ:Moheen|<sup>(আলাপ)</sup>]] ০৭:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)