রিচার্ড স্টলম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎সূত্রতালিকা: পাদটিকা থেকে সূত্রতালিকায় শিরোনাম স্থানান্তর
সম্পাদনা সারাংশ নেই
২১ নং লাইন:
}}
 
'''রিচার্ড ম্যাথিউ স্টলম্যান''' ({{lang-en|Richard Matthew Stallman}}; জন্ম ১৯৫৩) <ref name="initials"/> [[ফ্রি সফটওয়্যার আন্দোলন|ফ্রি সফটওয়্যার আন্দোলনের]] একজন কর্মী এবং [[প্রোগ্রামার]]। তিনি সফটওয়্যারগুলো এমনভাবে বিতরণের জন্যে প্রচারাভিযান চালান যাতে ব্যবহারকারী এই সফটওয়্যারটি ব্যবহার, গবেষণা, বিতরণ এবং সংশোধন করার স্বাধীনতা পায়। এমন স্বাধীনতা নিশ্চিত করে এমন সফটওয়্যারকে [[ফ্রি সফটওয়্যার]] বলা হয়। স্টলম্যান [[গ্নু প্রকল্প]] চালু করেন, [[ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন]] প্রতিষ্ঠা করেন, [[গ্নু কম্পাইলার কালেকশন]] ও [[গ্নু এম্যাকস]] তৈরি করেন, এবং তিনি [[গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স]] লিখেন।
 
স্টলম্যান সেপ্টেম্বর ১৯৮৩ সালে সম্পূর্ণ [[ফ্রি সফটওয়্যার|ফ্রি সফটওয়্যারে]] নির্মিত একটি [[ইউনিক্স-সদৃশ]] [[অপারেটিং সিস্টেম]] তৈরী করার জন্যে গ্নু প্রকল্প চালু করেন।<ref name="initialgnu"/> এটার সাথে সাথে তিনি [[ফ্রি সফটওয়্যার আন্দোলন|ফ্রি সফটওয়্যার আন্দোলনেরও]] সূচনা করেন। তিনি গ্নু প্রকল্পের প্রধান স্থপতি এবং সংগঠক ছিলেন এবং ব্যাপকভাবে ব্যবহৃত গ্নু সফটওয়্যারের অনেকগুলো তিনি ডেভেলপ করেছিলেন, যার মধ্যে গ্নু কম্পাইলার কালেকশন, গ্নু ডিবাগার, এবং গ্নু এম্যাকস টেক্সট এডিটর রয়েছে। অক্টোবর ১৯৮৫ সালে তিনি ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন গঠন করেন।
 
স্ট্যালম্যান [[কপিলেফট]] ধারণাটি প্রবক্তা, যা কপিরাইট আইনের নীতিগুলো ব্যবহার করে ফ্রি সফটওয়্যার ব্যবহার, পরিবর্তন ও ডিস্ট্রিবিউটের অধিকার প্রদান করে। একই সাথে তিনি [[গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স|জিপিএলের]] মত, সর্বাধিক ব্যবহৃত লাইসেন্সগুলোর লেখক।