উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ragib (আলোচনা | অবদান)
Ferdous (আলোচনা | অবদান)
৪৫৭ নং লাইন:
::::::আমি নিজেও বেশি কিছু নিবন্ধ দেখলাম, অধিকাংশ নিবন্ধগুলোতে কপিরাইট সমস্যা হলো মাঝের অনুচ্ছেদে। সম্পূর্ণ নিবন্ধ অপসারণ না করে সেই অনুচ্ছেদটি বাদ দিলেও নিবন্ধে যথেষ্ট তথ্য থাকে সেগুলো অপসারণ করার প্রয়োজন দেখি না। এমনিতে ৫০/৬০% এর উপরে থাকলে তবেই করলে ভালো। এর নিচে যেগুলো সেগুলো সংশোধন করতে বেশি বেগ পেতে হবে না শুধু অনুচ্ছেদ মুছে দিলেই হবে। আমিও দেখছি।--'''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৪:৩১, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
:::::::সবগুলো নিবন্ধ কিন্তু পত্রিকায় আছে বলেই কপিরাইট লঙ্ঘন নাও হতে পারে, বিশেষ কিছু ক্ষেত্রে। যেমন, ধরা যাক "ক" একটি নিবন্ধ লিখলেন। সেটা ক নিজেই উইকিপিডিয়াতে যোগ করলেন। এখন একই লেখা পত্রিকা ও উইকিতে আছে, কিন্তু লেখার সূত্র ও কপিরাইট যেহেতু "ক"-এর, সেহেতু সেটা কপিরাইট লঙ্ঘন নাও হতে পারে। সেজন্য পত্রিকার নিবন্ধটি কার লেখা, সেটা দেখে নেয়াটাও এখানে জরুরি। আমি এই কথা বলছি কারণ সম্ভবত, আমার ভুলও হতে পারেম হাছিব নিজেই অনেকগুলো জীবনী নিবন্ধ পত্রিকাতে লিখেছিলো। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ২১:১২, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
: আমি অনেক গুলো নিবন্ধ চেক করেছি। এর মধ্যে পত্রিকার কাজ গুলো গ্রন্থনা করেছেন রাশেদুর রহমান নামে একজন। যে নিবন্ধের ৬০/৭০% জেনে বুঝে কপি করা হয়েছে তা আমার কাছে স্রেফ চৌর্যবৃত্তি বলে মনে হয়। [[ব্যবহারকারী:Ferdous|— <span style="color:red">ফের</span><span style="color:green">দৌস</span>]] • ০০:৪৯, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
 
=== কপিরাইট লঙ্ঘণ হিসেবে অপসারিত চিত্রসমূহ ===