ফ্রাঙ্ক হার্ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক প্রদান
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
৬১ নং লাইন:
 
'''ফ্রাঙ্ক হার্ন''' ({{lang-en|Frank Hearne}}; [[জন্ম]]: [[২৩ নভেম্বর]], [[১৮৫৮]] - [[মৃত্যু]]: [[১৪ জুলাই]], [[১৯৪৯]]) মিডলসেক্সের ইলিং এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ বংশোদ্ভূত আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। স্বল্প কয়েকজন খেলোয়াড়ের অন্যতম হিসেবে [[দু’টি আন্তর্জাতিক দলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা|একাধিক দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের]] সৌভাগ্য হয় তাঁর। ১৮৮৯ থেকে ১৮৯৬ সময়কালে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের]] পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের পর [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] পক্ষে খেলেছেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্ট]] ও পরবর্তীতে দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ক্রিকেটে [[Western Province cricket team (South Africa)|ওয়েস্টার্ন প্রভিন্সের]] প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে রাউন্ড-আর্ম ফাস্ট বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন তিনি।
 
== প্রারম্ভিক জীবন ==
বিখ্যাত হার্ন পরিবারের অন্যতম সদস্য ছিলেন। ২৩ নভেম্বর, ১৮৫৮ তারিখে তৎকালীন মিডলসেক্সের ইলিং এলাকায় ফ্রাঙ্ক হার্নের জন্ম।
 
বাবা [[George Hearne (cricketer, born 1829)|জর্জ হার্ন]] [[Middlesex County Cricket Club|মিডলসেক্সের]] পক্ষে খেলেছেন ও ক্যাটফোর্ডে কেন্টের প্রাইভেট ব্যাংকস স্পোর্টস গ্রাউন্ডের মাঠকর্মীর দায়িত্ব পালন করেছেন। সেখানেই ফ্রাঙ্ক হার্ন তরুণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন।<ref name=wisden53>[http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/228425.html Hearne, Alec], Obituaries in 1952, ''[[Wisden Cricketers' Almanack]]'', 1953. Retrieved 2016-04-06.</ref><ref name=ambrose>Ambrose D (2003) [https://cricketarchive.com/Archive/Articles/0/874.html Brief profile of Frank Hearne], CricketArchive. Retrieved 2017-10-28.</ref> এছাড়াও, লর্ডসে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের মাঠকর্মীর দায়িত্বে ছিলেন ফ্রাঙ্ক হার্ন।<ref name=ambrose /> তাঁর দুই ভাই - জর্জ গিবন্স হার্ন ও [[অ্যালেক হার্ন]] - প্রত্যেকেই প্রথম-শ্রেণীর ক্রিকেটে কেন্টের পক্ষে খেলেছেন।<ref name=wisden53 /> তাঁর পুত্র জর্জ আলফ্রেড লরেন্স হার্নও প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন।
 
১৮৭৯ থেকে ১৯০৪ সময়কালে কেন্ট ও ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
== তথ্যসূত্র ==