বিক্রমাদিত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Fayaz Rahman (আলোচনা | অবদান)
Fayaz Rahman (আলোচনা | অবদান)
১৮ নং লাইন:
আরেকটি তামিল উপাখ্যান অনুযায়ী রাজা বিক্রমাদিত্যকে নবকান্টাম করতে হবে, নবকান্টাম শব্দের অর্থ হচ্ছে শরীরের নয়টি অংশ কেটে দেবদবীদেরকে দিয়ে দেওয়া। বিক্রমাদিত্য তার শরীরে আটটি অংশ কেটে দেবদের এবং একটি অংশ রেখে দেবীকে উৎসর্গ করবেন বলে বলেন, এর বিনিময়ে বিক্রম দেবীর কাছে মানুষ বলিদান বন্ধের আহ্বান জানান।<ref name="AH_2009_Chapter12"/>
 
চলা পুর পটায়ম (প্রাচীন চলা রেকর্ড), অনিশ্চিত তারিখের একটি তামিল পাণ্ডুলিপি, তিনটি তামিল রাজবংশের ঐশ্বরিক উৎপত্তি সম্পর্কে একটি কিংবদন্তী রয়েছে। এই কিংবদন্তিতে শালীবাহান (ভৌজ নামেও পরিচিত) একটি শ্রমণ রাজা। তিনি বিক্রমাদিত্যাকে পরাজিত করেন, এবং শিব ও বিষ্ণুর উপাসনাকারীদের উপর অত্যাচার শুরু করেন। তারপর শিব তাঁকে পরাজিত করার জন্য তিন তামিল রাজাদের সৃষ্টি করেন: ভিরা চোলান, উলা চেরান, এবং ভোজঙ্গা পান্ডিয়ান।
 
==তথ্যসূত্র==