চা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shahidkhan1962 (আলোচনা | অবদান)
কিছু কাজ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৮৭ নং লাইন:
চা গাছের জন্য অধিক পরিমাণে বৃষ্টিপাত ও তাপের প্রয়োজন হয় বলে বাংলাদেশের বৃষ্টিবহুল পাহাড়িয়া অঞ্চলে ব্যাপকভাবে চায়ের চাষ করা হয়। চা শিল্প [[বাংলাদেশ|বাংলাদেশের]] অন্যতম বৃহৎ শিল্প। জাতীয় [[অর্থনীতি|অর্থনীতিতে]] এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের চা উৎপাদনের পরিমাণ বছরে প্রায় সাড়ে ৬০০ মিলিয়ন কেজি এবং এখান থেকে চা রফতানি করা হয় ২৫টি দেশে। চা উৎপাদনের দিক থেকে এগিয়ে আছে [[চীন]], [[ভারত]], [[কেনিয়া]], [[শ্রীলঙ্কা]]।<ref name="P.Alo"/> এ তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টমে। বাংলাদেশে চা পানকারীর সংখ্যা প্রতিবছর ৬ শতাংশ হারে বাড়ছে। চা পানে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৬তম ৷<ref name="PA"/> সে তুলনায় চায়ের উৎপাদন বৃদ্ধি না-পাওয়ায় ১৯৮৪ সাল থেকে ক্রমান্বয়ে রপ্তানীর পরিমাণ হ্রাস পেয়েছে।
 
বর্তমানে ৪৭,৭৮১ হেক্টর জমিতে ১৬২টি [[চা বাগান|চা বাগানের]] মধ্যে সিলেট বিভাগেই রয়েছে ১৪৮টিu চা বাগান।<ref name=sam>দৈনিক সমকাল, মুদ্রিত সংস্করণ, লোকালয়, পৃষ্ঠা-৮, ২৭ ফেব্রুয়ারি, ২০১২ইং</ref> তন্মধ্যে ৯০% চা [[সিলেট]] বিভাগে এবং অবশিষ্ট ১০% চট্টগ্রাম বিভাগে উৎপন্ন হয়। প্রায় সকল চা বাগান ব্রিটিশ আমলে স্থাপিত। তবে সাম্প্রতিককালে [[পঞ্চগড়]] জেলায় কিছু নতুন চা বাগান স্থাপিত হয়েছে। এক সময় বাংলাদেশ চা রপ্তানি করে অনেক আয় করত। কিন্তু বর্তমানে চা আমদানি করতে হয়। বাংলাদেশ চা বোর্ড এর হিসাব অনুযায়ী, ২০১৭ সালে ৮ কোটি ৮৯ লাখ কেজি চা ভোগ করা হয়েছে। কিন্তু উৎপাদন ছিল এর থেকেও কম।<ref>{{cite web|title=চা পানের ব্যয় বেড়ে গেল|url=http://www.prothomalo.com/economy/article/1558878/%E0%A6%9A%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2|date=২৪ সেপ্টেম্বর ২০১৮|publisher=প্রথম আলো}}</ref>
 
চা বাগানগুলোতে স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৯০ হাজার। অস্থায়ীভাবে কাজ করছে প্রায় ৩০ হাজার [[শ্রমিক]]। [[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ|বাংলাদেশ সরকারের]] সাথে ২০০৯ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী বর্তমানে বাগানের শ্রেণীভেদে শ্রমিকেরা যথাক্রমে দৈনিক ৪৮.৪৬ টাকা ও ৪৫ টাকা হারে মজুরি পায়। স্থায়ী শ্রমিকদেরকে [[রেশন]] হিসেবে প্রতিদিন আধা-কেজি [[চাউল]] অথবা [[আটা]] দেওয়া হয়।<ref name="sam"/>
'https://bn.wikipedia.org/wiki/চা' থেকে আনীত