ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)''' ১৯২২-২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়।<ref>[http://www.ittefaq.com.bd/print-edition/last-page/2016/02/27/104742.html স্মৃতির কঙ্কাল ডাকসু]</ref> [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] শুরুতে এর নাম ছিল '''ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাসু)'''। শিক্ষার্থীদের এক টাকা চাঁদা দিয়ে এর সদস্য হওয়ার মধ্য দিয়েই যাত্রা শুরু হয় দেশের স্বাধিকার, ভাষার সংগ্রাম ও স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসুর। প্রাথমিক ভাবে অরাজনৈতিক কার্যকলাপ পরিচালনার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পায়। সে সময়ের বিশ্ববিদ্যালয় এর তিনটি হল - ঢাকা হল, সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল থেকে একজন করে শিক্ষক ও ছাত্র প্রতিনিধি এবং উপাচার্য মনোনীত একজন শিক্ষক দিয়ে সংসদ গঠিত হত। ১৯২৫ সালের ৩০ অক্টোবর সংসদের সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ অনুমোদন করলে তা কার্যকর হয়। ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করে '''ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'' রাখা হয়। প্রথমদিকে ডাকসুর ভিপি মনোনীত করা হত, ১৯২৪-২৫ সালে প্রথম ডাকসুর ভিপি মনোনীত করা হয়। ১৯৫৩ সালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ডাকসুর প্রথম নিবার্চন অনুষ্ঠিত হয়। উপাচার্যকে সভাপতি এবং ১৬ জন ছাত্র প্রতিনিধি থেকে ১০ জন কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা রাখা হয়, কোষাধাক্ষের দায়িত্ব পালন করেন একজন শিক্ষক।<ref>[https://www.priyo.com/business/dhaka-university-central-students-union/news ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ]</ref> ১৯৭০ সালে ডাকসুতে পরোক্ষ নির্বাচনের বদলে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু হয়।<ref>[https://www.priyo.com/businhttp://dainikamadershomoy.com/todays-paper/firstpage/101614//print প্রশাসনের ভয় ডাকসু]</ref>
 
ঢাকসুর প্রথম ভিপি ও জিএস হিসেবে মনোনীত হন [[মমতাজ উদ্দিন আহমেদ]] ও [[যোগেন্দ্রনাথ সেনগুপ্ত]] এবং প্রথম নির্বাচিত হন [[এস এ রারী এটি]] ও [[জুলমত আলী খান]]।<ref>[https://www.thedailycampus.com/dhaka-university/13702/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE ডাকসুর ভিপি-জিএস ছিলেন যারা]</ref> বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হন [[বাংলাদেশ ছাত্র ইউনিয়ন]] থেকে [[মুজাহিদুল ইসলাম সেলিম]] এবং জিএস নির্বাচিত হন [[মাহবুবুর জামান]]।<ref>[https://bangla.bdnews24.com/bangladesh/article1432460.bdnews ডাকসু নির্বাচন সবাই চায়, তবুও হচ্ছে না]</ref> সর্বশেষ ১৯৯০-৯১ সেশনের জন্য ভিপি ও জিএস পদে যথাক্রমে নির্বাচিত হন [[বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল|ছাত্রদলের]] [[আমানউল্লাহ আমান]] ও [[খায়রুল কবির খোকন]]।<ref>[https://www.banglanews24.com/opinion/news/bd/632732.details ডাকসু নির্বাচন: আঁতুড়ঘরে আলো আসুক]</ref>