মান্দা উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Saiful Muzahid (আলোচনা | অবদান)
Saiful Muzahid (আলোচনা | অবদান)
৩৭ নং লাইন:
 
== অবস্থান ==
মান্দা।নওগাঁ উপজেলারজেলার উত্তরেঅন্তর্গত [[মহাদেবপুরমান্দা উপজেলা]], দক্ষিনে১৪ [[রাজশাহীটি ইউনিয়ন, ১২৬ টি ওয়ার্ড নিয়ে ৪১৩.৯৭ বর্গ কিঃমিঃ আয়তন বিশিষ্ট। নওগাঁ জেলা| থেকে ৩০ কিঃ মিঃ দুরে নওগাঁ-রাজশাহী জেলার]]মহাসড়কের [[বাগমারাদক্ষিণ-পূর্ব দিকে প্রসাদপুর বাজার সংলগ্নস্থানে মান্দা উপজেলা]] পরিষদ কার্যালয় অবিস্থিত। মান্দা উপজেলার উত্তরে মহাদেবপুর, দক্ষিণে রাজশাহী জেলার বাগমারা[[মোহনপুর উপজেলা]], পূর্বে [[নওগাঁ সদর উপজেলা|নওগাঁ সদর]] এবং পশ্চিমে [[নিয়ামতপুর উপজেলা]] অবস্থিত।
 
== প্রশাসনিক এলাকা ==
মান্দা উপজেলায় মোট ১৪ টি ইউনিয়ন ,২৯৯ টি মৌজা ও ২৮৬ টি গ্রাম রয়েছে
৫৭ ⟶ ৫৮ নং লাইন:
 
== ইতিহাস ==
‘মান্দা’ নামীয় কোন নির্দিষ্ট গ্রাম বা মৌজা না থাকলেও এ নামটি এখানকার কিংবদন্তিতে এক অন্যন্য স্থান জুড়ে আছে । প্রবাদ আছে যে, হিন্দু প্রধান বর্তমানের কসবা মান্দায় (নামান্তরে ঠাকুরমান্দা) যে রঘুনাথ মন্দির আছে, তার সেবাইতছিলেন জনৈক “মানদাদেবী” এবং পুজারী ছিলেন জনৈক রঘুনাথ । এখানে বহু অলৌকিক ঘটনা ঘটে । অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টিশক্তি ফিরে পেতেন । এই মানোদা দেবীর কৃপা তথা সেবা লাভের আশায় সমবেত ভক্ত গণের ভক্তি ভাবেদেয়া নামে এলাকার নাম হয় (মান্‌দা বা মান্দা) মান্দা উপজেলা নওগাঁ জেলা থেকে ৩০কিঃ মিঃ দুরে নওগাঁ - রাজশাহী মহাসড়কের দক্ষিণ এবং দক্ষিন পূর্ব কোনে প্রসাদপুর বাজার সংলগ্ন স্থানে অবস্থিত।
 
== জনসংখ্যার উপাত্ত ==
৬৭ ⟶ ৬৯ নং লাইন:
 
== অর্থনীতি ==
মান্দার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর । এখানের প্রধান অর্থকারী ফসল ধান এককালে মান্দার অর্থকারী ফসল ছিল পাট।আত্রাই নদীর অববাহিকায় অবস্থিত বিধায় এখানের মাটি প্রধানত দোআশ প্রকৃতির।পূর্ব মান্দা বলে পরিচিত মান্দার [[বিষ্ণুপুর ইউনিয়ন]] এখন খাদ্য ভান্ডার হিসাবে পরিচিত । এখানে আলু, ভুট্টা, ধান সহ সব ফসল প্রচুর পরিমানে উৎপাদিত হয়। অনেক গুলি বিল বেষ্টিত এই উপজেলায় প্রাকৃতিক ভাবে সৃজিত দেশীয় মাছ পাওয়া যায। মান্দা উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা হওয়ায় এই উপজেলায় ধান উৎপাদন অনেক বেশি হয়। কৃষির উপর নির্ভর করে অন্যান্ন উপজেলার মত এগিয়ে চলেছে। এছাড়া নির্মান সামগ্রী হিসেবে ব্যবহার যোগ্য মোটা বালি মান্দার আত্রাই নদী থেকে উত্তোলিত গয়ে জেলার বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়।
 
== উপজেলার ঐতিহ্য ==
 
* [[কুসুম্বা মসজিদ]];
*নওগাঁ জেলার মান্দা উপজেলা বেশ বড় একটি উপজেলা। যেখানে ১৪ টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গড়ে উটেছে। এই উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নে ঐতিহ্যবাহী একটি ঠাকুরমান্দা মন্দির ও ৮নং কুশুম্বা ইউনিয়নে ঐতিহ্যবাহী সুলতানী আমলের কুশুম্বা শাহী মসজিদ অবস্থিত। কথিত আছে প্রচীন যুগের কৌসুম্বা নগর রাষ্ট্রটি এই কুশুম্বাতেই অবস্থিত ছিল। কশুম্বা মসজিদটি ৫ টাকার নোটে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।
*[[রঘুনাথ মন্দির।]]- ঠাকুরমান্দা।
*
 
{| class="wikitable"
|১
|কুশুম্বা মসজিদ
|নওগাঁ হতে রাজশাহী মহাসড়কের মান্দা ব্রিজ থেকে পশ্চিম দিকে কুশুম্বা নামক স্থানের ৪০০ মিটার উত্তরে ঐতিহাসিক কুশুম্বা শাহী মসজিদ ও কুশুম্বা দিঘি অবস্থিত।
|
|-
|২
|ঠাকুর মান্দা মন্দির
|নওগাঁ, রাজশাহী রোডে মান্দা ব্রিজ থেকে হাজী গোবিন্দপুর মোড় থেকে সোজা পশ্চিম দিকে ঠাকুর মান্দা বিল পার হয়ে কাঁচা রাস্তার সাথে অবস্তিত। তবে বর্ষা মৌসুমে প্রায় ১ কিলো মিটরি রাস্তা পানির কারনে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সে সময় নৌকা যোগাযোগের ব্যবস্থা থাকে। তবে মান্দা থানার উপর দিয়ে পরানপুর হয়ে শড়ক পথে ঠাকুর মান্দা যাওয়ার এ রাস্তাটি সারা বছরই চলাচল উপযোগী।
|}
 
*
 
== কৃতি ব্যক্তিত্ব ==