ইউয়ার্ট অ্যাস্টিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জিত রূপ
৪৬ নং লাইন:
| lasttestagainst =
| lasttestyear = ১৯৩০
| source = http://www.cricketarchiveespncricinfo.co.ukcom/Archiveci/Playerscontent/0player/454/4548576.html ক্রিকেট আর্কাইভ ক্রিকইনফো
| date = ২৬ সেপ্টেম্বর
| year = ২০১৭
৫৯ নং লাইন:
১৬.৫৮ গড়ে ৭৪ উইকেট লাভ করেন তিনি। ৮৪ উইকেট নিয়ে পরের মৌসুমে লিচেস্টারশায়ারের প্রধান বোলারের মর্যাদা পান।
 
[[ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ডার্বিশায়ারের]] বিপক্ষে ৬১ রানের বিনিময়ে তেরো উইকেট পান যা পঁচিশ বছর টিকে রয়েছিল। ১৯০৯ সালে আবারও ভালো করেন। তবে ১৯১০ ও ১৯১১ সালে দূর্বলমানের খেলা প্রদর্শন করায় দল থেকে বাদ পড়েন।
 
১৯১২ সালের বৃষ্টিস্নাত গ্রীষ্মকালে অ্যাস্টিল দলের সদস্য থাকলেও উপযুক্ত পরিবেশে তাঁকে বেশ মাসুল গুণতে হয়।<ref>Wisden 1913 Leicestershire Section</ref> এবড়ো-থেবড়ো উইকেটে সাফল্য লাভ না করার প্রেক্ষিতে দলের বাইরে থাকতে হয় তাঁকে। তিনি মাত্র পাঁচটি খেলায় অংশগ্রহণ করেছিলেন। ১৯২১ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক সেঞ্চুরি করেন। সোয়ানসীতে নব উত্তরণ ঘটানো গ্ল্যামারগনের বিপক্ষে এ সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন তিনি।
৬৯ নং লাইন:
 
== কাউন্টি অধিনায়কত্ব ==
১৯২২ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত [[জর্জ গিয়েরি|জর্জ গিয়েরি’র]] সাথে তিনিও লিচেস্টারশায়ার দলের প্রধান চালিকাশক্তি ছিলেন। তবে তিন দশককাল কোন রকমেকোনরকমে টিকে থাকা লিচেস্টারশায়ার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কোন শৌখিন খেলোয়াড়ই কাউন্টি দলটির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে খেলেননি।
 
পঞ্চাশ বছরেরও অধিক সময় পর অ্যাস্টিল আনুষ্ঠানিকভাবে যে-কোন কাউন্টি দলের পক্ষে পেশাদার অধিনায়ক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। কাউন্টি দলটি কার্যকরী মৌসুম অতিবাহিত করে। শৌখিন মানদণ্ডের ও প্রাপ্তির পূর্ব-পর্যন্ত সাতচল্লিশ বছর বয়সেও দায়িত্ব পালন করেন।<ref>Gentlemen v Players Vol.II M.Marshall</ref>