টমি লি জোন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে + 12টি বিষয়শ্রেণী, তথ্যছক যোগ
'কর্মজীবন' পরিচ্ছেদ যোগ
২১ নং লাইন:
}}
 
'''টমি লি জোন্স''' ({{lang-en|Tommy Lee Jones}}; জন্ম: [[১৫ সেপ্টেম্বর]] [[১৯৪৬]]) হলেন একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। তিনি চারটি [[একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেছেন এবং ১৯৯৩ সালের থ্রিলার চলচ্চিত্র ''[[দ্য ফিউজিটিভ (১৯৯৩-এর চলচ্চিত্র)|দ্য ফিউজিটিভ]]''-এ মার্শাল স্যামুয়েল জেরার্ড চরিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা]] বিভাগে একটি পুরস্কার জয় করেন। তিনি ''[[জেএফকে (চলচ্চিত্র)|জেএফকে]]'' (১৯৯২)-এ ক্লে শ ও ''[[লিংকন (চলচ্চিত্র)|লিংকন]]'' (২০১২)-এ র‍্যাডিক্যাল রিপাবলিকান কংগ্রসম্যান টাডেউস স্টিভেন্স চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অপর দুটি অস্কার মনোনয়ন<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=অস্কারে মার্কিন দর্শকরা দেখতে চান লিংকনের বিজয়|ইউআরএল=https://www.dw.com/bn/অস্কারে-মার্কিন-দর্শকরা-দেখতে-চান-লিংকনের-বিজয়/a-16525007|সংগ্রহের-তারিখ=১৫ সেপ্টেম্বর ২০১৮|কর্ম=[[ডয়চে ভেলে]]|তারিখ=১৬ জানুয়ারি ২০১৩}}</ref> এবং ''[[ইন দ্য ভ্যালি অব এলাহ]]'' (২০০৭) চলচ্চিত্রে হ্যাঙ্ক ডিয়ারফিল্ড চরিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা]] বিভাগে অপর একটি অস্কার মনোনয়ন অর্জন করেন।
 
তার অন্যান্য উল্লেখযোগ্য কাজ হল টিভি মিনি ধারাবাহিক ''লোনসাম ডাভ''-এ টেক্সাসের রেঞ্জার উড্রো এফ. কল, ''মেন ইন ব্ল্যাক'' চলচ্চিত্র ধারাবাহিক অ্যাজেন্ট কে, ''আন্ডার সিজ'' (১৯৯২)-এ সন্ত্রাসী উইলিয়াম "বিল" স্ট্রেনিক্স, ''[[ন্যাচারাল বর্ন কিলার্স]]'' (১৯৯৪)-এ ওয়ার্দেন ডোয়াইট ম্যাক্লাস্কি, ''[[ব্যাটম্যান ফরেভার]]'' (১৯৯৫)-এ খল অভিনেতা টু-ফেস, ''ম্যান অব দ্য হাউজ'' (২০০৫)-এ টেক্সাসের রেঞ্জার রোলান্ড শার্প, ''[[নো কান্ট্রি ফর ওল্ড মেন (চলচ্চিত্র)|নো কান্ট্রি ফর ওল্ড মেন]]'' (২০০৭)-এ শেরিফ এড টম বেল চরিত্রে অভিনয় করেন। তিনি ''দ্য থ্রি বিউরিয়ালস্‌ অব মেলকোয়াইডস এস্ত্রাদা'' (২০০৫) চলচ্চিত্র পরিচালনা করেন এবং এতে রেঞ্চার পিট পারকিন্স চরিত্রে অভিনয় করেন। তিনি ''[[ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স]]'' (২০১১)-এ কর্নেল চেস্টার ফিলিপস, ''[[জেসন বর্ন (চলচ্চিত্র)|জেসন বর্ন]]'' (২০১৬)-এ সিআইএ পরিচালক রবার্ট ডিউয়ি চরিত্রে অভিনয় করেন।
 
==কর্মজীবন==
১৯৯০-এর দশকে তিনি কয়েকটি ব্লকবাস্টার হিট চলচ্চিত্র - ''[[দ্য ফিউজিটিভ (১৯৯৩-এর চলচ্চিত্র)|দ্য ফিউজিটিভ]]'' (১৯৯৩)-এ [[হ্যারিসন ফোর্ড]]ের সাথে ''[[ব্যাটম্যান ফরেভার]]'' (১৯৯৫)-এ ভাল কিলমারের সাথে এবং ''মেন ইন ব্ল্যাক'' চলচ্চিত্র ধারাবাহিকে [[উইল স্মিথ]]ের সাথে অভিনয় করে নিজেকে হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ও চাহিদাসম্পন্ন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ''দ্য ফিউজিটিভ''-এ মার্শাল স্যামুয়েল জেরার্ড চরিত্রে তার অভিনয় ব্যাপক সমাদৃত হয় এবং তিনি [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন। পরবর্তীকালে তিনি এই চলচ্চিত্রের অনুবর্তী পর্ব ''ইউ.এস. মার্শালস'' (১৯৯৮) ছবিতেও অভিনয় করেন।
 
২০০৫ সালে তিনি ''দ্য থ্রি বিউরিয়ালস্‌ অব মেলকোয়াইডস এস্ত্রাদা'' চলচ্চিত্র পরিচালনা করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ1=ডি প্যারিস|প্রথমাংশ1=জেনিফার|শিরোনাম=দ্য কাউবয়েজ রিমেকে টমি লি|ইউআরএল=https://bangla.bdnews24.com/glitz/article668854.bdnews|সংগ্রহের-তারিখ=১৫ সেপ্টেম্বর ২০১৮|কর্ম=[[বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম]]|তারিখ=৭ সেপ্টেম্বর ২০১৩}}</ref> এতে তিনি রেঞ্চার পিট পারকিন্স চরিত্রে অভিনয় করেন এবং এতে তাকে ইংরেজি ও স্পেনীয় দুই ভাষাতেই কথা বলতে দেখা যায়। ছবিটি ২০০৫ সালে [[কান চলচ্চিত্র উৎসব]]ে প্রদর্শিত হয় এবং তিনি সেখান থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।
 
২০০৭ সালে দুটি চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয় তার কর্মজীবনকে পুনরুজ্জীবিত করে, প্রথমটি হল ''[[ইন দ্য ভ্যালি অব এলাহ]]'' ছবিতে হারানো সৈনিক পুত্রকে খুঁজতে থাকা অবরুদ্ধ পিতা হ্যাঙ্ক ডিয়ারফিল্ড ও দ্বিতীয়টি ''[[নো কান্ট্রি ফর ওল্ড মেন (চলচ্চিত্র)|নো কান্ট্রি ফর ওল্ড মেন]]'' ছবিতে একজন গুপ্তঘাতককে খুঁজতে থাকা শেরিফ এড টম বেল। ''ইন দ্য ভ্যালি অব এলাহ'' চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন।
 
তিনি ''[[ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স]]'' (২০১১)-এ কর্নেল চেস্টার ফিলিপস ভূমিকায় কাজ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Tommy Lee Jones Officially Comes Aboard Captain America: The First Avenger|ইউআরএল=https://movieweb.com/tommy-lee-jones-officially-comes-aboard-captain-america-the-first-avenger/|সংগ্রহের-তারিখ=১৫ সেপ্টেম্বর ২০১৮|কর্ম=মুভি ওয়েব|তারিখ=২৬ মে ২০১০|ভাষা=en-US}}</ref> ২০১২ সালে আরেকবার জোন্সের কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয় গোয়েন্দা চলচ্চিত্র ''মেন ইন ব্ল্যাক থ্রি''-এ তার পূর্বে করা এজেন্ট কে চরিত্র, প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য ''হোপ স্প্রিংস'' এবং [[স্টিভেন স্পিলবার্গ]]ের জীবনীমূলক ''[[লিংকন (চলচ্চিত্র)|লিংকন]]''-এ র‍্যাডিক্যাল রিপাবলিকান কংগ্রসম্যান টাডেউস স্টিভেন্স চরিত্র। ''লিংকন'' ছবিতে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে তার চতুর্থ অস্কারের মনোনয়ন আভ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=অস্কারে মার্কিন দর্শকরা দেখতে চান লিংকনের বিজয়|ইউআরএল=https://www.dw.com/bn/অস্কারে-মার্কিন-দর্শকরা-দেখতে-চান-লিংকনের-বিজয়/a-16525007|সংগ্রহের-তারিখ=১৫ সেপ্টেম্বর ২০১৮|কর্ম=[[ডয়চে ভেলে]]|তারিখ=১৬ জানুয়ারি ২০১৩}}</ref>
 
২০১৬ সালে তিনি ''[[জেসন বর্ন (চলচ্চিত্র)|জেসন বর্ন]]'' ছবিতে সিআইএ পরিচালক রবার্ট ডিউয়ি চরিত্রে এবং ''অ্যালিস ইন হলিউড'' ছবিতে অভিনয় করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ1=সুলতানা|প্রথমাংশ1=তাহমিনা|শিরোনাম=অ্যালিস ইন হলিউড|ইউআরএল=http://www.ittefaq.com.bd/print-edition/anondo-binodon/2016/04/21/115151.html|সংগ্রহের-তারিখ=১৫ সেপ্টেম্বর ২০১৮|কর্ম=[[দৈনিক ইত্তেফাক]]|তারিখ=২১ এপ্রিল ২০১৬}}</ref>
 
==তথ্যসূত্র==