নিতুন কুন্ডু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shahriar Kabir Pavel (আলোচনা | অবদান)
সংশোধন
Shahriar Kabir Pavel (আলোচনা | অবদান)
৩৭ নং লাইন:
== উদ্যোক্তা ==
স্বাধীন বাংলাদেশে নিতুন কুন্ডু [[১৯৭৫]] সালে অটবি লিমিটেড নামক ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে তার নকশা স্থান পেয়েছে। [[১৯৭০]] সালে তোপখানা রোডে বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা বিটপীর সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। [[১৯৮৩]] সালে অটবি নামে বর্তমান সময়ের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান শুরু করেছিলেন তিনি। অটবি এখন চমৎকার শিল্পরূপ নিয়ে ফার্নিচার শিল্পের এক অনন্য উদাহরণ।
[[১৯৫৯]] সালে নিতুন কুন্ডু তার জীবন শুরু করেছিলেন ডিজাইনার হিসেবে। [[১৯৬২]] সালে [[ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসেস]] (ইউসিস) প্রধান ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছিলেন। [[১৯৭১]] সালে স্বাধীনতা যুদ্ধের সময় ইউসিসের চাকরি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তিনি। পরে শিল্পী [[কামরুল হাসান|কামরুল হাসানের]] সঙ্গে যৌথভাবে স্বাধীনতা যুদ্ধের ওপর নানা ধরনের অঙ্কনের কাজ করেন। নিতুন কুণ্ডু মুক্তিযোদ্ধা শিল্পী হিসেবে ব্যাপক আলোচিত। মূলত ভাস্কর্যশিল্পী হিসেবে পরিচিতি পেলেও অন্যান্য ক্ষেত্রে কাজ করার ব্যাপারে আগ্রহের শেষ ছিল না তার। শিল্পী হওয়ার নেশায় ২৪ ঘণ্টা ব্যস্ত থাকতেন। তার আজীবন একজন শিল্পী হয়েই থাকার প্রবল ইচ্ছা ছিল। তার শিল্পের সর্বোচ্চ মিনারে অবস্থান করা এই শিল্পী [[১৯৯৭]] সালে অর্জন করেছিলেন [[একুশে পদক]]। তার হাতে গড়া শিল্প প্রতিষ্ঠান অটবি ত্রিশচার বছরদশক অতিবাহিত করেছে। অটবি ছাড়াও নিতুন কুন্ডু নিজেই একটি শিল্প প্রতিষ্ঠান।<ref>http://dhakanews24.com/?p=49825</ref>
 
== উল্লেখযোগ্য ভাস্কর্য ও শিল্পকর্ম ==