জুবাইর ইবনুল আওয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৫ নং লাইন:
বিদায় হজ্জ্বের সময় তিনি মুহাম্মদের (সা) সফরসঙ্গী ছিলেন।
===ইয়ারমুকের যুদ্ধ===
দ্বিতীয়ইয়ারমুকের খলিফাযুদ্ধ উমরের৬৩৬ শাসনামলেখ্রিষ্টাব্দে রোমান[[রাশিদুন বাহিনীরখিলাফত]] সাথে মুসলিমদের[[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন সাম্রাজ্যের]] মধ্যে সংঘটিত হয়। ৬৩৬ খ্রিষ্টাব্দের আগস্টে ইয়ারমুক নদীরতীরে ছয়দিনব্যপী এই যুদ্ধ সংঘটিত হয়। বর্তমানে এই নদী [[সিরিয়া]], [[জর্ডান]] ও [[ইসরায়েল|ইসরায়েলের]] মধ্য দিয়ে বয়ে গেছে এবং তা গ্যালিলি সাগরেরপূর্বে অবস্থিত। এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। এই যুদ্ধে যুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে আক্রমণ করেন এবং ব্যুহ ভেদ করে অপর প্রান্তে চলে যান। কিন্তু অন্যান্য যোদ্ধারা তাকে অনুসরণ করতে ব্যর্থ হয়।হয় ও তিনি মারাত্মক ভাবে আহত হন। তার দুঃসাহসী আক্রমনের ফলে রোমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
 
==মৃত্যু==
চতুর্থ খলিফা আলির শাসনামলে মক্কায় চলে যান এবং আয়িশার সাথে যোগ দেন। ৩৬ হিজরী সালে আলী ও আয়িশা নেতৃত্বে মুসলিমদের দুইটি দলের মধ্যে উটের যুদ্ধ শুরু হলে যুবাইর আয়িশার দলে যোগ দেন। কিন্তু যুদ্ধের ময়দানে তার চিন্তায় আমূল পরিবর্তন আসে। তিনি মুসলিমদের মধ্যেকার যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যুদ্ধ পরিত্যাগ করেন। এই সময় আহনাফ বিন কায়েসের আদেশে আমর ইবন জারমুয তাকে অনুসরণ করেন এবং পথের মধ্যে যোহরের নামাজে সিজদা অবনত অবস্থায় যুবাইরকে তিনি হত্যা করেন। যুবাইর ৬৪ বছরের বিশাল এক কর্মময় জীবনলাভ করেছিলেন।