জন টানিক্লিফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন (উদ্ধৃতি টেমপ্লেট ও/বা অন্যান্য)
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = জন টানিক্লিফ
| image = John Tunnicliffe c1905.jpg
৭ নং লাইন:
| fullname = জন টানিক্লিফ
| nickname =
| birth_date = {{Birthজন্ম dateতারিখ|1866|8|26|df=yes}}
| birth_place = [[Pudsey|পাডসে]], [[Yorkshire|ইয়র্কশায়ার]], [[ইংল্যান্ড]]
| death_date = {{Deathমৃত্যু dateতারিখ and ageবয়স|1948|7|11|1866|8|26|df=yes}}
| death_place = [[Westbury Park, Bristol|ওয়েস্টবারি, ব্রিস্টল]], ইংল্যান্ড
| heightft =
৪৭ নং লাইন:
}}
 
'''জন টানিক্লিফ''' ({{lang-en|John Tunnicliffe}}; [[জন্ম]]: [[২৬ আগস্ট]], [[১৮৬৬]] - [[মৃত্যু]]: [[১১ জুলাই]], [[১৯৪৮]]) ইয়র্কশায়ারের পাডসে এলাকার লো টাউনে জন্মগ্রহণকারী বিখ্যাত প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেট তারকা ছিলেন। ১৮৯১ থেকে ১৯০৭ সময়কালে ঘরোয়া প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ইয়র্কশায়ারের]] প্রতিনিধিত্ব করেছেন তিনি।<ref name="YB">{{citeবই bookউদ্ধৃতি |titleশিরোনাম=The Yorkshire County Cricket Club: 2011 Yearbook |lastশেষাংশ=Warner |firstপ্রথমাংশ=David |coauthor=|yearবছর=2011 |editionসংস্করণ=113th |publisherপ্রকাশক=Great Northern Books |locationঅবস্থান=Ilkley, Yorkshire |isbnআইএসবিএন=978-1-905080-85-4 |pageপাতা=380 |urlইউআরএল= }}</ref> দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৭২টি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণের সুযোগ হয় জন টানিক্লিফের। দীর্ঘদেহের অধিকারী জন টানিক্লিফ মারকুটে ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। পরিসংখ্যানগত দিক দিয়ে দেখা যায় যে, সর্বকালের অন্যতম সেরা স্লিপ ফিল্ডার ছিলেন তিনি। বেশ বয়স নিয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন। ১৮৯৩ সাল থেকে ইয়র্কশায়ার দলে নিয়মিতভাবে খেলতে থাকেন। এ দলটিতে ১৯০৭ সাল পর্যন্ত খেলেন।
 
১৯০৩ সাল বাদে প্রত্যেক মৌসুমেই সহস্রাধিক রান তুলেছিলেন। তন্মধ্যে, ১৮৯৮ সালে স্বর্ণালী সময় অতিবাহিত হয় তাঁর। ইনিংস প্রতি ৪১.০০ গড়ে ১,৮০৪ রান তুলেন। ঐ মৌসুমে নিজস্ব ব্যক্তিগত সর্বোচ্চ ২৪৩ রানের ইনিংস খেলেন। চেস্টারফিল্ডের কুইন্স পার্কে ডার্বিশায়ারের বিপক্ষে অনুষ্ঠিত ঐ খেলায় [[জ্যাক ব্রাউন|জ্যাক ব্রাউনের]] সাথে ৫৫৪ রান তুলে তৎকালীন যে-কোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন। তাঁদের এ সংগ্রহটি অদ্যাবধি প্রথম উইকেটে তৃতীয় সর্বোচ্চ ও বৈশ্বিকভাবে যে-কোন উইকেটে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটিরূপে স্বীকৃতি পাচ্ছে।
৫৭ নং লাইন:
ব্যাটিংয়ের পাশাপাশি টানিক্লিফের স্লিপ অঞ্চলের ফিল্ডিংও ততোধিক গুরুত্ববহন করেছিল। সুদীর্ঘ বাহুযুগলের কারণে ‘লং জন পাডসে’ ডাকনামে আখ্যায়িত হয়েছেন। দীর্ঘাকার হাতের কারণে অন্য খেলোয়াড়দের সাধ্যাতীত ক্যাচ তালুবন্দী করতে না পারলেও অনায়াসেই তিনি তা করায়ত্ত করতে সক্ষমতা দেখিয়েছেন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৯৮টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ৬৯৫টি ক্যাচ তালুবন্দী করেছেন তিনি।<ref name="Cric">{{citeওয়েব webউদ্ধৃতি |urlইউআরএল=http://www.espncricinfo.com/ci/content/player/21960.html |titleশিরোনাম=John Tunnicliffe |authorলেখক= |dateতারিখ= |workকর্ম= |publisherপ্রকাশক=Espncricinfo.com |accessdateসংগ্রহের-তারিখ=10 July 2011}}</ref> খেলোয়াড়ী জীবনের শুরুরদিকে ১৮৯১ ও ১৮৯২ সালে কয়েকটি খেলায় [[উইকেট-রক্ষক|উইকেট-রক্ষকের]] ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কিন্তু এরপর থেকেই স্লিপ অঞ্চলে ফিল্ডিংয়ের দিকে ঝুঁকে পড়েন। ১৯০১ সালে এক মৌসুমে ৭০ ক্যাচ নিয়েছিলেন ও তৎকালীন রেকর্ড গড়েন। পরবর্তীকালে ১৯২৮ সালে [[ওয়ালি হ্যামন্ড]] ৭৯ ক্যাচ নেয়ার রেকর্ডটি নিজের করে নেন।
 
খেলায় তাঁর ক্যাচ নেয়ার অনুপাত ১.৩৯৩ : ১ যা কেবলমাত্র হ্যামন্ডের ১.২৯১ : ১ ও [[John Langridge|জন ল্যাংগ্রিজের]] ১.৩৬৫ : ১-এর চেয়ে পিছিয়ে রয়েছে। জন টানিক্লিফ ২৭.০০ গড়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২০,৩১০ রান তুলেছিলেন। এছাড়াও মাঝে-মধ্যে বল হাতে নিয়ে ৫৭.৮৫ গড়ে সাত উইকেট পেয়েছেন।
 
ঘরোয়া ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯০১ সালে উইজডেন কর্তৃক অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটারের]] সম্মাননায় অভিষিক্ত হন জন টানিক্লিফ।
৭৯ নং লাইন:
 
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:টানিক্লিফ, জন}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:টানিক্লিফ, জন}}
[[বিষয়শ্রেণী:১৮৬৬-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৪৮-এ মৃত্যু]]