অন দ্য ওয়াটারফ্রন্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন (উদ্ধৃতি টেমপ্লেট ও/বা অন্যান্য)
৩০ নং লাইন:
}}
 
'''''অন দ্য ওয়াটারফ্রন্ট''''' ({{lang-en|On the Waterfront}}) হল [[এলিয়া কাজান]] পরিচালিত ১৯৫৪ সালের মার্কিন অপরাধমূলক নাট্য চলচ্চিত্র। ''[[দ্য নিউ ইয়র্ক টাইমস]]''-এ ১৯৪৮ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে প্রকাশিত ম্যালকম জনসনের ''ক্রাইম অন দ্য ওয়াটারফ্রন্ট'' শীর্ষক প্রবন্ধের ছায়া অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন বাড শুলবার্গ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন [[মার্লোন ব্র্যান্ডো]] এবং পার্শ্ব ভূমিকায় ছিলেন [[কার্ল মালডেন]], [[লি জে. কব]], [[রড স্টাইগার]], [[প্যাট হেনিং]] ও [[ইভা মারি সেন্ট]]। এটি সেন্টের প্রথম চলচ্চিত্র ছিল।
 
চলচ্চিত্রটি ১৯৫৪ সালের ২৮শে জুলাই মুক্তি পায় এবং সমালোচনামূলক ও বানিজ্যিকভাবে সফল হয়। ছবিটি ১২টি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং [[শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ চলচ্চিত্র]] সহ আটটি পুরস্কার লাভ করে। কাজান [[শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পরিচালনা]], ব্র্যান্ডো [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা]] এবং সেন্ট [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী]] বিভাগে পুরস্কৃত হন।