ফ্রেড্রিক মার্চ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
'অভিনয় জীবন' পরিচ্ছেদ যোগ
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন (উদ্ধৃতি টেমপ্লেট ও/বা অন্যান্য)
৩৬ নং লাইন:
মার্চ ''[[দ্য রয়্যাল ফ্যামিলি অব ব্রডওয়ে]]'' (১৯৩০) চলচ্চিত্রে টনি ক্যাভেন্ডিস অভিনয় করেন। চরিত্রটির মূলত [[জন ব্যারিমোর]]কে চিন্তা করে লেখা হয়েছিল। এই চরিত্রে অভিনয় করে তিনি [[৪র্থ একাডেমি পুরস্কার]] আয়োজনে তার প্রথম [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন, কিন্তু তিনি ''[[আ ফ্রি সোল]]'' ছবিতে অভিনয় করা [[লিওনেল ব্যারিমোর]]ের কাছে পরাজিত হন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=The 4th Academy Awards - 1932|ইউআরএল=http://www.oscars.org/oscars/ceremonies/1932|ওয়েবসাইট=অস্কার|প্রকাশক=[[একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস]]|সংগ্রহের-তারিখ=৩ সেপ্টেম্বর ২০১৮|ভাষা=en}}</ref> পরের বছর তিনি ''[[ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড (১৯৩১-এর চলচ্চিত্র)|মিস্টার জেকিল অ্যান্ড মিস্টার হাইড]]'' (১৯৩১) চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি ''[[দ্য চ্যাম্প (১৯৩১-এর চলচ্চিত্র)|দ্য চ্যাম্প]]'' ছবিতে অভিনয় করা [[ওয়ালেস বিরি]]র সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন, যদিও তিনি বিরির থেকে একটি ভোট বেশি পান।{{sfn|ট্র্যানবার্গ|২০১৩}} এরপর তিনি ধারাবাহিকভাবে কয়েকটি হিট মঞ্চনাটক ও ধ্রুপদী উপন্যাস অবলম্বনে নির্মিত ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেন, তন্মধ্যে রয়েছে [[গ্যারি কুপার]] ও [[মিরিয়াম হপকিন্স]]ের সাথে ''ডিজাইন ফর লিভিং'' (১৯৩৩), ''ডেথ টেকস আ হলিডে'' (১৯৩৪), [[চার্লস লটন]]ের সাথে ''[[লে মিজেরাবল (১৯৩৫-এর চলচ্চিত্র)|লে মিজেরাবল]]'' (১৯৩৫), [[গ্রেটা গার্বো]]র বিপরীতে ''[[আন্না কারেনিনা (১৯৩৫-এর চলচ্চিত্র)|আন্না কারেনিনা]]'' (১৯৩৫), [[অলিভিয়া ডা হ্যাভিলন্ড]]ের বিপরীতে ''অ্যান্থনি অ্যাডভার্স'' ও [[জ্যানেট গেনর]]ের বিপরীতে ''[[আ স্টার ইজ বর্ন (১৯৩৭-এর চলচ্চিত্র)|আ স্টার ইজ বর্ন]]'' (১৯৩৭)। ''আ স্টার ইজ বর্ন'' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তার তৃতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
 
''[[দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস্‌]]'' (১৯৪৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] অর্জন করেন।<ref name="টেলিগ্রাফ-২০১৭">{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ1=লেনন|প্রথমাংশ1=ট্রয়|শিরোনাম=How a former banker Ernest Bickel became the Oscar winner Fredric March|ইউআরএল=https://www.dailytelegraph.com.au/news/how-a-former-banker-ernest-bickel-became-the-oscar-winner-fredric-march/news-story/3140833f74f1eeeb65550f84a5089de1|সংগ্রহের-তারিখ=১ সেপ্টেম্বর ২০১৮|কর্ম=[[দ্য ডেইলি টেলিগ্রাফ]]|তারিখ=৩০ আগস্ট ২০১৭}}</ref> এছাড়া তিনি ''[[ডেথ অব আ সেলসম্যান (১৯৫১-এর চলচ্চিত্র)|ডেথ অব আ সেলসম্যান]]'' (১৯৫১) ছবিতে অভিনয়ের জন্য আরও দুইবার একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
 
==তথ্যসূত্র==