উচ্চ-গতির রেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EditBangla (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৩ নং লাইন:
: '''শ্রেণী: ৩''' – স্থায়ী লাইন উচ্চগতির জন্যে আধুনিকীকৃত, অধিকতম চলন্ত গতি অন্ততপক্ষে {{convert|200|km/h|0|abbr=on}}, কিন্তু কিছু অঞ্চলের কম ধারণক্ষম গতির সঙ্গে (উদাহরণস্বরূপ, ভূসংস্থানিক বাধা, অথবা গ্রাম্য জায়গার মধ্যে দিয়ে যাওয়া)।
উচ্চগতি এবং খুব উচ্চগতিসম্পন্ন রেলের একটা তৃতীয় বিবরণের (ডেমিরিডস এবং পিরজিডিস ২০১২) জন্যে একই সঙ্গে নিম্নবর্ণিত দুটো অবস্থার সমাধানের দরকার হয়:<ref name=Pyrgidis/>
:#উচ্চতম অর্জনক্ষম চলন্ত গতি হল {{convert|200|km/h|0|abbr=on}}এর বাড়তি, অথবা {{convert|250|km/h|0|abbr=on}}} অতি
খুব উচ্চগতির জন্যে,
:##যাত্রাপথের বিপরীতে গড় চলন্ত গতি হল {{convert|150|km/h|0|abbr=on}}এর বাড়তি, অথবা {{convert|200|km/h|0|abbr=on}} অতি খুব উচ্চগতির জন্যে।
ইউআইসি 'বিবরণগুলো' (বহুবচনে) ব্যবহার করতে পছন্দ করে, কারণ তাদের মত অনুযায়ী কোনো একটা গুণমানের উচ্চগতির রেলের বিবরণ নেই, এমনকি ('উচ্চগতি' অথবা 'খুব উচ্চগতি') গুণমানগত কথাও ব্যবহার হয়না। তারা ইউরোপীয় ইসি নির্দেশক ৯৬/৪৮ ব্যবহার করে থাকে এই বলে যে, উচ্চগতি হল পরিকাঠামো, রেললাইন এবং চালনার অবস্থাসমূহের সম্মিলিত উপাদানে গঠিত। <ref name="GeneralDefinition-EU"/>
[[ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেইলওয়েজ]] ঘোষণা করে যে, উচ্চগতির রেল শুধুই একটা বিশেষ গতির ওপর চলন্ত ট্রেন নয়, এটা হল একটা অনন্য সম্যক বৈশিষ্ট্য। অনেক গতানুগতিক ট্রেন {{convert|200|km/h|0|abbr=on}} ব্যবসায়িক পরিসেবা দিয়ে যায়, কিন্তু তাদের উচ্চগতির রেল বলা যাবেনা। এগুলোর মধ্যে আছে ফরাসি [[SNCF]] [[Intercités]] এবং জার্মান [[Deutsche Bahn|DB]] [[Intercity (Deutsche Bahn)|IC]]।
নানা কারণে গুণগত মান {{convert|200|km/h}} বিচার্য হয়; এর মধ্যে গতি, জ্যামিতিক গোলমাল নিবিড়ীকৃত, লাইনের লেগে থাকায় কমতি, বায়ুগতির বাধা ভীষণভাবে বেড়ে যাওয়া, সুড়ঙ্গের মধ্যে চাপের তারতম্যে যাত্রীদের অস্বাচ্ছন্দ্য, এবং এর ফলে চালকদের পক্ষে লাইন-ধারের সঙ্কেত যাচাইয়ে অসুবিধে।<ref name=Pyrgidis/> চলতি সঙ্কেত যন্ত্রপাতি প্রায়ই ঐতিহ্যপূর্ণ সীমার সঙ্গে ২০০ কিমি/ঘণ্টার নিচে গতি সীমাবদ্ধ রাখে, আমেরিকায় {{cvt|79|mph}}, জার্মানিতে {{cvt|160 |km/h}} এবং ব্রিটেনে {{cvt|125|mph}}। ওই গতির ওপর [[positive train control]] অথবা [[European Train Control System]] দরকার হয় অথবা আইনত বাধ্যতামূলক।
জাতীয় দেশীয় গুণমানগুলো আন্তর্জাতিকের থেকে আলাদা হতে পারে।
 
==ইতিহাস==