বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সংশোধন
৩ নং লাইন:
{{অডিও|Bn-বাংলাদেশ.oga|'''বাংলাদেশ'''}} [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ এশিয়ার]] একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র যার সাংবিধানিক নাম '''গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'''। [[১৯৪৭]] খ্রিস্টাব্দে ব্রিটিশ উপনিবেশিক শাসনাবসানে [[ভারতীয় উপমহাদেশ]] বিভক্ত হয়ে [[পাকিস্তান]] নামক যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিলো, তার পূর্বাঞ্চলীয় প্রদেশ [[পূর্ব বাংলা]] বা [[পূর্ব পাকিস্তান]] শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|সশস্ত্র সংগ্রামের]] মধ্য দিয়ে [[১৯৭১]] খ্রিস্টাব্দে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্র্যপীড়িত বাংলাদেশে বিভিন্ন সময় ঘটেছে দুর্ভিক্ষ ও [[প্রাকৃতিক দুর্যোগ]]; এছাড়াও প্রলম্বিত রাজনৈতিক অস্থিতিশীলতা ও পুনঃপৌনিক [[বাংলাদেশে সামরিক অভ্যুত্থান|সামরিক অভ্যুত্থান]] এদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। [[১৯৯১]] খ্রিস্টাব্দে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবার পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
 
[[বাংলাদেশের সংবিধান]] স্বাধীন ও সার্বভৌম [[বাংলাদেশ|বাংলাদেশ রাষ্ট্রের]] সর্বোচ্চ আইন। [[১৯৭২]] সালের [[নভেম্বর ৪|৪ঠা নভেম্বর]] তারিখে বাংলাদেশ গণপরিষদে (বর্তমানে [[জাতীয় সংসদ]] ) এই সংবিধান গৃহীত হয়, এবং একই বছরের [[বিজয় দিবস (বাংলাদেশ)|১৬ই ডিসেম্বর বা বাংলাদেশের বিজয় দিবসের]] প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। ২০১৪বাংলাদেশের খ্রিস্টাব্দের ১৬শ সংশোধনীসহ এটিরসংবিধানের মোট ১৬১৭ বার সংশোধন করা হয়েছে। তবে এসব সংশোধনীর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি [[জিয়াউর রহমান|জিয়াউর রহমানের]] পঞ্চম সংশোধনী, [[হুসেইন মুহাম্মদ এরশাদ|হুসেইন মুহাম্মদ এরশাদের]] সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী [[বাংলাদেশ সুপ্রীম কোর্ট|সুপ্রীম কোর্ট]] কর্তৃক বাতিল করা হয়েছ। এই সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের মোট সংখ্যার দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় যা সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।
তবে সংবিধানের অনুচ্ছেদ ৭খ তে বলা হয়ছে সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে যাই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদের বিধানবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হবে।