দ্য সুইমিং হোল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jed (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Túrelio (আলোচনা | অবদান)
৪১ নং লাইন:
ছবিটির অঙ্কন-কৌশল এটির অনুষঙ্গ ও [[অ্যাকাডেমি#শিল্পকলার অ্যাকাডেমিসমূহ|অ্যাকাডেমিক ঐতিহ্যের]] (পূর্ণাঙ্গ অবয়ব অঙ্কনের দক্ষতা) জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বহির্দ্বারে একাধিক নগ্ন পুরুষের পরস্পর স্থানবিন্যাসের জন্য এই ছবির বিশিষ্টতা। কেউ জলে ঝাঁপ দিচ্ছে, এমন অবস্থার ছবি পাশ্চাত্য শিল্পের ইতিহাসে বিরল।<ref name="B1" /> কার্যের ধারাবাহিকতা বোঝাতে গিয়ে অন্যান্য অবয়বগুলির ব্যবহারও শিল্পরুচিসম্মত হয়েছে। দেহভঙ্গিমাগুলির মূল উপজীব্য, "আধশোয়া অবস্থা থেকে উঠে বসা, সেখান থেকে দাঁড়ানো, তারপর ঝাঁপ"। একই সঙ্গে প্রতিটি অবয়ব এতটাই যত্নসহকারে অঙ্কিত হয়েছে যে কারোর যৌনাঙ্গ প্রদর্শিত হয়নি।<ref name="B1" /> আগের ছবিগুলির মতো এই ছবিতেও এয়াকিনস একটি [[আত্মপ্রতিকৃতি]] যুক্ত করেছেন; সেটি সাঁতারুর ভূমিকায় নিচের ডানদিকে। ''দ্য গ্রস ক্লিনিক'' বা ''[[ম্যাক্স মিট ইন আ সিঙ্গল স্কাল]]'' ছবিতে ব্যবহৃত আত্মপ্রতিকৃতির ধাঁচটি তিনি এখানে বর্জন করেছে। এখানে তাঁর উপস্থিতি দেখে বোঝা যায় না যে তিনি সঙ্গী, না শিক্ষক, না গোপন দর্শক।<ref name="B66">Bolger, 66</ref> এয়াকিনসের চারিদিকে জলের ঢেউ ও যে ঝাঁপ দিচ্ছে তার চারপাশে জলের ছিটে একমাত্র নড়াচড়ার লক্ষণ। ছবিতে অন্য সবখানেই গতিকে রুদ্ধ করে দেওয়া হয়েছে।<ref name="B66" /> হ্রদে লাল-চুলওয়ালা অবয়বটির কাছে জল এতটাই শান্ত যে তাতে স্বচ্ছ প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে।<ref>Eakins himself said "There is so much beauty in reflections that it is generally worthwhile to try to get them right."&nbsp;– Bolger, 25</ref> ছবিতে ধ্রুপদি শিল্পনির্দেশনা ও বৈজ্ঞানিক প্রকৃতিবাদের পারস্পরিক টানাপোড়েন আলাদা মাত্রা দিয়েছে এই বৈপরীত্য।<ref><!--REPEAT-->Homer, 116</ref>
 
[[চিত্র:ArcadiaThomas METEakins DT221513- Arcadia.jpg|thumb|টমাস এয়াকিনস। ''আর্কেডিয়া'', ১৮৮৩, 38⅝ × 45&nbsp;in (98 × 114&nbsp;cm), ক্যানভাস তৈলচিত্র, [[দ্য মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট]]। ''দ্য সুইমিং হোল'' ছবিটির মতো এই ছবিতেও ধ্রুপদি উৎপ্রেক্ষা ব্যবহৃত হয়েছে।<ref name="Sewell et al., 113">Sewell et al., 113</ref>]]
 
দেহগুলির অবস্থান ও পেশীগঠনের ভঙ্গিমা [[গ্রিক শিল্প|গ্রিক শিল্পের]] দেহসৌন্দর্য ও পেশীসৌকর্য চেতনার ধ্রুপদি আদর্শগুলির অনুসারী।<ref name="getty">{{সংবাদ উদ্ধৃতি|title=Eakins' Students at the "The Swimming Hole"|publisher=The Getty Museum|date=February 1, 2008|url=http://www.getty.edu/art/gettyguide/artObjectDetails?artobj=66570|accessdate=January 4, 2009}}</ref> আধ-শোয়া অবয়বটি ''[[ডাইং গল]]'' ভাস্কর্যটির একটি রূপান্তর। এটি শিল্পীর অপেক্ষাকৃত অনেকটাই কম নিয়মতান্ত্রিক আত্মপ্রতিকৃতিটির একটি বিপরীত চিত্র।<ref name="S90" /> সম্ভবত এয়াকিনস একটি প্রাচীন ধারণার সঙ্গে আধুনিক ব্যাখ্যার মিলন ঘটাতে চাইছিলেন। ছবির বিষয়বস্তু সমসাময়িক। কিন্তু কয়েকটি অবয়বের ভঙ্গিমা ধ্রুপদি ভাস্কর্যকলাকে মনে করিয়ে দেয়।<ref>Sewell, 89–90</ref> ১৮৬৯ সালে [[ফ্রেডেরিক বাজিল]] অঙ্কিত ''[[সেনে দেতে]]'' ছবিটি এয়াকিনসের ছবিটির একটি সম্ভাব্য সমসাময়িক অনুপ্রেরণা। প্যারিসে অধ্যয়নকালে এয়াকিনস [[সালোন (প্যারিস)|সালোনে]] ছবিটি দেখে থাকবেন। সম্ভবত এই ছবিটি দেখেই এক আধুনিক প্রেক্ষাপটে পুরুষদের স্নানদৃশ্য অঙ্কনে তাঁর আগ্রহ জন্মেছিল।<ref>{{সংবাদ উদ্ধৃতি|author= Glueck, Grace|title=European Influences On Americans' Views|publisher=''The New York Times''|date=September 3, 2004|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A05E0DA1531F930A3575AC0A9629C8B63&sec=&spon=&pagewanted=all|accessdate=January 6, 2008}}</ref>