আলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MD Ismail123-এর সম্পাদিত সংস্করণ হতে 116.58.203.237-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
Lazy-restless (আলোচনা | অবদান)
২৬ নং লাইন:
==জন্ম ও বংশ পরিচয়==
হয়রত আলি কুরায়িশ বংশে জন্মগ্রহণ করেন। এই বংশ পবিত্র [[কাবা|কাবা শরিফের]] রক্ষক। এই বংশের সেরা শাখাটির নাম হচ্ছে হাশেমি। হযরত আলি এর মাতা ও পিতা উভয়েই হাশেমি ছিলেন। তাঁর পিতার নাম আবু তালিব এবং মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। আরব দেশে পুত্রের নামের সাথে মিলিয়ে পিতার নাম ডাকা হয়।
==== প্রথম ফিতনা ====
{{মূল|প্রথম ফিতনা}}
[[File:First Fitna map.png|thumb|350px|রাশিদুন খিলাফতে চার রাশিদুন খলিফার অধিনস্ত এলাকাসমূহ। উক্ত বিভক্ত এলাকাগুলো খলিফা আলির খিলাফতকালীন সময়ের প্রথম ফিতনার সাথে সম্পর্কিত।
{{legend|#009900|প্রথম ফিতনার সময় [[রাশিদুন খিলাফত|রাশিদুন খলিফা]] [[আলি ইবনে আবি তালিব|আলি ইবনে আবি তালিবের]] অধীনস্থ এলাকা}}
{{legend|#ef1000|প্রথম ফিতনার সময় [[প্রথম মুয়াবিয়া|মুয়াবিয়ার]] অধীনস্থ এলাকা}}
{{legend|#5200FA|প্রথম ফিতনার সময় [[আমর ইবনুল আস|আমর ইবনুল আসের]] অধীনস্থ এলাকা}}]]
উসমান (রা.) ঘাতক কর্তৃক নিহত হলে অনেক ব্যক্তিবর্গ আলি (রা.) কে হত্যার সাথে সংশ্লিষ্ট, একথা বলাবলি করতে থাকে। আলি (রা.) সরাসরি এ কথা অস্বীকার করেন। পরবর্তীতে জনগণ তাকে খলিফা নিযুক্ত করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। তবুও জণগণ জোরপূর্বক তাকে খলিফা মনোনীত করে। এরপরেও হত্যার সংশ্লিষ্টতা বিষয়ে আলির সম্পর্ক বিষয়ে তর্ক বিতর্ক চলতে থাকে। একপর্যায়ে তা চরম আকার ধারণ করতে থাকে এবং আয়িশা (রা.)ও তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন। হত্যার প্রতিশোধ নেওবার উদ্দেশ্যে তিনি জনগণের সাথে এক হন এবং বসরার ময়দানে আলি (রা.) এর বিরুদ্ধে যুদ্ধের আয়োজনে শরিক হন। আলি (রা.)-এর বিরুদ্ধে এ যুদ্ধে তিনি পেছন থেকে নির্দেশনা ও নেতৃত্ব দেন। ইসলামের ইতিহাসে এ যুদ্ধটি বসরার যুদ্ধ বা উটের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে আলি (রা.) এর বিরুদ্ধবাহিনী পরাজিত হয় কিন্তু পরবর্তী ইতিহাসে এ যুদ্ধের প্রভাব ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী।<ref>{{harvnb|Black|1994|p=34}} ( ইংরেজি ভাষায় )</ref>
 
== তথ্যসূত্র ==
'https://bn.wikipedia.org/wiki/আলি' থেকে আনীত