নামাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আ হ ম সাকিব (আলোচনা | অবদান)
দলীয় বা মতানৈক্য বিষয়ে সিদ্ধান্তমূলক বক্তব্য
আ হ ম সাকিব (আলোচনা | অবদান)
১০১ নং লাইন:
এশা নামাজ আদায় করার পর বেজোড় সংখ্যক রাকাত বিতর এর ওয়াজিব নামাজ আদায় করতে হয়।
 
==অন্যান্য নামায==
== বিশেষ নামাজ: ==
ফরয নামায ছাড়াও মুসলমানগণ আরো কিছু নামায আদায় করে থাকেন। সেগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। তবে শ্রেণিবিভাগ অনুসারে ফরয ছাড়া বাকি নামাযগুলোকে ওয়াজিব, সুন্নাত ও নফল এই তিনভাগে ভাগ করা যায়।
* তাহাজ্জুদের নামাজ। এশা'র পর এবং ফজরের আগে এই নামাজ পড়তে হয়।
 
* তারাবীহ্ এর নামাজ : শুধু মাত্র রমজান মাসে এই নামাজ পড়তে হয়। ইশা'র নামাজের ২ রাকাত সুন্নত আদায় করার পরে এবং বিতর নামাজ এর আগে ২০ রাকাত তারাবীহ্ এর নামাজ আদায় করতে হয়। তারাবীর সালাত সহীহ হাদীস মোতাবেক ৩ রাকাত বিতর সহ মোট ২৩ রাকাত আদায় করা সুন্নাত।দেখুন,(আন-নুকাত আলা কিতাবি ইবনে সালাহ/আসকালানী ১/৪৯৪),মারিফাতুস সুনান ওয়াল আসার, বাইহাকি ২/৩০৫,আল মুখতারাহ জিয়াউদ্দীন মাকদিসী ৩/৩৬৭,১১৬১,মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৩৯৩, ৭৭৬৪,মাজমাউল ফাতাওয়া ২৩/১১২-১১৩,সুনানে বাইহাকি ২/৪৯৮, মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৩৯৩, কিয়ামুল লাইল, পৃ. ৯০,কিয়ামুল লাইল মারওয়াজি, পৃ. ৯০,মাজমু’আতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া ২৩/১১২-১১৩,তিরমিজি : ৩/১৭০.
===ওয়াজিব নামায===
* [[জানাযা|জানাযার নামাজ]] : কোন মুসলিম মারা গেলে, মৃত দেহ [[কবর]] দেওয়ার আগে এই নামাজ পড়তে হয়। জানাযার নামাজ ফরযে কিফায়া।
নিয়মিত ওয়াজিব নামায হচ্ছে [[বিতিরের নামায]]। প্রত্যেকদিন [[এশা|এশার নামাযের]] পর হতে সুবহে সাদিক পর্যন্ত এই ওয়াজিব নামাযের সময় থাকে। এছাড়া কোন নফল নামাযের নিয়ত করলে তা আদায় করা ওয়াজিব হয়ে যায়।
* ঈদের নামাজ। প্রতি ঈদে দুই রাকাত করে নামাজ পড়া ওয়াজিব।
 
===সুন্নাত নামায===
{{More|সুন্নানাত}}
মুসলমানদের নবী [[মুহাম্মদ|হযরত মুহাম্মাদ (সা:)]] যেই নামাযগুলো আদায় করতেন, তাকে সুন্নাত নামায বলে। সুন্নাত নামায দুই প্রকার। ১. সুন্নাতে মুয়াক্কাদাহ ২. সুন্নাতে যায়েদাহ
* সুন্নাতে মুয়াক্কাদাহ বলতে ঐসব নামাযকে বুঝায়, যেগুলো নবী (সা.) নিয়মিত আদায় করতেন।
* সুন্নাতে যায়েদাহ বলতে বুঝায়, মহানবী মুহাম্মাদ (সা.) যেসব সুন্নাত নিত্য আদায় করতেন না।
 
===নফল নামায===
 
===জানাযার নামায===
{{Main|জানাযা}}
 
===সূর্য ও চন্দ্রগ্রহণের নামায===
{{Main|বিশেষ নামায}}
 
== তথ্যসূত্র ==