ইসরায়েল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
Zaheen (আলোচনা | অবদান)
তথ্যসূত্র
৮৭ নং লাইন:
'''ইসরায়েল''' ({{lang-he-n|מְדִינַת יִשְׂרָאֵל}} ''{{শব্দ|He-Medinat Israel.ogg|''মেদিনাত্‌ য়িস্‌রা'এল্‌''|help=no}}''; {{lang-ar|دَوْلَةْ إِسْرَائِيل}} ''দাউলাত্‌ ইস্‌রা'ঈল্‌'') [[পশ্চিম এশিয়া]] তথা [[মধ্যপ্রাচ্য|মধ্যপ্রাচ্যের]] একটি রাষ্ট্র। এটি [[ভূমধ্যসাগর|ভূমধ্যসাগরের]] দক্ষিণ-পূর্ব তীরে ও [[লোহিত সাগর|লোহিত সাগরের]] উত্তর তীরে অবস্থিত। দেশটির উত্তর স্থলসীমান্তে [[লেবানন]], উত্তর-পূর্বে [[সিরিয়া]], পূর্বে [[জর্দান]] ও [[ফিলিস্তিন|ফিলিস্তিনি-অধ্যুষিত ভূখন্ড]] [[পশ্চিম তীর]], পশ্চিমে ফিলিস্তিনি ভূখন্ড [[গাজা উপত্যকা]] এবং দক্ষিণ-পশ্চিমে [[মিশর]] অবস্থিত।
 
ইসরায়েল সমগ্র [[জেরুসালেম]] শহরকে তার রাজধানী হিসেবে দাবী করে আসছে, যদিও [[জেরুসালেমের মর্যাদা|এই মর্যাদা]] সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বীকার করে না।<ref>{{|title=Why Jerusalem Isn't Recognized as Israel's Capital |author=Kate Samuelson |date=December 16, 2016 |publisher=Time Magazine |url=http://time.com/4604739/david-friedman-jerusalem-jewish-israel/}}</ref> শহরের [[পশ্চিম জেরুসালেম|পশ্চিমভাগ]] ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারী প্রতিষ্ঠানগুলি অবস্থিত।<ref group=টীকা>The [[Jerusalem Law]] states that "Jerusalem, complete and united, is the capital of Israel" and the city serves as the seat of the government, home to the President's residence, government offices, supreme court, and [[Knesset|parliament]]. The [[United Nations]] and most countries do not accept the Jerusalem Law (see {{harvnb|Kellerman|1993|p=140}}) and maintain their embassies in other cities such as [[Tel Aviv]], [[Ramat-Gan]], and [[Herzliya]](see the [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html CIA Factbook] and [http://www.un.org/Depts/Cartographic/map/profile/israel.pdf Map of Israel]) The [[Palestinian Authority]] sees [[East Jerusalem]] as the capital of a future [[Palestinian State]] and the city's final status awaits future negotiations between Israel and the Palestinian Authority (see [http://www.publicpolicy.umd.edu/IPPP/Fall97Report/negotiating_jerusalem.htm "Negotiating Jerusalem", University of Maryland]). See [[Positions on Jerusalem]] for more information.</ref> অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্পপ্রধান রাষ্ট্র। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত [[তেল আভিভ]] দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রাণকেন্দ্র এবং বৃহত্তম নগর এলাকা।<ref>https://www.algemeiner.com/2015/09/30/tel-aviv-ranked-among-worlds-top-financial-centers/</ref> [[মোট আভ্যন্তরীণ উৎপাদন|মোট আভ্যন্তরীণ উৎপাদনের]] হিসেবে ইসরায়েল বিশ্বের ৩৪তম বৃহত্তম অর্থনীতি। দেশটি [[অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা]]র সদস্যরাষ্ট্র। [[বিশ্বব্যাংক|বিশ্বব্যাংকের]] হিসাবমতে [[জাপান]] ও [[দক্ষিণ কোরিয়া]]র সাথে এটি এশিয়ার ৩টি উচ্চ-আয়ের রাষ্ট্রগুলির একটি। [[আন্তর্জাতিক মুদ্রা তহবিল|আন্তর্জাতিক মুদ্রা তহবিলের]] মতে এটি বিশ্বের ৩৯টি অগ্রসর অর্থনীতিসমৃদ্ধ দেশগুলির একটি।
 
ইসরায়েলে প্রায় ৮৩ লক্ষ লোকের বাস। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ; এখানে প্রতি বর্গকিলোমিটারে ৩৮১ জন অধিবাসী বাস করে। এদের মধ্যে ৬১ লক্ষ [[ইহুদী]] জাতি ও ধর্মাবলম্বী এবং ১৭ লক্ষ [[আরব]] জাতিভুক্ত (যাদের সংখ্যাগরিষ্ঠ [[মুসলমান]])। এটিই বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে ইহুদীরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত; এখানকার প্রায় অর্ধেক জনগণের (২৫-৬৪ বছর বয়সীদের মধ্যে) বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বের ৩য় সর্বোচ্চ।<ref>{{cite web |title=OECD.Stat Education and Training > Education at a Glance > Educational attainment and labor-force status > Educational attainment of 25-64 year-olds |publisher=OECD |url=http://stats.oecd.org/#}}</ref> দেশটির জীবনযাত্রার মান সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে ৫ম এবং বিশ্বে ১৯তম।<ref name="HDI">{{cite report |title=Human Development Index and its components |url=http://hdr.undp.org/en/composite/HDI |publisher=United Nations Development Programme |access-date=22 June 2017}}</ref>