আবদুল হামিদ (শিক্ষাবিদ): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
নির্বাচনে অংশগ্রহণ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
সামাজিক অবদান - অনুচ্ছেদ সৃষ্টি
৪৫ নং লাইন:
[[চিত্র:আবদুল হামিদ১.jpg|thumb|right|200px|১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যবহৃত স্থিরচিত্র]]
[[শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড|’৭৫-এর পট পরিবর্তনের পর]] রাষ্ট্রপতি [[জিয়াউর রহমান]] তাঁকে প্রধানমন্ত্রীত্ব ও খন্দকার আবদুল হাইকে মন্ত্রীত্বদানের প্রস্তাব করলেও উভয়েই তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। শ্রমবাদভিত্তিক শ্রমতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে নির্বাচনী প্রচারণায় অন্তর্ভূক্ত করে [[বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ১৯৭৮|১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে]] প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুল হামিদ।<ref name="ধ"/>
 
== সামাজিক অবদান ==
১৯৪১ সালে পৈত্রিক সম্পত্তিতে স্বীয় পিতার নামকে স্মরণীয় করে রাখতে ‘নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। [[ব্রহ্মপুত্র নদ]] দিয়ে [[নৌকা|নৌকায়]] চড়ে বিদ্যালয় পরিদর্শনে [[মুহম্মদ শহীদুল্লাহ|ড. মুহম্মদ শহীদুল্লাহ]] এসেছিলেন।<ref name="ধ"/>
 
বাংলার শেষ স্বাধীন নবাব [[সিরাজউদ্দৌলা|সিরাজউদ্দৌলার]] স্মরণে ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করেন নবাব ‘সিরাজ উদ্‌দৌলা কলেজ’। তবে, রাজনীতিতে জড়ানোর ফলে ঐ মহাবিদ্যালয়টি সরকারী অনুমোদন লাভে ব্যর্থ হয়।<ref name="ধ"/>
 
[[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|স্বাধীনতা উত্তর বাংলাদেশেও]] সরকারের গৃহীত কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিলেন। ফলে, তৎকালীন সরকারের রোষানল থেকেও তিনি রেহাই পাননি। ১৯৭৩ সালে ‘নারায়ণপুর কলেজ’ প্রতিষ্ঠা করেন। এবারও মহাবিদ্যালয়টি সরকারী অনুমোদন লাভে ব্যর্থ হয়।<ref name="ধ"/>
 
নিজের পৈত্রিক জমি বন্ধক ও বিক্রি করে তদ্বীয় পত্নী এবং ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস রাবেয়া বেগমের নিজস্ব সম্পদ ও অলঙ্কারাদি বিক্রয়লব্ধ অর্থ দিয়ে মহাবিদ্যালয় গঠনে ব্যয় করতে থাকেন। সহধর্মীনির অবদানকে স্বীকৃতি দিতে তাঁর নাম অনুসরণে ১৯৮৬ সালে ‘নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন।<ref name="ধ"/> অবশেষে, ১৯৮৭ সালে মহাবিদ্যালয়টি সরকারী অনুমোদন লাভে সক্ষম হয়। মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান মহাবিদ্যালয়ের মঞ্জুরী পেতে বিস্তর সহযোগিতা করেছিলেন। ১৯৯৬ সালে ঐ প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে পুরস্কৃত হয়।<ref name="ধ"/>
 
== তথ্যসূত্র ==