বিজয় সেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:নবদ্বীপ যোগ হটক্যাটের মাধ্যমে
সম্পাদনা সারাংশ নেই
৩৭ নং লাইন:
 
==সামরিক অভিযান==
বিজয় সেন পাল বংশের শেষ রাজাদের দূর্বলতার পূর্ণ সুযোগ নেন। [[সন্ধ্যাকর নন্দী]] রচিত ‘রামচরিতম’ এ তার রাজত্বকালের উল্লেখ পাওয়া যায়। বিবাহসূত্রে সূর রাজ বংশের সাথে তার সুসম্পর্ক ছিল। এছাড়া উড়িষ্যার শাসক [[অনন্তবর্মণ]] এর সাথেও তার সামরিক মৈত্রী চুক্তি হয়েছিল। এই দুইটি বিষয় তাকে সেন সম্রাজ্য বিস্তারে সাহায্য করে। বিজয় সেন বর্মণ, ভিরা, রাগভ প্রভৃতি রাজন্যবর্গকে পরাজিত করেন।<ref>http://wwwbn.banglapedia.org/HT/V_0049index.htmphp?title=বিজয়সেন</ref> দেওপাড়া শীলালিপি থেকে পাওয়া যায় যে বিজয় সেন কামরুপ ও কলিঙ্গ জয় করার লক্ষ্যে যুদ্ধ করেছিলেন। এরপর সম্ভবত উত্তর বিহারের কিছু অংশও অধিকার করে নেন। বিজয় সেন পাল রাজবংশের শেষ রাজা মদন পালকে তার রাজধানী গৌড় থেকে বিতাড়িত করেন। মদন পাল উত্তর বঙ্গে পলায়ন করেন। এবং পরবর্তী আট বছর সেখানে পাল বংশের শাসন কায়েম রাখেন। ১১৫২-৫৩ খ্রীস্টাব্দে মদন পালের মৃত্যুর পর বিজয় সেন সমগ্র উত্তরবঙ্গ অধিকার করে নেন। ১২ শতাব্দিতে তিনি বঙ্গ ( দক্ষিণ বাংলা) আক্রমণ করেন। এবং বর্মনদের রাজধানী বিক্রমপুর অধিকার করে নেন।<ref>[http://rampalup.munshiganj.gov.bd/search/node/%E0%A6%95%E0%A7%87%E0%A6%B6%E0%A6%AC%20%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8 বাংলাদেশ তথ্য বাতায়ন]</ref>
<ref>[http://rampalup.munshiganj.gov.bd/search/node/%E0%A6%95%E0%A7%87%E0%A6%B6%E0%A6%AC%20%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8 বাংলাদেশ তথ্য বাতায়ন]</ref>
 
==মৃত্যু==
১১৬০ খ্রীস্টাব্দে ৬২ বছরের দীর্ঘ রাজাত্বকালের অবসানের পর বিজয় সেন মারা যান।
 
==তথ্যসূত্র==