মিশরের প্রথম রাজবংশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:মিশরের ইতিহাস যোগ
সম্প্রসারণ
৩ নং লাইন:
 
[[চিত্র:Ancient Egyptian House miniature showing windcatchers.jpg|thumb|300px|প্রথম রাজবংশের ফারাও ডেন'এর আমলের একটি মিশরীয় বাড়ির হাতির দাঁতের প্রতিলিপি; [[কায়রো|কায়রোর]] অদূরে [[আবু রোশ]] সমাধিক্ষেত্র থেকে প্রাপ্ত এই প্রতিলিপিটি বর্তমানে [[পারি|পারির]] [[ল্যুভর জাদুঘর|ল্যুভর মিউজিয়ামে]] রক্ষিত আছে।]]
 
[[তৃতীয় নাকাদা সংস্কৃতি|তৃতীয় নাকাদা সংস্কৃতির]] অবসান ও প্রথম রাজবংশের উত্থান প্রায় একই সময়ের ঘটনা। মোটামুটি ৩০৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৮৯০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই রাজবংশের বিস্তার (যদিও নির্ণয় পদ্ধতির পার্থক্য অনুসারে এই সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা হলেও মতবিরোধ আছে)।
 
ঐক্যবদ্ধ রাজ্য হিসেবে মিশরের পত্তন ছাড়াও এই রাজবংশের অন্যতম কৃতিত্ব হল প্রশাসনিক কাঠামো নির্মাণ ও এমন কিছু প্রশাসনিক ও রাজকীয় রীতিনীতির প্রচলন, যা পরবর্তীকালেও মিশরে অনুসৃত হয়। তবে প্রাক্তন স্বাধীন অঞ্চলগুলির প্রশাসনিক ব্যবস্থা অনেকাংশেই অপরিবর্তিত রেখেই এই আমলে বিভিন্ন প্রদেশ বা [[নোম (মিশর)|নোমের]] পত্তন ঘটানো হয়। [[মিশরের তৃতীয় রাজবংশ|তৃতীয় রাজবংশের]] সূচনাপর্বে উচ্চ মিশরে এরকম ১৬টি ও নিম্ন মিশরে ১০টি নোমের খোঁজ পাওয়া গেছে।
 
প্রথম রাজবংশের ফারাওদের ক্রমতালিকা সম্বন্ধে আজ ঐতিহাসিকরা অনেকটাই নিশ্চিত। এই রাজবংশের প্রথম ফারাও ছিলেন মেনেস অথবা নারমের, শেষ শাসক ছিলেন [[কা]]। এই বংশের আটজন নৃপতির কথা জানতে পারা যায়। এঁদের সকলেই [[আবিডোস|আবিডোসে]] সমাধিস্থ হন। এই রাজবংশের প্রায় শেষ পর্যন্ত ঐতিহ্যানুসারে রাজার মৃত্যুর পর তাঁর নিকটাত্মীয় ও বিশ্বস্ত কর্মচারীদেরও রাজার সাথে পাঠানো হত। রাজার কবরের পাশেই ছোট ছোট বর্গাকার কবরে রাজার সমাধিস্থলেই তাদেরও স্থান হত।