লেনি রিফনশ্টাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
'প্রারম্ভিক জীবন' পরিচ্ছেদ যোগ
'নৃত্য ও অভিনয় কর্মজীবন' পরিচ্ছেদ যোগ
৩০ নং লাইন:
==প্রারম্ভিক জীবন==
হেলেনা বের্থা আমালি রিফনশ্টাল ১৯০২ সালের ২২শে আগস্ট [[জার্মান সাম্রাজ্য]]ের [[বার্লিন]]ে জন্মগ্রহণ করেন।{{sfn|জনসন|২০১৪}} তার পিতা আলফ্রেড থিওডোর পল রিফনশ্টাল হিটিং ও ভেন্টিলেশন কোম্পানির মালিক ছিলেন এবং চাইতেন তার কন্যাও তাকে অনুসরণ করে ব্যবসায়ে মনযোগী হোক।{{sfn|ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়|২০০৮}} রিফনশ্টালের শৈশব থেকেই তার পিতা চাইতেন তিনি তাদের পারিবারিক নামেই বড় হোক এবং পরিবারের ভাগ্য পরিবর্তন করুক।{{sfn|ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়|২০০৮}} তার মাতা বের্থা ইডা (প্রদত্ত নাম: শেরলাখ) তার বিয়ের পূর্বে খণ্ডকালীন দর্জির কাজ করতেন। তার বিশ্বাস ছিল বিনোদন ব্যবসায়ে তার কন্যা রিফনশ্টাললের ভবিষ্যৎ উজ্জ্বল।{{sfn|ট্রিমবর্ন|২০০৭}}{{sfn|ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়|২০০৮}} রিফনশ্টালের ছোট ভাই হাইনৎজ ৩৯ বছর বয়সে [[সোভিয়েত ইউনিয়ন]]ের বিরুদ্ধে [[নাৎসি জার্মানি]]র যুদ্ধে পূর্ব যুদ্ধক্ষেত্রে মারা যান।{{sfn|রদার|২০০৩|p=১১২}}
 
==নৃত্য ও অভিনয় কর্মজীবন==
রিফনশ্টাল নৃত্য একাডেমিতে নাচের তালিম নেন এবং তার নিজস্ব-ধাঁচের নৃত্যশৈলির জন্য পরিচিত হয়ে ওঠেন। তিনি মাক্স রাইনহার্টের সাথে ইহুদি প্রযোজক হ্যারি সকালের অর্থায়নে ইউরোপ সফর করেন।{{sfn|ফ্যালকন|২০০৩}}{{sfn|ইনফেল্ড|১৯৭৬|p=১৪-১৬}} রিফনশ্টাল তার প্রতিটি পরিবেশনার জন্য ৭০০ রাইখমার্ক নিতেন এবং নৃত্যের প্রতি এতো আগ্রহী ছিলেন যে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবতেনই না।{{sfn|ইনফেল্ড|১৯৭৬|p=১৪-১৬}} পায়ে আঘাতের কারণে তার হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়, যা তার নৃত্য জীবনে প্রভাব ফেলে।{{sfn|ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়|২০০৮}} এই সময়েই তিনি চিকিৎসকের কাছে যাওয়ার সময় ১৯২৪ সালে ''ডের বের্গ ডেস শিক্সালস'' ("ভাগ্যের পর্বত") চলচ্চিত্র পোস্টার দেখতে পান।{{sfn|ল্যাংফোর্ড|২০১২|p=২০}} তিনি চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হন এবং চলচ্চিত্র দেখতে প্রেক্ষাগৃহে যাওয়া শুরু করেন এবং বিভিন্ন চলচ্চিত্রের আয়োজনে অংশগ্রহণ করতেন।{{sfn|ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়|২০০৮}}
 
==তথ্যসূত্র==