শিন্ডলার্স লিস্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Prodeep Roy (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সংশোধন, বিষয়শ্রেণী
১৬ নং লাইন:
* [[লিয়াম নিসন]]
* [[বেন কিংসলি]]
* [[রেইফ ফাইঞ্জ]]
* [[রাফ ফাইনেস]]
* [[ক্যারোলিন গুডাল]]
* [[জোনাথান স্যাগাল]]
৩৪ নং লাইন:
}}
 
'''শিন্ডলার্স লিস্ট''' (ইংরেজি: {{lang-en|Schindler's List|lit=শিন্ডলারের তালিকা}}) ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি ঐতিহাসিক মার্কিন চলচ্চিত্র। চলচ্চিত্রটি সহ-প্রযোজনা ও পরিচালনা করেছেন [[স্টিভেন স্পিলবার্গ]] এবং চিত্রনাট্য লিখেছেন স্টিভেন জাল্লিয়ান। নোবেল বিজয়ী অস্ট্রেলিয়ান থমাস কেনিয়েলি'র লেখা 'শিন্ডলার্স আর্ক' বই অবলম্বনে চলচ্চিত্রটি তৈরিনির্মাণ করা হয়েছে। জার্মান ব্যবসায়ী [[অস্কার শিন্ডলার|অস্কার শিন্ডলারের]] জীবনী অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে, তিনি [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] চলাকালীন সময় প্রচুর পোলিশ ইহুদিদের [[হলোকস্ট]] থেকে রক্ষা করেন।
 
== কাহিনী সংক্ষেপ ==
৪২ নং লাইন:
গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অস্কার শিন্ডলার নামের এক জার্মান ব্যবসায়ী যিনি নাৎসি বাহিনীতে যোগ দিয়ে পোল্যান্ডে এসেছেন ‘যুদ্ধের সুবিধা’ কাজে লাগিয়ে ব্যবসায়ীক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্য নিয়ে। নাৎসি এসএস বাহিনীর প্রধানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং তাদের প্রচুর টাকা ঘুষ দিয়ে পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তর শহর ক্র্যাকোতে তিনি ডিইএফ নামে একটি কারখানা তৈরি করেন।
 
শিন্ডলার তাঁর কারখানায় কাজের জন্য শুধুমাত্র পোল্যান্ডের ইহুদিদের নেন । শিন্ডলার তাঁর কারখানায় অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ইটজাকইৎজহাক স্ট্যার্নস্টার্ন নামের এক ইহুদিকে নিয়োগ দেন যিনি কালোবাজারী এবং ইহুদিদের ব্যবসায়িক গোষ্ঠির সাথে যোগাযোগ রেখে শিন্ডলারকে নানাভাবে সাহায্য করেন।
 
শিন্ডলার তাঁর কারখানায় ইহুদিদের নিয়োগ দেন কারণ ইহুদিরা সস্তা শ্রম দেবে এবং এতে তাঁর অনেক টাকা বেঁচে যাবে এই উদ্দেশ্য।  একদিন কারখানায় নিয়োগ পাওয়া এক হাতওয়ালা এক বৃদ্ধ ইহুদি এসে সিন্ডলারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কারখানায় নিয়োগ দিয়ে জার্মান বাহিনীর অত্যাচার থেকে তাঁকে বাঁচানোর জন্য।
৬৯ নং লাইন:
 
শেষদিকে শিন্ডলার যেসব ইহুদিদের বাঁচিয়েছেন তাঁদের পরবর্তি প্রজন্ম জেরুজালেমে শিন্ডলারের সমাধিতে এসে একে একে শ্রদ্ধা প্রদর্শন করে এবং এর মধ্য দিয়ে সিনেমাটির ইতি ঘটে।
 
== প্রোডাকশন ==
১৯৮৮ সালে সিনেমাটির অন্যতম প্রযোজক এবং পরিচালক স্টিফেন স্পিলবার্গ প্রথমে এই সিনেমাটি পরিচালনার প্রস্তাব নিয়ে যান সিডনী পোলাক ও মার্টিন স্ক্রুসেস-এর কাছে কিন্তু তাঁরা দু’জনই এই সিনেমাটি পরিচালনার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন। মার্টিন স্ক্রুসেস বলেন, “কোন ইহুদি পরিচালকই এই সিনেমাটি ভালো ভাবে বানাতে পারবেন”। পরে স্পিলবার্গ সিনেমাটি নিয়ে যান ইহুদি পরিচালক রোমান পোলাস্কি –এর কাছে যিনি নিজে একজন “হলোকাস্ট সারভাইবার” এবং তাঁর মা আউশভিৎজ কনসেনট্রেশন ক্যাম্পে মারা যান। কিন্তু পোলাস্কিও এই সিনেমা ফিরিয়ে দেন কারণ তখন তিনি নিজে সেই সময় “দ্যা পিয়ানিস্ট” নামের এক হলোকাস্ট সিনেমা তৈরিতে হাত দিয়েছেন। পরে স্পিলবার্গ নিজেই এই সিনেমাটি পরিচালনা করেন।
 
স্পেশাল ইফেক্ট তো অনেক দূর সিনেমাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের “ফ্লেভার” দেয়ার জন্য শুধুমাত্র শুরুর এবং শেষের দৃশ্য এবং লাল কোট পরিহিতা ছোট্ট শিশু ও মোমবাতি জ্বালানোর দৃশ্যটি বাদে পুরো সিনেমাটি স্পিলবার্গ সাদা-কালো ফরম্যাটে নির্মান করেন। এ সিনেমা তৈরির জন্য তিনি কোন স্টোরিবোর্ড তৈরি করেন নি। সিনেমাটি তিনি তথ্যচিত্রের মত করে তৈরি করেছেন। সিনেমাটি তৈরির সময় অনুপ্রেরণা পাওয়ার জন্য তিনি “টুইস্টেড ক্রস” (১৯৫৬) এবং “সোয়া” (১৯৮৫) নামের দুই হলোকাস্ট সিনেমা বারবার দেখতেন।
 
সিন্ডলার লিস্ট সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জন উইলিয়াম। তাঁকে যখন সিনেমাটির সংগীত পরিচালনার কথা বলা হলো তিনি স্পিলবার্গকে বললেন, “এ সিনেমার জন্য আমার চেয়ে আরও ভালো সংগীত পরিচালক দরকার।” জবাবে স্পিলবার্গ তাঁকে বলেছিলেন, “আমি জানি কিন্তু তাঁরা সবাই মারা গেছেন”।
 
সিনেমাটি পরিচালনার জন্য স্পিলবার্গ কোন টাকা নেননি। টাকা দিতে চাইলে তিনি বলেন, “এ জন্য টাকা নিলে সে টাকা হবে রক্তাক্ত টাকা"।
 
== বিষয়বুস্তু ==
'''লাল কোট পরিহিতা শিশু''' : অ্যামন গুথের নেতৃত্ত্বে নাৎসি বাহিনী যখন ক্র্যাকোতে ইহুদিদের উপর নির্বিচার গণহত্যা চালায় তখন দেখা যায় লাল কোট পরিহিতা ছোট্ট একটি মেয়ে শিশু একা অসহায় ভাবে কিংকর্তব্যবিমূড় হয়ে রাস্তায় ঘুরছে। সম্ভবত তার পরিবারের সমস্ত সদস্যকে হত্যা করা হয়েছে। পুরো সিনেমায় যে ক’বার অল্প পরিমান রঙের ব্যবহার করা হয়েছে তার মধ্যে এই লাল কোট পরিহিতা শিশুটি অন্যতম এবং খুবই তাৎপর্যপূর্ণ। অনেক পরে নাৎসি বাহিনী যখন ক্র্যাকো-প্লাসজো কনসেনট্রেশন ক্যাম্পের মৃত বন্দীদের লাশ বার্লিন থেকে পাওয়া অর্ডার মোতাবেক পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিচ্ছিল তখন দেখা যায় ট্রলিতে করে একজন সেই লাল কোট পরিহিতা শিশুটিকে নিয়ে আসছে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য। এই দৃশ্যটি বিবেককে অত্যন্ত কঠিনভাবে নাড়া দেয় এই ভেবে যে, অসহায় নিষ্পাপ ওই শিশুটিও নাৎসি বাহিনীর নির্মম হত্যাকান্ডের শিকার হয়।
 
== অভিনয়শিল্পী ==
[[File:Liam Neeson Deauville 2012 2.jpg|thumb|upright|শিন্ডলার্স লিস্ট সিনেমারচলচ্চিত্রের মুখ্য অভিনেতা লিয়াম নিসন]]
* [[লিয়াম নিসন]] - [[অস্কার শিন্ডলার]]
* [[বেন কিংসলেকিংসলি]] - ইতঝাকইৎজহাক স্টার্ন
* [[রাফরেইফ ফাইনেসফাইঞ্জ]] - আমন গথগ্যোট
* ক্যারোলিন গোডাল - এমিলি শিন্ডলার
* জোনাথন সিগাল - পলডেক পেফারবার্গ
১০২ ⟶ ৯০ নং লাইন:
* [[Rami Heuberger]] as [[Joseph Bau]]
* [[Ezra Dagan]] as Rabbi Menasha Lewartow
 
== পুরষ্কার ও সন্মাননা ==
সাতটি অস্কার পাওয়া এ সিনেমাটিকে ২০০৭ সালে আমেরিকান ফিল্ম ইন্সটিউট সেরা ১০০ আমেরিকান সিনেমার মধ্যে ৯ম সেরা আমেরিকান সিনেমার স্বীকৃতি দিয়েছে।
 
== তথ্যসূত্র ==
১২৩ ⟶ ১০৮ নং লাইন:
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
 
[[বিষয়শ্রেণী:ইংরেজি ভাষার চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:১৯৯৩-এর চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:১৯৯০-এর দশকের নাট্য চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:১৯৯০-এর দশকের যুদ্ধেরযুদ্ধভিত্তিক চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:ইংরেজিইউনিভার্সাল ভাষারপিকচার্সের চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:মার্কিন চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:মার্কিন নাট্য চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:মার্কিন যুদ্ধেরমহাকাব্যিক চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:মার্কিন যুদ্ধভিত্তিক চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:মার্কিন সাদাকালো চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:আংশিক রঙিন চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:স্টিভেন স্পিলবার্গ পরিচালিত চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্রের তালিকাভুক্তি চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার]]
[[বিষয়শ্রেণী:গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা নাট্য চলচ্চিত্র) বিজয়ী]]
[[বিষয়শ্রেণী:শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা বিজয়ীপুরস্কার (চলচ্চিত্র)বিজয়ী]]
[[বিষয়শ্রেণী:শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার]]